গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের পাশে প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভায় ২ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী একমাত্র সীমান্তবর্তী মহিশালবাড়ী গবাদিপশুর হাট। এ হাটে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তুূপ।
ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ক্রেতা বিক্রেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এলাকার সাধারণ মানুষ নাকে রুমাল দিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাক, বিড়াল, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু, ছাগল ফলে পুরো হাট জুড়েই থাকে তাদের রাজত্ব।
স্থানীয়রা বলছে, হাটের এমন পরিবেশ দেখেও যেন না দেখার ভান করেন এড়িয়ে যান পৌর কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী মহিশালবাড়ী হাট থেকে আগে প্রতিবছর প্রায় দেড় কোটি থেকে ২ কোটি রাজস্ব আদায় হতো, জমজমাটভাবে চলতো, ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকারগণ এহাটে এসে গরু মহিষ কিনে শ শ ট্রাকে বোঝাই করে নিয়ে যেত। সপ্তাহের দুদিন রোববার ও বুধবার হাটটি বসে, হাটের দিন মানুষের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। রাজশাহী শহরের সিটি হাট চালু হওয়ার পর এলাকার প্রভাবশালী মহল হাট নষ্ট করেছেন। প্রথমে হাটে করিডোরের জাল কাগজ বিক্রি শুরু করায় পুলিশ, বিজিবি, প্রশাসন বেশ কিছু গরুর ট্রাক করিডোরের জাল কাগজের মাধ্যমে পাচার করার সময় আটক করে কাস্টমে জমাদেন এতে গরু ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় হাট ইজারদারগণ তাদের কোনো ধরণের সহযোগিতা না করার ব্যাপক অভিযোগ রয়েছে। তাছাড়া কূটকৌশলে বড় বড় গরু মহিষগুলো এহাটে বেচাকেনা বন্ধ করে দেয়া হয়। কয়েক বছর শুধু ছোট সাইজের গরু বেচাকেনা হতো সেটাও বন্ধ হয়ে যায়, এখন হাটটি মৃত্যু প্রায়। এখানে কোনো গরু মহিষ আর উঠে না। শুধুমাত্র ছাগল, ভেড়া বেচাকেনা হয়। গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভা, চরআলাতুলি, চরআষাড়িয়াদহ, কাঁকনহাট, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ ছাগল ভেড়া নিয়ে এ হাটে আসেন, বেচাকেনা করেন। জমজমাটভাবে ছাগল ভেড়া ক্রয়বিক্রয় হয়। ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকাররা এহাটে এসে ছাগল ভেড়া ক্রয় করে ট্রাকে বোঝাই করে নিয়ে যায়।
সাবেক কাউন্সিলর মোফাজ্জুল হোসেন মোফা বলেন, বার বার পৌর কর্তৃপক্ষকে তাগাদা করে কোনো লাভ হয়নি। এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ মায়লা নিয়ে এসে এখানে জড়িয়ে ছিটিয়ে রাখে নিষেধ করেও কাজ হয়। সরকার পরিবর্তন হয়েছে অনেক স্তরে সংস্কার হচ্ছে, এ জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এ হাটের হারানো গৌরব ফিরে আনার জন্য স্থানীয় প্রশাসন, এলাকার ব্যবসায়ী, সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
নাম প্রকাশ না করা শর্তে একজন এমবিবিএস ডাক্তার বলেন, গরুর হাটের মধ্যে ওপেন ময়লার স্তূপ থাকায় মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন ধরণের অসুখ আক্রান্ত হবে পারে মানুষ। গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিবের দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলের সাথে মোবাইলে যোগাযোগ করে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত
আফগান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা,আছে চমক