বন্যায় ২৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা পুনর্বাসনের পর স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেলেও উক্ত উপজেলার সড়ক পথের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্বাভাবিক অবস্থা ফিরে পায়নি। বরঞ্চ সড়কগুলোর অবস্থা এতটাই ভয়াবহ যে কোন কোন সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন সড়কগুলোতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী, রোগীসহ ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৩ লাখ মানুষ সড়ক যোগাযোগের কারণে কোনভাবে না কোনভাবেই তাদের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলায় কাঁচা পাকা মিলিয়ে প্রায় ৩৬৬ কিলোমিটার সড়ক। এ বছরে ভয়াবহ বন্যায় ২৬০ কিলোমিটার সড়ক একেবারে তছনছ হয়ে গিয়েছে। বন্যার পানির স্রোতে ভেসে গেছে সড়কের মাটি ও কার্পেটিং। সড়কের মাঝখানে বড় বড় গর্তের পাশাপাশি দীর্ঘ সড়কের অনেকাংশে ভেঙে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রতিটি পাকা সড়কের প্রায় প্রত্যেক স্থানেই পিচ ওঠে ইট-সুরকি বেরিয়ে গেছে এবং ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া এ বছরের ভয়াভহ বন্যায় সড়কটির অনেক স্থানে রাস্তা একেবারে ভেঙে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তিতে ইট, কংক্রিট, বালু ও মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে।
সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও প্রতিদিন সিএনজি, বাস, ট্রাক ও বিভিন্ন ব্যক্তিগত গাড়ি, অটোরিকশাগুলো খানাখন্দে ভরা ছোট-বড় গর্তে উল্টে গিয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
এছাড়া কাঁচা সড়কের অনেক স্থানে সড়কের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ব্যক্তি উদ্যোগে কিছু সড়ক মেরামত করা হলেও সরকারিভাবে মেরামতের তেমন কোন উদ্যোগ নেই। বর্তমানে উপজেলার কাঁচা সড়কগুলোতে পায়ে হেটে চলাচল করা একমাত্র মাধ্যম।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসেব মতে, ব্রাহ্মণপাড়া উপজেলায় কাঁচা-পাকা প্রায় ৩৬৬ কিলোমিটার সড়ক রয়েছে। বন্যায় প্রায় ২৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির স্রোতে ভেসে গেছে সড়কের কার্পেটিং। সড়কের মাঝখানে বড় বড় গর্তের পাশাপাশি দীর্ঘ সড়কের একাংশ ভেঙে পড়েছে। উপজেলায় পাকা সড়ক ১৩৮ কিলোমিটার এর মধ্যে ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এবং কাঁচা সড়ক রয়েছে ২২৮ কিলোমিটার এর মধ্যে ১৬০ কিলোমিটার সড়ক বন্যায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ব্রিজ ও কালভার্ট।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সব সড়কের ক্ষতি হয়েছে। আমরা উপজেলা পর্যায়ে সরেজমিনে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখছি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন তৈরি করেছি। বন্যায় এখন পর্যন্ত মাঠ পর্যায়ের চিত্রে ২৬০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতে প্রায় আড়াইশ কোটি টাকা লাগবে। এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা সংশ্লিষ্ট দফতরে প্রতিবেদন পাঠিয়েছি।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স. ম. আজাহারুল ইসলাম বলেন, আমি নিজেও দাপ্তরিক, প্রশাসনিক এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ রাস্তা ব্যবহারে বেশ দুর্ভোগের মুখে পড়ি। প্রায় ১০ মাস ধরে বিভিন্ন রাস্তা চলাচলের অনুপযোগী রয়েছে। বন্যার পরবর্তী সময়ে এ সব রাস্তা আরো ক্ষয়ক্ষতি হয়েছে। অচিরেই আমরা কর্তৃপক্ষের নজরে এনেছি। আশা করি কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা
বিশ্ববাজারে নতুন প্রযুক্তির গাড়ি উদ্ভাবনে ভক্সওয়াগন ও রিভিয়ানের চুক্তি
মণিপুরের জ্বলছে, নারী ও শিশুসহ নিখোঁজ ৬
গাজীপুরে আবারও ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ড.মুহাম্মদ ইউনুস জলবায়ু সম্মেলনে আজ দুপুরে ভাষণ দেবেন
আগামী ১৪ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড'
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রোজি কবিরের ইন্তেকাল
ঢাকা মহানগরীর ৫ থানায় নতুন ওসি
টেকনাফের হ্নীলা থেকে বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা, ১টি এলজি ও ১ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবক আটক
‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগে নেটিজেনদের সমর্থন
জলবায়ু সম্মেলনে সাশ্রয়ী উপায়ে বিমানের ধোঁয়া কমানোর প্রস্তাব বিজ্ঞানীদের
এনআইবির মহাপরিচালক নিয়োগে সুপারিশ নিয়ে যা বললেন নাহিদ