বেহাল ব্রিজের সংযোগ সড়ক
২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম
মাগুরা পৌরসভার ইসলাম পাড়া সংলগ্ন নবগঙ্গা নদীতে খেয়াঘাটের ব্রিজের উভয় পাশের সংযোগ সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাতায়াতে ভোগান্তিতে রয়েছে পারন্দুয়ালীর চরপাড়ার হাজারো মানুষ। পারনান্দুয়ালী চরপাড়া এলাকায় অধিকাংশ মানুষ ব্যবসাসহ নানা পেশার সাথে জড়িত। কেউ আবার চাকরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে শহরে। এছাড়া এলাকা থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে স্কুলে যেতে হয় এ পথ দিয়ে। কিন্তু সংযোগ সড়কের উভয় পাশের রাস্তায় গর্ত হয়ে থাকার কারণে দীর্ঘদিন যাতায়াত ব্যাহত হচ্ছে তাদের। বিশেষ করে যারা শহরে ব্যবসা করে রাতে বাড়ি ফেরেন তাদের পড়তে হয় বেশি ভোগান্তিতে। খেয়াঘাটের ব্রিজ সংলগ্ন এলাকায় কোন লাইটিং না থাকার কারণে অনেকে রাস্তা পার হতে দুর্ঘটনার শিকার হচ্ছেন। আবার অনেকে শহরের নতুন বাজার হয়ে চরপাড়া ডুকছেন। তাই দ্রুত এ রাস্তার সংস্কার চেয়েছেন এলাকাবাসী।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর পাড়া খেয়াঘাটে নবগঙ্গা নদীর ওপর ৪০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হয় ২০২৩ সালের ৯ নভেম্বর।
খেয়াঘাটের উত্তর পাশে রয়েছে পৌরসভার ৬নং ওয়ার্ডের পারনান্দুয়ালী চরপাড়া এলাকা এবং দক্ষিণ পাশে রয়েছে ইসলামপুরপাড়া এলাকা। এ দু’এলাকা মানুষ পূর্বে বাঁশের সাঁকোর মাধ্যমে চলাচল করতো। বিশেষ করে পারনান্দুয়ালী চরপাড়ার অধিকাংশ মানুষ মাগুরা শহরের বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন। উভয় পাশের মানুষের যাতায়াতের জন্য মাগুরা পৌরসভা কর্তৃক নির্মিত হয় এ সেতুটি। কিন্তু সেতুর উভয় পাশে ব্রিজের সাথে রাস্তার সংযোগ সড়ক পৌরসভা করতে গেলে সংলগ্ন এলাকায় মানুষের অনেকে বাড়ি বাধার সম্মখিন হয়। রাস্তা করার জন্য অনেকে বাড়ি ভাঙার তাগিদ দেয় পৌর কর্তৃপক্ষ। তাছাড়া রাস্তা করার জন্য একাধিক বার পৌরসভার কাউন্সিলর, উধ্বতন কর্তৃপক্ষ এলাকাবাসীর সাথে মিটিং করেও কোন কাজ হয়নি।
পারনান্দুয়ালী চরপাড়ার এলাকার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোতাসিন বিল্লাহ জানান, খেয়াঘাটের ব্রিজটি অনেক আগেই উদ্বোধন হয়েছে।
কিন্তু ব্রিজের সাথে ঘাটের দু’পাশের রাস্তা করা নিয়ে চলছে অনেক সমস্যা। কেউ তার নিজ বাড়ি ভেঙে নিয়ে রাস্তার জায়গা দিতে চায় না। ফলে হচ্ছে না কোন রাস্তা। এদিকে ব্রিজের দু’পাশে রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হওয়াতে ভোগান্তিতে পড়েছে চরপাড়ার শত শত মানুষ। এ ব্রিজ দিয়ে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। কিন্তু রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে যাতায়াত খুব ব্যাহত হচ্ছে। এলাকাবাসী পৌর কৃতপক্ষের কাছে দাবি জানিয়েছে অতি দ্রুততার সাথে ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তাটি মেরামত করে যাতায়াতের উপযোগী করার জন্য এলাকার বাসিন্দা ব্যবসায়ী নুরে আলম দিপু জানান, দীর্ঘদিন ধরে রাস্তায় গর্ত থাকার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছে। বার বার পৌরসভা কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন কাজ হয়নি। এ এলাকার অধিকাংশ মানুষ নানা পেশার সাথে জড়িত। বিভিন্ন কাজে তাদের শহরে যেতে হয়। কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে আমরা ভোগান্তিতে আছি। শুধু চলাচলের জন্য পৌর কর্তৃপক্ষ যদি রাস্তাটি মেরামতের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো।
মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী জানান, ব্রিজটি আগেই উদ্বোধন হয়েছে। তবে ব্রিজের কিছু কাজ বাকি রয়েছে। রাস্তা করার জন্য ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু সমস্যা রয়েছে সেটি সমাধানের জন্য এলাকাবাসীর সাথে নিয়ে চেষ্টা করা হচ্ছে। উধ্বতন কর্তৃপক্ষ ব্রিজ সংলগ্ন এলাকাটি পরিদর্শন করেছেন। দ্রুততার সাথে ব্রিজটি চলাচলের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
উন্নয়নের নামে লুটপাট করেছে আ.লীগ সরকার: সিলেট জেলা বিএনপির সেক্রেটারি এড. এমরান চৌধুরী
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’