ভাঙনের মুখে আব্দুল হামিদ সড়ক
১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
উদ্বোধনের পর তিন বছর যেতে না যেতেই হাওরবাসীর বহুল প্রত্যাশিত কিশোরগঞ্জের নিকলী-করিমগঞ্জ সড়কটির অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়ক ঠিক রাখতে দু’পাশে দেয়া পাটাতনগুলোও ধসে ভাঙনের সৃষ্টি হয়েছে। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ অনিয়ম আর গাফিলতিতে এমনটি হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
এলাকার কয়েক বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিকলী ও করিমগঞ্জ উপজেলাকে সংযোগ করা হাওরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সড়কটির নামকরণ করা হয় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়ক’। সড়কটি জেলার হাওর অধ্যুষিত নিকলী ও করিমগঞ্জ উপজেলার অন্তত ২০ গ্রামের মানুষের চলাচলকে সহজ করেছে। নিকলী সদর থেকে করিমগঞ্জ মরিচখালী পর্যন্ত সড়কটি প্রায় ১১ কিলোমিটার লম্বা ও ২৪ ফুট প্রস্থ। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ করে হাওরের ভেতর দিয়ে ২০১৬ সালে স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এতে ৭৫ কোটি ৬৯ লাখ ৩ হাজার ১৮২ টাকা ব্যয় হয়। সড়কটি নির্মাণ করতে চার বছর লাগে। ২০২০ সালের শুরুর দিকে এটি উদ্বোধন করা হয়। সড়কটি নির্মাণের পর থেকে এখানকার মানুষ অল্প সময়ে কম খরচে জেলা শহরে যাতায়াত করতে পারছেন।
এ ছাড়া সড়কটি হাওরের ভেতর দিয়ে যাওয়ায় এটি বর্ষাকালে পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করে। প্রতিদিন এ সড়ক দিয়ে কিশোরগঞ্জ-করিমগঞ্জ ও নিকলী উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা লাখো মানুষ যাতায়াত করে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির ৪টি সেতুর পাশের জায়গায় বড় বড় গর্তের পাশাপাশি আরও অন্তত ১০ থেকে ১২টি জায়গায় সড়কের কিনারার পাঠাতন সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। নানশ্রী গ্রামের স্থানীয় বাসিন্দা আবু বাক্কার, নজরুল ইসলামসহ ১০ জন অভিযোগ করে বলেন, সড়কটি নির্মাণের তিন বছরের মাথায় এর কয়েকটি সেতুর কাছে ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বর্ষায় হাওরের পানির ঢেউয়ে সড়কটি যেন ভেঙে না যায়, তার জন্য সড়কের দুই পাশে দেওয়া ব্লকগুলো সরে যাওয়ায় এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়কে গর্ত থাকায় রাতের বেলায় মাঝেমধ্যে ছোট–বড় দুর্ঘটনা ঘটছে। সেই সঙ্গে সড়কের নিচ থেকে মাটি সরে যাওয়ায় এর বিভিন্ন জায়গায় দেবে গিয়ে উঁচুনিচুর সৃষ্টি হয়েছে অনেক আগেই। তারা জানান, সড়কটি নির্মাণে প্রত্যন্ত হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হলেও বর্তমানে এই করুণ দশা। সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এমনটি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। রাস্তার দুই দিকে ব্লক দেওয়া হলেও তাতে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হয়নি।
স্থানীয়রা বলেন, এটি নিকলী ও করিমগঞ্জ হাওরবাসীর স্বপ্নের একটি সড়ক। দুই উপজেলার কয়েক হাজার মানুষসহ শত শত গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি নির্মাণ হওয়ায় এ অঞ্চলের কয়েক গ্রামের মানুষ খুব সহজেই দ্রুত সময়ে জেলা শহরে আসা–যাওয়া করতে পারে।
তবে পরিতাপের বিষয়, সাবেক রাষ্ট্রপতির নামে নির্মাণ হওয়া সড়কটির নির্মাণসংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়ম আর নিম্নমানের কাজের জন্য অল্প দিনের মধ্যে সড়কটি বেহাল হয়।
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইলে বাবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা
দেড় যুগ পর গোলাপগঞ্জে প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলনে জনতার ঢল
উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
ভাইরাল ভিডিওতে কটাক্ষের শিকার সামান্থা