‘সোনালি আঁশ কৃষকের গলার ফাঁস’
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ পিএম
ফরিদপুরের সদরপুরে ‘সোনালী আঁশ’ খ্যাত পাট বর্তমানে কৃষকের গলার ফাঁস হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় পাটের ফলন ভালো হলেও পাটের বর্তমান বাজার দর উৎপাদন খরচের চেয়ে অনেক কম হওয়ায় নিশ্চিতভাবে লোকসান গুনতে হচ্ছে স্থানীয় পাট চাষিদের। ফলে পাটচাষে আগ্রহ হারিয়ে ফেলছেন পাটচাষিরা। পাটের পরিবর্তে বিকল্প হিসেবে আখ, সবজি, তরি-তরকারি চাষের চিন্তা করছেন কেউ কেউ। কৃষক পর্যায়ে এমন ধারণায় ভবিষ্যতে পাট চাষের জমি কমে যাবে, হুমকির মুখে পড়তে পারে বিপুল সম্ভাবনার সোনালি আঁশ।
উপজেলার হাটকৃষ্ণপুর, সাড়ে সাত রশি বাজার, পিঁয়াজখালী, বালিয়াহাটি, নচুনগঞ্জ বাজারে পাটের মান ও রং ভেদে মণপ্রতি বর্তমান দর ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। বিভিন্ন কৃষকের সাথে আলাপ করে জানা যায়, জায়গা ভেদে পাট উৎপাদন ও বাজারজাত করা পর্যন্ত খরচ হয়েছে মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ২ শত টাকা । অর্থাৎ বর্তমান বাজার দরের চেয়ে কৃষকদের প্রতিমণে লোকসান হচ্ছে ৫শ’ থেকে ১ হাজার টাকার মতো। সুতরাং পাটে লাভের আশা ছেড়েই দিয়েছেন কৃষকরা, উৎপাদন খরচ উঠলেই তারা খুশি।
তবুও পাট নিয়ে ব্যস্ততার কমতি নেই চাষিদের। সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, চাষিরা কেউ কেউ পাট কাটা, পচন, সংগ্রহ ও শুকাতে ব্যস্ত। আবার নিশ্চিত লোকসান গুনতে হবে ভেবে পাট না কেটে ক্ষেতেই রেখে দিচ্ছেন কেউ কেউ।
উপজেলার ঢেউখালী ইউনিয়নের পাট চাষি সায়ীদ হাসান জানান, রোদে শুকিয়ে বিক্রির জন্য হাটে নেয়া পর্যন্ত মণপ্রতি ৩ হাজার ২ শত টাকার মতো খরচ হয়েছে। কিছু পাট বিক্রি করেছি। লোকসান হয়েছে। আগামীতে খরচ ওঠার মতো দাম বাড়লে বাকি পাট বেচে দেবো। আগামীতে আমি আর পাট চাষ করব না। সেখানে আখ বা সবজি চাষ করব।
উপজেলার মটুকচরের চাষি হাসেম সরদার জানান, এই বছর পাট চাষে খরচ বেশি হয়েছে। দিনমজুর, বীজ, সার, কীটনাশক, পরিবহণ সবকিছু মিলিয়ে খরচ অনেক বেশি। বাজার ঘুরে দেখেছি পাটের দাম একেবারেই কম। নিশ্চিতভাবে লোকসান হচ্ছে। না পারি বেচতে না পারি ঘরে রাখতে। এখন পাট আমাদের গলার ফাঁস হয়েছে।
সাড়ে সাত রশি বাজারের পাট ব্যবসায়ী পরিতোষ সাহা জানালেন, এ মৌসুমে পাটের উৎপাদন বেশি হয়েছে। বর্তমানে বাজারে পাটের প্রাপ্যতা বেশি হওয়ায় দাম কম। কিছুদিন গেলে পাট ভাল করে শুকালে দাম বাড়তে পারে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সাথে কথা হলে তিনি জানান, এ বছর উপজেলায় ৬ হাজার ৫২৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। উৎপাদনও আশানুরূপ । খাল বিলে বৃষ্টি ও বর্ষার পানি স্বল্পতার কারণে পাট পচন, সংগ্রহ ও পরিবহণ বাবদ পাটের উৎপাদন খরচ বেড়ে গেছে। অথচ প্রতিমণ পাটের বাজার মূল্য হওয়া উচিত ৪ হাজার টাকা। গুদামজাতকারী ও ফড়িয়াদের অপকৌশলের কারণে কৃষকরা সাময়িক ক্ষতির শিকার হন। তবে ১৯ ধরণের পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। যদি মিলগুলো চাহিদা বাড়ায়, পাট ও পাটজাত দ্রব্যের বহুবিধ ব্যবহার ও রপ্তানি বৃদ্ধি করা যায় তবে পাট চাষে কৃষকদের নিশ্চিত লাভ হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
মারা গেলেন 'মুজিব' বায়োপিকের নির্মাতা শ্যাম বেনেগাল
মানবাধিকার সংগঠন রাইটস যশোর আয়োজিত যৌন শিশু পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
যশোরে আদালত চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ
ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর
চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি
চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০
মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার
পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু