সামান্য বৃষ্টিতেই সড়কে পানিবদ্ধতা
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
উঠে গেছে সড়কের পিচ ঢালাই, বেড়িয়ে পড়েছে ইট। সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ ও গর্তের। সামান্য বৃষ্টিতেই সেসব খানাখন্দ ও গর্তে জমে থাকে পানি। সেই পানি মাড়িয়ে কেউ হেঁটে, কেউবা যানবাহনে করে পারি দিচ্ছেন এসব খানাখন্দ। আর প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থা দীর্ঘ ৭ বছর ধরে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঠাকুরগাঁও পৌরবাসীকে। সড়ক সংস্কারের জন্য মেয়রক বারংবার তাগাদা দেয়া সত্বেও কোন সুরহা পায়নি পৌরবাসী।
তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি পৌরবাসীর। প্রথম শ্রেণির ঠাকুরগাঁও পৌরসভা। অথচ পৌর এলাকার ১২টি ওয়ার্ডের রাস্তাগুলো পরিণত হয়েছে করুণ দশায়।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৫৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার যাত্রা শুরু হয়। ঠাকুরগাঁও পৌরসভাটি প্রথম শ্রেণির, অর্থাৎ ‘ক’ শ্রেণির একটি পৌরসভা। পৌরসভা এলাকার ১২টি ওয়ার্ডে মোট জনসংখ্যা এক লাখ ২০ হাজার। সেই সাথে পৌরসভা এলাকা ১৯৫ কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে পাকাকরণ করা হয়েছে ১৩৫ কিলোমিটার সড়ক ও ৬৫ কিলোমিটার সড়ক কাঁচা অবস্থায় রয়ে গেছে। ১৩৫ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হলেও এসব রাস্তাগুলো প্রায় ৮০ শতাংশই বেহাল দশা। নাজুক যোগাযোগ অবকাঠামোতে ভোগছে ঠাকুরগাঁও পৌরবাসী।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও শহরে চৌরাস্তা হয়ে সত্যপীর ব্রিজ, চৌরাস্তা হয়ে নর্থসার্কুলার রোড, স্বর্ণকারপট্টি হয়ে ফাঁড়াবাড়ি স্ট্যান্ড রোড, নরেশ চৌহান রোড, ফকিরপাড়া হয়ে নিশ্চিন্তপুর সড়ক, সরকারপাড়া মসজিদের সড়ক, সরকারপাড়ার হেডস মোড় হতে শাপলা স্কুল পর্যন্ত, কালিবাড়ির টিউবওয়েল কর্ণার মোড় হয়ে আশ্রমপাড়া রোড, টিকাপাড়াসহ পৌর এলাকার ১২টি ওয়ার্ডের সড়কের বেহলা দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে ইট বেড়িয়ে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দসহ ছোট-বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমে থাকছে হাঁটু পানি। খানাখন্দে ভরপুর এসব রাস্তায় চলাচল করতে গিয়ে পৌরবাসীকে প্রতিনিয়তই পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
ফকিরপাড়া এলাকার বাসিন্দা রাসেল ইসলাম বলেন, পৌর মেয়র নিজের বাড়ির উন্নয়ন কাজ নিয়ে ব্যস্ত, তিনি পৌর এলাকার রাস্তার খোঁজখবর রাখেন না। তাই আমাদের পৌর এলাকার সড়কগুলো হাঁটার ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।
পূর্ব গোয়ালপাড়া এলাকার সাদিয়া হক বলেন, রাস্তাগুলোর এতটাই খারাপ অবস্থা হয়েছে যে গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না। রাস্তা পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাও অত্যন্ত খারাপ। রাস্তা খারাপ হওয়ায় কোন যানবাহনও এসব সড়কে আসতে চায় না। আমরা প্রথম শ্রেণির পৌরসভা সুবিধা থেকে বঞ্চিত।
টিকাপাড়া এলাকার সোলেমান আলী বলেন, প্রথম শ্রেণির ঠাকুরগাঁও পৌরসভা হলেও দীর্ঘ ১০-১৫ বছর আমাদের সড়কের সংস্কার হয়নি। এর আগে বিএনপি’র মেয়র ছিলেন, তখন অজুহাত ছিল অর্থের বরাদ্দ পায়নি। কিন্তু এখন তো সরকারি দলের মেয়র। তারপরও কেন আমাদের পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভোটের সময় জনপ্রতিনিধিরা বারবার পৌরসভা এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির আশ^াস দিলেও আজও অবধি তার সুফল থেকে বঞ্চিত ঠাকুরগাঁও পৌরসভা নাগরিকরা। তাই দ্রুত সময়ের মধ্যে পৌর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করার দাবি ঠাকুরগাঁও পৌরবাসীর।
ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মানিক আলী বলেন, আমার ওয়ার্ড থেকে শুরু করে পৌর এলাকার প্রত্যেকটি রাস্তার বেহল দশা, জনগণ ভোগান্তিতে রয়েছে। বিষয়গুলো মেয়রকে একাধিকবার বলা হলেও কোন প্রতিকার মিলছে না। তাই আমরা চাই অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বলেন, রাজস্বের অর্থ দিয়ে যতটুকু সম্ভব উন্নয়নের কাজগুলো করা হচ্ছে। কিন্তু অর্থ সংকটের কারণে পৌর এলাকার বড় সড়কগুলোর উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই পৌরবাসী দুর্ভোগে পড়েছেন। তিনি বলেন, পৌরবাসীর দুর্ভোগ লাঘবে আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে ২৫০ কোটি টাকা বরাদ্দের জন্য; এখন সরকারের একনেকের সভায় পাশ হলেই ২৫০ কোটি টাকা ঠাকুরগাঁও পৌরসভা বরাদ্দ পাবে। সেটি পেলেই ঠাকুরগাঁও পৌরসভা এলাকাকে ঢেলে সাজানো হবে। কমে যাবে পৌরবাসী দুর্ভোগ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরাজিত শক্তির দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত : মির্জা ফখরুল
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা