শরীয়তপুর শহরের অলি-গলিতে আবর্জনার স্তূপ : দূষিত হচ্ছে পরিবেশ
১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
১৩ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে স্থাপিত হয় শরীয়তপুর পৌরসভাটি। ২৪.৭৫ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ৫০ হাজারের অধিক মানুষের বসবাস। এ পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ৪০ থেকে ৫০ টন বর্জ্য তৈরি হয়। অথচ এই বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা। স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় খোলা জায়গাসহ শহরের খালে ফেলা হয় এসব বর্জ্য। যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলায় বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বসবাসকারীদের দুর্গন্ধ এখন নিত্যসঙ্গী। এছাড়া ময়লার ভারে খালের বেশিরভাগ স্থান দিয়ে মরা খালে পরিণত হয়েছে। পাশাপাশি দূষিত হচ্ছে খালের পানি। এতে করে শহরবাসীর মধ্যে ছড়াচ্ছে রোগ-জীবাণু। এ নিয়ে পৌরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে কর্তৃপক্ষের দাবি, তারা জমির অভাবে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করতে পারছেন না।
পৌর শহরের পালং কাঁচা বাজারের ব্যবসায়ী আবুল কালাম ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন জলাশয়ে বর্জ্য পদার্থের দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে। পৌরসভার ১নং ওয়ার্ডের পালং উচ্চ বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা মো. নোমান বলেন, নিরালা আবাসিক এলাকার বাসিন্দারা সড়কের পাশে ফাঁকা জায়গায় আবর্জনা ফেলে রাখে। ওই ময়লার দুর্গন্ধে এখন চলাচলকারীরা অতিষ্ঠ। বর্জ্য-আবর্জনাযুক্ত পানি ব্যবহারে মানুষের রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া উন্মুক্ত স্থানে বর্জ্য থেকেও একই রকম ঝুঁকি থাকে। তিনি বলেন, ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে নাগরিক সেবার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ তাদের ময়লা-আবর্জনাকে সম্পদে পরিণত করতে পারে। তাদের সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব।
এ দিকে শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজারের সঙ্গে কীর্তিনাশা নদীর সংযোগ খালে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে ক্রমেই খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে নৌচলাচল। অন্যদিকে ময়লা-আবর্জনা ফেলার কারণে আশপাশের জনবসতিতে রোগ-জীবাণু ছড়াচ্ছে।
শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সবুজ কানন আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, ছোট বেলায় খালটি দিয়ে নৌযানে করে যাতায়াত করতাম। এখন সেই খালের প্রবাহ নেই। ময়লা-আবর্জনার দুর্গন্ধে এখন ঐ খালের ধারে কাছেও যাওয়া যায় না। ময়লা-আবর্জনা থেকে পাড়া-মহল্লায় রোগজীবাণু ছড়াচ্ছে। আংগারিয়া বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, মাছবাজার, মাংসের বর্জ্য, ক্লিনিক, ওষুধের বর্জ্য খালে ফেলা হচ্ছে। ময়লার সঙ্গে ফেলা হচ্ছে শত শত কেজি প্লাস্টিক বর্জ্য। এ কারণে খালটি ভরাট হয়ে যাচ্ছে। ময়লা-আবর্জনা ফেলার বিকল্প স্থান না থাকায় সবাই ঐ খালে ময়লা ফেলছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সোহেল জানান, ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর দফতরে জমি বরাদ্দ নেয়ার চেষ্টা চলছে। জমি বরাদ্দ পেলে খুব দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপন হলে সমস্যা সমাধান হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক জানান, ডাম্পিং জোনের জন্য প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা চেয়েও নানা জটিলতায় এখন পর্যন্ত তা পাওয়া যায়নি। জায়গা পেলে ডাম্পিং জোন স্থাপন করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে ফরহাদ মজহারের স্ট্যাটাস, নেটদুনিয়ায় আলোড়ন
ফরিদগঞ্জে সংবাদকর্মীর মেয়েকে অপহরণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, মারাত্মক আহত
সিলেটে চলছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' প্রশিক্ষণ কর্মশালা : ভার্চুয়ালী বক্তব্য রাখবেন তারেক রহমান
রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ
শিবিরকে নিয়ে জাবিতে লিয়াজোঁ কমিটি : ছাত্রদলের বর্জন
আদানির শ্রীলঙ্কা বন্দর প্রকল্পে ঘুষের অভিযোগে মার্কিন সংস্থার নজরদারি
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌসুলির রোহিঙ্গা শিবির পরিদর্শন
সিলেট সীমান্তে ৪৮ বিজিবি'র অভিযানে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক
বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক চললো ট্রেন
বিয়ানীবাজার থানার ওসি যে কারণে দুই মাসের মাথায় বদলি!
লাওসে মিথানল বিষক্রিয়ায় অসুস্থ নিউজিল্যান্ডের নাগরিক দেশে ফিরলেন
চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চায় ইসকন
বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
ইমরান খানের সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ, ইসলামাবাদে অবরুদ্ধ পরিস্থিতি
বরিশালে মহানগর পুলিশের সাবেক এসি ওসিসহ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে জামায়াত কর্মীর মামলা
এঙ্গেলা মার্কেলের আত্মজীবনী,শরণার্থী সঙ্কট ও রাশিয়া সম্পর্কের বিশ্লেষণ
আধিপত্য বিস্তারে বিরোধ, সিলেটে খুন এক যবুদল কর্মী
সাটুরিয়ায় আগুনে কৃষকের বসতবাড়ি ভস্মীভূত, দুই গরুর মৃত্যু
সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির
৮ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল