বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ড্রেজিং শুরু
২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে একমাত্র গুরুত্বপূর্ণ নৌপথ বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে নাব্যতা বাড়াতে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটি।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ২০০৬ সালে তিনটি ফেরি নিয়ে শুরু হয় ভোলা-লক্ষ্মীপুর নৌরুট। আর ৩টি ফেরি নিয়ে শুরু হয় ভোলার-ভেদুরিয়া আর বরিশালের লাহারহাট ফেরি পারাপার সংযোগ। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে প্রতিদিন প্রায় ২৬ কিলোমিটার নৌপথে বাস ও ট্রাকসহ বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। বছরের নভেম্বর থেকে মে এ সাত মাস শুষ্ক মৌসুম হওয়ায় মেঘনা-তেঁতুলিয়া নদী ও তৎসংযোগ খালে পানি কম থাকে। ফলে নাব্যতা সংকটে ডুবোচরে ফেরি ও লঞ্চ আটকে থাকে।
ভুক্তভোগীরা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে দ্বীপজেলা ভোলার নদীপথে যোগাযোগের সহজ মাধ্যম বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুট। ২৬ কিলোমিটার এ পথে ১৫/২০টি ডুবোচর জেগে ওঠায় ৩ ঘণ্টার পথে যেতে সময় লাগছে ৪ থেকে ৫ ঘণ্টা। এতে নৌযান চলাচলে মারাত্মক বাঁধার সৃষ্টি হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পারায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও নৌযান শ্রমিকদের। ভুক্তভোগী শ্রেণিপেশার মানুষ ও নৌযান শ্রমিকরা জানান, এ রুট দিয়ে প্রতিদিন ৫টি ফেরি ও ১৫টি লঞ্চ চলাচল করে। কিন্তু শুষ্ক মৌসুমে ভোলা-বরিশাল, লক্ষ্মীপুর নৌরুটে মেঘনা-তেঁতুলিয়ার নাব্যতা সঙ্কটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় সবাইকে।
তথ্যমতে, ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ২৬ কিলোমিটার নৌপথের রহমতপুর, লালবয়া, মতিরহাট, কাটাখালিসহ ৮টি পয়েন্ট ডুবোচর জেগে উঠায় ওই পয়েন্টে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ রুটের ডুবোচরের কারণে যাত্রীদের আসা যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। ৩ ঘণ্টার জায়গায় এখন নৌপথ পার হতে সময় লাগে ৫/৬ ঘণ্টা বা তারও বেশি।
একই রুটে চলাচলকারী কৃষাণী ফেরির মাস্টার আতিকুর রহমান বলেন, নদীতে অসংখ্য ডুবোচর রয়েছে। এ কারণে ২৬ কিলোমিটারের পথ এখন ঘুরে যেতে হয় ৩৬ কিলোমিটার। ১০ কিলোমিটার বেশি ঘুরে যাওয়ার কারণে যেমন অতিরিক্ত সময় লাগছে তেমনি অতিরিক্ত তেল খরচ হচ্ছে।
তিনি আরও বলেন, এ রুটে ভাটার সময় পানি ৪ ফুটের বেশি থাকে না, তাই ফেরিগুলোকে বহুপথ ঘুরে যেতে হয়। এতে অতিরিক্ত সময় বেশি লাগছে। ফলে দীর্ঘদিনের এমন দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটি নাব্যতা বাড়াতে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিনের এ সমস্যা উত্তরণে ড্রেজিং করে ডুবোচর অপসারণ কাজ শুরু করায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিআইডব্লিউটিএ ভোলা অঞ্চলের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, ভোলা থেকে লক্ষ্মীপুর, বরিশাল নৌ রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রুটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- ডুবোচর। ড্রেজিং করে এ সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া অংশে ড্রেজিং কাজ শুরু করা হয়েছে। অন্যান্য ডুবোচর নি:স্বরণ করতেও ড্রেজিং শুরু হবে, তখন আর এ সমস্যা থাকবে না। তিনি বলেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।
৮টি পয়েন্ট ডুবোচর জেগে উঠায় ওই পয়েন্টে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ নৌরুটের লক্ষ্মীপুরগামী লঞ্চ যাত্রী আব্দুর রহমান, কামাল ও সুরমা বেগম এ প্রতিবেদককে জানান, ডুবোচরের কারণে আমাদের আসা যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ৩ ঘণ্টার জায়গায় এখন নৌপথ পার হতে সময় লাগে ৫ ঘণ্টা বা তারও বেশি।
আরও জানা যায়, এ রুটে ভাটার সময় পানি ৪ ফুটের বেশি থাকে না, তাই ফেরিগুলোকে বহুপথ ঘুরে যেতে হয়। এতে অতিরিক্ত সময়-খরচ লাগছে। ফলে দীর্ঘদিনের এমন দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটি নাব্যতা বাড়াতে ড্রেজিং কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিনের এই সমস্যা উত্তরনে ড্রেজিং করে ডুবোচর অপসারন কাজ শুরু করায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির বরিশাল লাহারহাট অঞ্চলের ব্যবস্থাপক সিহাব উদ্দিন বলেন, এ রুট দিয়ে ২১ জেলার পরিবহন ও মানুষ যাতায়াত করে। বর্তমানে বরিশাল থেকে ৪টি এবং ভোলা-লক্ষ্মীপুর রুটে ৫টি ফেরি চলাচল করলেও ডুবোচর না থাকলে ফেরির সংখ্যা আরও বাড়ানো যেত। এতে সরকারি রাজস্ব আয়ও বাড়বে। এ সংকট নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে বলেও জানান, সংশ্লিষ্ট দপ্তরের এ কর্মকর্তা।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আজাদ জাহান ইনকিলাবকে জানান, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুটের শীতকালীন সময়ে সবচেয়ে সমস্যা হচ্ছে নদীর নাব্যতা। এ সমস্যা সমাধানে বিআইডব্লিউটিসির যে কার্যক্রম শরু হয়েছে আশা করছি দ্রুত নাব্যতা সংকট সমাধান হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম হবে মুক্ত বিহঙ্গের মতো : খোকন
শহীদদের রক্তের সঙ্গে যাতে বেঈমানি না হয়, সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে : নতুন সিইসি
খালেদা জিয়াকে ১২ বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে : মির্জা ফখরুল
সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস ফিরে আনতে হবে -আল-কাউসার পরিষদ বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি
শিখ নেতা হত্যা, মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ কানাডার
দলীয় ভিত্তিতে প্রশাসন সাজিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না: এ এম এম বাহাউদ্দীন
আদানির সঙ্গে জড়িত মোদিও: রাহুল গান্ধী
আইসিসির প্রধান কৌঁসুলি ২৫ নভেম্বর ঢাকায় আসছেন
সোহেল-টুকু-হেলালসহ খালাস পেলেন বিএনপির ২২ নেতাকর্মী
ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি
প্রকাশায় ৯৩ শতাংশ নকল করেও পদোন্নতি পান রাবি অধ্যাপক সাহাল উদ্দিন
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর লেবু বাগানে মিললো শিশুর লাশ
নাবালক ছাত্রের সঙ্গে জবরদস্তি যৌন সঙ্গম, ৩০ বছরের জেল শিক্ষিকার
সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি দলের অংশগ্রহণ
মার্কিন সংসদের নারী শৌচাগার ব্যবহার করতে পারবেন না রূপান্তরকামী এমপি
বাগেরহাটে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনা পালনের প্রত্যয় ব্যক্ত করলেন জিওসি
কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু