পঞ্চগড়ে ফুটকিবাড়ি স্কুল ও কলেজে অনিয়মের অভিযোগ
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটি সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে। এবিষয়ে শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা সুষ্ঠু তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন। জানা যায়, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুল ইসলাম তিনি ২৬ জুন ২০২১ সালে মারা যাওয়ার পর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা ২০২১ অনুযায়ী সহকারী প্রধান শিক্ষক অমল কৃষ্ণ বর্মন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। কিন্তু সহকারী প্রধান অপারগতা প্রকাশ না করলেও নীতিমালা অনুযায়ী বিলুপ্ত এডহক কমিটির আহবায়ক বাবু সুবেন শর্মা ২৭ জুন ২০২১ রেজুলেশন করে সহকারী অধ্যাপক এমদাদুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। যদিও এডহক কমিটি ২০২০ সালের ১৭ নভেম্বর থেকে ২০২১ সালের ১৬ মে পর্যন্ত ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের গভার্ণিং বডি প্রবিধানমালা ২০০৯ বলা হয়েছে, এডহক কমিটি অনুমোদিত হওয়ার ৬ মাসের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে মেয়াদ শেষে কমিটি বিলুপ্ত হয়ে যায়। সেই বিলুপ্ত হওয়া কমিটি রেজুলেশন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়ায়, প্রতিবাদ করে সহকারী প্রধান শিক্ষক অমল কৃষ্ণ বর্মন বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে তার বেতনভাতা বন্ধ করে দিলে মামলা প্রত্যাহার করে নেন তিনি। পরে দুই দফায় এডহক কমিটি হওয়ার পর ১২ সেপ্টেম্বর ২০২২ সালে দুই বছরের জন্য পুর্নাঙ্গ কমিটি হয়। তখন অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পূর্ব পরিকল্পনা বুঝতে পেরে, অধ্যক্ষ পদে আবেদনকারী মতিয়ার রহমান পরীক্ষা স্থগিত করার জন্য সভাপতিসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে ১০ জুন ২০২৩ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়, ১২ জুন পুর্নাঙ্গ অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এমদাদুল হক। তবে অনিয়মের বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে এমদাদুল হক ফোনটি কেটে দেন। সহকারী প্রধান অমল কৃষ্ণ বর্মন বলেন, নীতিমালা অনুযায়ী অধ্যক্ষ/প্রধান শিক্ষকের অবর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব আমি পাই কিন্তু আমাকে না দিয়ে অন্য সহকারী অধ্যাপককে দায়িত্ব দেন বিলুপ্ত এডহক কমিটি। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গেছি, পরে বেতন ভাতা বন্ধ করে দিলে মামলা প্রত্যাহার করি। স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বাবু সুবেন শর্মা বলেন, জৈষ্ঠ্য সহকারী অধ্যাপক হিসেবে এমদাদুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। বিলুপ্ত কমিটি হওয়া সত্ত্বেও কিভাবে রেজুলেশন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, করোনাকালীন সময় থাকার কারণে করা হয়েছে, তবে বিল ভাতা উত্তোলনে নির্বাহী অফিসারের স্বাক্ষর নেয়া হয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা