মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে মুয়াজ্জিন শ্রীঘরে
১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে গোলাম কিবরিয়া (৪৩) নামের এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার গোলাম কিবরিয়া উপজেলার বাদুলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দক্ষিণ কড়িহাটি ভূঁইয়া বাড়ির জামে মসজিদে (মসজিদুল কোবা) দীর্ঘদিন মুয়াজ্জিনের চাকরি করে আসছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ওই মসজিদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন মুয়াজ্জিন কিবরিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা ডিবি পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। মামলা সূত্রে জানা গেছে, মসজিদ কমিটির সাথে সুসম্পর্কের সুবাদে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাৎ করে আসছিলেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে মুসল্লিদের ওপর চড়াও হতেন তিনি। গত ১ মার্চ ঘাসেরখিল গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মুফতি মোহাম্মদ এহসান উল্যাহ বাদী হয়ে মুয়াজ্জিন গোলাম কিবরিয়া, ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম (৬৫) ও সাধারণ সম্পাদক ছেরাজল হকের (৫৭) বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে নোয়াখালী জেলা ডিবি পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। পরে গত ১৭ জুন ডিবির পরিদর্শক কবির হোসেন আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে মুয়াজ্জিন গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মসজিদের দানবাক্স ও অনুদানের টাকা আত্মসাতের ঘটনা প্রমাণ হয়। একই প্রতিবেদনে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ এহসান উল্লাহ অভিযোগ করে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় মামলার পর মুয়াজ্জিন ও তার সহযোগীরা আমার বাড়িতে হামলা করেন। এখন তাকে গ্রেফতারের পর তার অনুসারীরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত