ফেনীতে ৯ মাসে ৭৬ জনের আত্মহত্যা
১১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ফেনী জেলায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকহারে বেড়ে গেছে। কিছুতেই এটি রোধ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে এটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে ইসরাত জাহান উর্মি নামে এক গৃহবধূ আত্মহত্যা করে। নিহতের পরিবারের দাবি শ্বশুর বাড়ির লোকজন উর্মিকে নির্যাতন করে হত্যা করেছে। গত ৯ সেপ্টেম্বর দাগনভূঞা উপজেলায় মিঠুন চন্দ্রকুরী নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করে। সে রামনগর ইউনিয়নের গোবিন্দপুর বাবুল ডাক্তার বাড়ির মৃত বাবুল চন্দ্র কুরীর ছেলে। মিঠুন ব্রাক্ষ্মণবাড়িয়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবার জানায়, সে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ২ আগস্ট সোনাগাজী উপজেলায় মায়ের সাথে অভিমান করে রোকসানা আক্তার আকলিমা নামের এক মাদরাসারছাত্রী আত্মহত্যা করে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৮ম শ্রেণিতে অধ্যানরত ছিল। পরিবার জানায় তার মানসিক সমস্যা ছিল। গত ১৭ আগস্ট শর্শাদি ইউনিয়নের আবুপুর গ্রামের বাসিন্দা হুমায়ন কবিরের ছেলে আবদুল্লা আল নোমান নামের এক ফটোগ্রাফার আত্মহত্যা করেছে। সে শহরের ডাক্তারপাড়ায় বাসায় থাকতেন। তার স্বজনরা জানান, সে প্রায়ই ফেসবুকে তার কিছু কষ্টের কথা লিখতেন। সে মূলত প্রেমের সম্পর্ক ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। গত ১৯ জুলাই দাগনভূঞা পৌরসভাধীন আলাইয়াপুরে পারিবারিক কলহের জেরে অভিমানে ফাহিমা আক্তার স্বর্ণা নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করে।
এভাবেই দিনের পর দিন ফেনীতে আত্মহত্যা বেড়ে চলেছে। আত্মহত্যার বিষয়টি যেন এখন প্রতিযোগিতার মতো হয়ে গেছে। শহর গ্রামে এ ব্যাধিটি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। পুলিশের তথ্য মতে এবং বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, চলতি বছর ফেনী জেলায় ৯ মাসে আত্মহত্যার মতো জঘণ্য পথ বেছে নিয়েছে ৭৬ জন। পারিবারিক কলহ, নির্যাতন ও অপ্রাপ্তির কারণে মূলত আত্মহননের পথ বেছে নিয়েছিল তারা। ফেনী সদরে ১৯ জন, দাগনভূঞা উপজেলায় ২১ জন, সোনাগাজী উপজেলায় ১৩ জন, ফুলগাজী উপজেলায় ১০ জন, পরশুরাম উপজেলায় ৬ জন ও ছাগলনাইয়া উপজেলায় ৭ জন আত্মহত্যা করে। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। এদের মধ্যে বেশিরভাগই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সচেতন মহলের মতে, বর্তমানে আর্থিক ও সামাজিক বৈষম্যের কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা প্রেমের ব্যর্থতা, পরিবারের বাধা, ধর্ষণ ও ইভটিজিংয়ের কারণে অপমান সহ্য করতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারে কলহ বিরোধের কারণে মানুষের মধ্যে এসব মানসিকতা বেশি তৈরি হচ্ছে। দিন দিন মানুষ ওইসব অবসাদের ঝালে আটকা পড়ে মানসিক রোগে আক্রান্ত হয়ে জীবন বিপন্ন হচ্ছে। তাই সামাজিক ও পারিবারিকভাবে সকলকে এ বিষয়ে সচেতন হওয়া উচিত।
এদিকে ফেনীতে সরকারিভাবে কোনো মানসিক চিকিৎসা কেন্দ্র নেই। তবে বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও যোগ্যতা সম্পূর্ণ জনশক্তির অভাবে সেখানে কাঙ্খিত চিকিৎসা সেবা মিলছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের।
মানসিক রোগের চিকিৎসায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান ফেনী সাইকিয়াট্টি হাসপাতালের চেয়ারম্যান ডা. তবারক উল্ল্যা চৌধুরী বায়োজীদ বলেন, ফেনীতে মানসিক রোগের চিকিৎসার চরম অপ্রতুলতা ও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। মানসিক রোগিদের মধ্যে ১০ শতাংশ চিকিৎসার আওতায় আসলেও বাকিরা উপযুক্ত চিকিৎসা সেবা পায়না। এ রোগের বিষয়ে এখনও সামাজিক কুসংস্কার, অনীহা ও অজ্ঞতা রয়েছে। তিনি বলেন, বৃহৎ জনগোষ্ঠি প্রতিনিয়ত যেসব বিষয়ের জন্য মানসিক সমস্যায় ভোগেন সেগুলোর জন্য কোনো জনবল ও সচেতনতা কোনোটাই নেই। এ বিষয়ে সরকারি উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। তিনি তার প্রতিষ্ঠানে সেবার বিষয়ে বলেন, ফেনী সাইকিয়াট্টি হাসপাতালে প্রতিমাসে গড়ে ৫শ’ থেকে ৬শ’ মানসিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে এছাড়াও নিয়মিত ১০ শয্যায় আবাসিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
মনোরোগ বিশেষজ্ঞ ডা. জাকারিয়া সিদ্দিকী বলেন, ফেনীতে মানসিক রোগে আক্রান্তরা বেশিরভাগই পারিবারিক কলহ, স্বামী প্রবাসে থাকা, অপ্রাপ্তি, বেকারত্ব ও হতাশার শিকার। মানসিক রোগীরা দেরি করে চিকিৎসকের শরণাপন্ন হন। এ ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা