রাঙ্গুনিয়ায় গ্রামবাসীর অর্থে সড়ক সংস্কার
২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রামের পূর্বপাড়া এক কিলোমিটার সড়ক গত ১৬ বছর ধরে সংস্কার ছাড়া অবস্থায় পড়ে ছিল। অবশেষে স্থানীয়রা নিজেদের উদ্যোগে সড়কটি সংস্কার শুরু করে। জানা যায়, ওই গ্রামের লোকজন গত দেড় যুগ ধরে স্থানীয় আ.লীগ এমপি, মন্ত্রী ও উপজেলা প্রশাসনের নিকট তদবির করেও সড়কটি সংস্কার করা সম্ভব হয়ে উঠেনি। ব্যর্থ হয়ে স্থানীয়রা নিজ থেকে চাঁদা তুলে সড়ক সংস্কারে উদ্যোগ নেয়। ওই সময় এ কাজে চেয়ারম্যান, মেম্বার ও আ.লীগ সিন্ডিকেট মিলে বাঁধা প্রদান করেছিল। যাতে করে সড়কটি সংস্কার করা না হয়। ওদের এক কথায় বিএনপি সড়ক হিসেবে ওটা পড়ে থাকবে। সাম্প্রতি সময়ে আ.লীগ সরকারের পতন হয়। গত কিছুদিন থেকে ওই মহল্লাগুলির লোকজন মিলে খুশি মনে নিজেদের অর্থয়ানে সংস্কার কাজ শুরু করেছে। সড়কে বনগ্রাম স্কুল থেকে দরগাহ টিলা পর্যন্ত সংস্কার কাজ শেষ হয়েছে। বর্তমানে কাজ চলমান আছে।
সরেজমিনে গেলে স্থানীয় বিএনপি নেতা মো. ওবায়দুল্লা ও যুবদল নেতা জসিম উদ্দিন জানান, এই এলাকার লোকজন প্রায় বিএনপিপন্থী বিধায় সড়কটি সংস্কার করা হয়নি। এখন ওই স্বৈরাচার সরকার নেই। এখন দেশ স্বাধীন। আপাতত গ্রামের লোকজন চলাচলের জন্য নিজেদের মধ্যে থেকে টাকা তুলে সংস্কার করতে হচ্ছে। মহল্লার অনেকে বলতে দেখি, নিজেদের থেকে টাকা তুলে কাজ করতে গেলে ওই সময় পরিষদ থেকে বাধাঁ দিত। ওরা বলতো সরকারি সড়ক, সরকারে করবে।
তারা আরো বলেন, বনগ্রাম পূর্বপাড়া সড়কসহ এরকম অনেক সড়ক ভুয়া প্রকল্পের কাজ দেখিয়ে এখানকার চেয়ারম্যান ও মেম্বারগণ মিলে অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে। সড়ক সংলগ্নে আরেকজন বিএনপি নেতা আজাদ জানান, ওই সড়কে বসবাসকারীরা নিজ অর্থে সংস্কারের বাঁধা দেওয়ার কারণ ছিল, রোডটি মেরামত হলে পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সিন্ডিকেট মাধ্যমে যে প্রজেক্ট বার বার দেখানো হতো তা হাত ছাড়া হবে ওই কারণে সড়কটি সংস্কার বিহীন করে রেখেছিল। আর স্থানীয়দের নিজ উদ্যোগেও করতে দিত না। ওই গ্রামের লোকজন জানান, বসবাসকারীদের মধ্যে প্রায় মানুষ বিএনপি সাপোর্ট থাকায় মামলার ভয়ে প্রতিবাদের সুযোগ থাকতো না। আর যারা প্রতিবাদ করেছিল ওরা ২০-২৫টি মামলায় বাড়ি ছাড়া হয়েছিল। ওই গ্রামগুলোর লোকজনের দাবি, যাতে করে বর্তমানে নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের বনগ্রাম পূর্বপাড়ার সড়কটি দৃষ্টি গোচরে এনে সংস্কারের ব্যবস্থা করা হয়।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’