ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে হাজীগঞ্জের ফসলি জমি
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
চাঁদপুরের হাজীগঞ্জ ডাকাতিয়া নদী সংযুক্ত মিঠানিয়া খালটি সেচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দখল, দূষণ ও পৌরসভার আবর্জনা ফেলার কারণে খালের মুখ অনেকটা ভরাট হয়ে আছে। ফলে খাল সংলগ্ন ১১টি সেচ প্রকল্পের পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এ কারনে পতিত থেকে যাচ্ছে প্রায় ১ হাজার একর ফসলি জমি। দ্রুত খালটি সংস্কারের দাবী জানিয়েছে কৃষক।
জানাগেছে, খালের মুখ ভরাট থাকায় পানিবদ্ধতার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে পানির অভাবে বহুদিন ধরে হাজীগঞ্জ উপজেলা সদরের মকিমাবাদ, খাটরা-বিলওয়াই, কাজিরগাঁও, দোয়ালিয়া ও মাতৈনসহ সেচ প্রকল্প আওতাধীন মাঠের অধিকাংশ স্থানে ফসলের জমি অনাবাদি হয়ে আছে। খালটি পুনরুদ্ধার ও খননে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে কৃষক, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট উপকারভোগীরা দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি। খালটি সংস্কার হলে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবে। একই সাথে বাড়বে ধানসহ অন্যান্য মৌসুমী ফসলের উৎপাদন।
সরেজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের মিঠানিয়া ব্রীজের নিচে এবং খালের দুই পাশে (উত্তর ও দক্ষিণ) পাশে পৌরসভার পরিচ্ছকর্মী ও আশপাশের এলাকার মানুষ আবর্জনা ফেলা এবং খালে কচুরিপানা ও ঘাসের কারণে পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও খালের ওপরে থাকা ড্রেজার পাইপের জোড়া অংশের লিকেজ দিয়ে বালু পড়ে খালের মুখটি প্রায় ভরাট হয়ে গেছে।
কৃষক হোসেন মিজি ও আব্দুল মালেক জানান, মিঠানিয়া ব্রীজ নির্মাণের সময় খালের ওপর বিকল্প সড়ক স্থাপন এবং ব্রীজ চালুর পর পরবর্তীতে ওই বিকল্প সড়কের মাটি ও বালু সরিয়ে না নেয়ার কারণে সেচের পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রায় সহস্রাধিক একর জমির চাষাবাদ হুমকি মুখে।
ওই এলাকা ঘুরে দেখাগেছে, হাজীগঞ্জ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ডাকাতিয়া নদী থেকে শুরু করে মিঠানিয়া খালটি হাজীগঞ্জ পৌরসভা হয়ে হাজীগঞ্জ সদর ইউনিয়ন উপর দিয়ে বিভিন্ন খালের সাথে সংযুক্ত। এই খাল দিয়ে একসময় নৌকাযোগে উত্তরাঞ্চলের লোকজনের চলাচল ছিলো। বর্ষা মৌসুমে প্রচুর পরিমানে মাছ পাওয়া যেত। মাছ আহরণ করে অনেকেই জীবীকা নির্বাহ করতেন। এখন সেই খাল মৃত প্রায়।
এছাড়াও খালটির সবচে বড় ভুমিকা ছিল ফসল উৎপাদনে। খালের পানি ব্যবহার করে পৌরসভার ৩, ৪ ও ৫নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই ও মকিমাবাদ গ্রাম, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া, মাতৈন, দোয়ালিয়া, মৈশাইদ, খাকবাড়িয়া, বাড্ডা, বাউড়া, শাহপুর, সুবিদপুর, মাড়ামূড়া ও কালচোঁ গ্রামের একাংশ প্রায় ২০ হাজার কৃষক ফসল ফলাতেন। কিন্তু দিনে দিনে খালটি দূষণ ও দখলের কারণে গ্রীষ্ম মৌসুমে পানি প্রবাহ অনেকটা বন্ধ হয়ে যায়।
২০২৩ সালে এলাকার সেচ প্রকল্পের ম্যানেজারদের উদ্যোগে এবং তাদের নিজস্ব অর্থায়নে মিঠানিয়া ব্রীজের দুই পাশ থেকে ময়লা-আবর্জনা ও মাটি অপসারণ করে সেচের পানি প্রবাহে ব্যবস্থা করা হয়। কিন্তু এবছর আবারও খালের মুখটি ভরাট হয়ে গেছে।
খাটরা-বিলওয়াই মাঠের সেচ ম্যানেজার আবুল হাসেম বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ অনেকের কাছে কৃষকরা গিয়েছে, কোন কাজ হয়নি। আগামীতে হবে কিনা তাও জানি না।
এই বিষয়ে কথা হয় কৃষক হোসেন মিজি, আব্দুল মালেক, এমদাদুল হক, ইমান হোসেন নজরুল ইসলামসহ আরও কয়েকজন সাথে। তারা জানান, এই অঞ্চলের অধিকাংশ জমি এক ফসলি। অর্থ্যাৎ বছরে একবার ফসল উৎপাদন হয়। এই ফসল দিয়ে তাদের পারিবারিক জীবিকা নির্বাহ ও গো-খাদ্যের চাহিদা পূরণ হয়। অথচ মিঠানিয়া খাল ও সেচের আওতাধীন ড্রেনের সংস্কার না করার কারণে তারা চাহিদা অনুযায়ি পানি পাচ্ছেনা।
দোয়ালিয়া উজ্জ্বল মাঠের সেচ ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, মিঠানিয়া খালটি দ্রুত খননসহ সেচ প্রকল্পের ড্রেন পাকাকরণ প্রয়োজন। তা না হলে কয়েক শতাধিক একর জমি অনাবাদি থাকবে। পাশাপাশি বর্ষাকালে এসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিবে। হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম বলেন, খালটি খননের বিষয়ে বিএডিসি’র প্রকৌশলীর সাথে কথা হয়েছে। স্থায়ী কিছু করা যায় কিনা। বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করা হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হাজীগঞ্জ উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুন রশিদ এই বিষয়ে বলেন, খালটির পানি প্রবাহে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে এবং বিএডিসির উর্ধ্বত কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, খালটি খননসহ টেকসই ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া