৪০ ভাগ কাজ বাকি ৯০ শতাংশ অর্থছাড়
১২ আগস্ট ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
খুলনার কয়রা হতে পাইকগাছা ও তালা উপজেলা হয়ে বেতগ্রাম পর্যন্ত ‘সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পটি শুরু হয় ২০২১ সালের ২২ জানুয়ারি। শুরু থেকেই কাজে ধীরগতি থাকায় নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ। পরে দুইবার মেয়াদ ও বরাদ্দ বৃদ্ধি করায় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। বর্তমান সময় পর্যন্ত কাজের ৬০ ভাগ শেষ হলেও ৯০ শতাংশ অর্থ ছাড় করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। কাজের বাস্তবিক অবস্থার সাথে বরাদ্দ ছাড়ের অসঙ্গতি থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় মানুষের অভিযোগ, ৬৪.৬৬ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রকল্পটিতে এখন পর্যন্ত ৩০টি স্থানে কমপক্ষে ২০ কিলোমিটার কাজ করা হয়নি। এছাড়া নির্মাণকৃত সড়কের দুই পাশে গাইডওয়াল ও প্যালাসাইডিংয়ের মাঝে মাটি ভরাট বাকি রয়েছে। এ অবস্থায় মূল প্রকল্পের ৪০ শতাংশ কাজ এখনো অসমাপ্ত আছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সওজ সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকা চুক্তি মূল্যে এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা শেষ করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। পরে দুই দফায় মেয়াদ বৃদ্ধির সাথে বরাদ্দ বাড়ানো হয় ৪০ কোটি টাকা। একই সাথে চলমান প্রকল্পের কাজের মধ্যে থেকে ৩ কিলোমিটার অংশ আলাদা প্যাকেজ করা হয়েছে। সেখানে ব্যয় ধরা হয়েছে আরও ৫৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দাবি কাজের পরিধি এবং নির্মাণ সামগ্রীর দামের সাথে সমন্বয় করে বরাদ্দ বাড়ানো হয়েছে।
প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা সওজের উপ-সহকারী প্রকৌশলী আজিম কাওছার জানিয়েছেন, জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের ৩০টি স্থানে বাঁক সরলিকরণ কাজ বাকি আছে। সেখানে প্রায় ৫ কিলোমিটারের মতো সড়ক খুড়ে রাখা হয়েছে। দ্রুত এ কাজ সম্পন্ন করতে সব ধরনের চেষ্টা চলছে। একই সাথে কয়রা সদর থেকে মহারাজপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক উন্নয়ন ও বেতগ্রাম থেকে পাইকগাছা পর্যন্ত সড়ক প্রশস্তকরণে দুটি প্যাকেজ করা হয়েছে। সেখানে ৯৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।
সরেজমিন দেখা গেছে, প্রকল্পের বেতগ্রাম থেকে তালা বাজার হয়ে পাইকগাছার মৌখালি পর্যন্ত সড়কের ২-৩ কিলোমিটার পর পর কাজ অসমাপ্ত রাখা হয়েছে। এভাবে ২৪টি স্থানে প্রায় ১২ কিলোমিটার সড়কের অবস্থা চরম বেহাল। এছাড়া কয়রা উপজেলা অংশে ৬টি বাঁকে প্রায় ৩ কিলোমিটার এবং কয়রা সদর থেকে দেয়াড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারের মতো কাজ ফেলে রাখায় সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে কয়রা থেকে বেতগ্রাম যাতায়াত নির্বিঘœ হয়নি এখন পর্যন্ত। সড়কের দুই পাশে পুকুর ও খালের স্থানে যেসব গাইডওয়াল ও প্যালাসাইডিং করা হয়েছে সেখানে এখনো মাটি ভরাট করা হয়নি। এছাড়া রোড মার্কিং, সাইন-সিগনাল ও মাইলস্টোন স্থাপনের কাজও বাকি রয়েছে। এ অবস্থায় প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ দেখিয়ে অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কয়রা উপজেলা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, কয়রা থেকে খুলনা যাতায়াতের জন্য একমাত্র সড়কটির উন্নয়ন কাজ শুরু হলে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরেছিল। কিন্তু সড়কের কাজের দুরাবস্থা দেখে সে স্বস্তি এখন অস্বস্তিতে পরিণত হয়েছে। বর্তমানে সড়কটির ২-৩ কিলোমিটার পর পর বেহাল অবস্থায় পড়ে আছে। এভাবে ৬৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় অর্ধেক কাজ বাকি রেখে ঠিকাদারকে ৯০ শতাংশ অর্থ ছাড় করা অন্যায় হয়েছে বলে মনে করেন তিনি।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গির বলেন, সড়কের সেই আগের দুর্ভোগ থেকেই গেছে। সড়কের বাঁকে বাঁকে এভাবে দুর্ভোগ রেখে জমি অধিগ্রহণের দোহাই দিয়ে সংশ্লিষ্টরা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে করে সরকারের বড় একটি উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের পক্ষে হুমায়ুন কবির খোকন বলেন, ‘চুক্তি অনুযায়ী প্রকল্পের মোট কাজের ৯০-৯৫ শতাংশ শেষ করেছি। এখন টুকিটাকি কাজ বাকি আছে তা বর্ষার জন্য করা সম্ভব হচ্ছে না। পরে করে দেব’।
সওজের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, প্রকল্পের ৩০টি বাঁকে কিছু অংশে কাজ বাকি রয়েছে। জমি অধিগ্রহণের সমস্যা কাটলে সেটুকুও করা হবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছেন। তাদেরকে সে অনুযায়ী বরাদ্দ ছাড় করা হচ্ছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ জনকে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর মেশিন জব্দ
নগরকান্দায় ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারীসহ আহত অর্ধশত