মোংলায় হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
বাগেরহাটের মোংলায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার রুগী। গত ২৪ ঘণ্টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন অন্তত ৫০ জন। আরো প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন অনেকেই। হঠাৎ করে ডায়রিয়ার রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার এ হাসপাতালের ফ্লোরে জায়গা হচ্ছে রোগীদের। তবে রোগীদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, হঠাৎ করেই বেড়েছে মোংলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী। এ সকল রোগীর মধ্যে রয়েছে শিশু ও বয়স্করা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের রয়েছে পাতলা পায়খানা, পেটে ব্যথা ও বমির মত উপসর্গ। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার এক-দুইদিন পর হাসপাতালে আসেন এসব রোগীরা। হাসপাতালে ভর্তি হলেও এখনও অনেকেরই শারীরিক অবস্থার তেমন উন্ন্নতি ঘটেনি। বেশির ভাগই চরম অসুস্থতায় রয়েছেন। প্রত্যেকেরই শরীরে দেয়া হচ্ছে স্যালাইন, ইনজেকশনসহ ওষুধও। ডায়রিয়ায় বেশির ভাগ রোগীই যেন নাজেহাল হয়ে পড়েছেন। কোন কোন রোগীর ৩০বারও বাথরুম হয়েছে। তাই এ সকল রোগীদের ভিড়ে বাড়তি চাপে রয়েছেন হাসপাতালের ডাক্তার ও নার্সেরা। দেখা দিয়েছে চরম শয্যা সংকটও। তাই হাসপাতালে ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হাসপাতালে ভর্তি হওয়া রোগী মানিকের (১৪) মা আমেনা বেগম বলেন, হঠাৎ ভোর রাত থেকে পেটে ব্যথা ও বমির পাশাপাশি পাতলা পায়খানায় অসুস্থ হয়ে পড়েন তার ছেলে। ৬/৭বার বাথরুম হওয়ার পর বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করেছি। এখন অবস্থা কিছুটা ভাল।
ডায়রিয়া আক্তার হয়ে ফ্লোরে চিকিৎসা নেয়া মো. ইদ্রিস বলেন, রাত থেকেই পাতলা পায়খানা, পেটে ব্যথা ও বমি শুরু হয়। এরপর সকালে হাসপাতালে ভর্তি হয়েছি।
হাসপাতালের বেডে থাকা রোগী দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাত থেকে ডায়রিয়া শুরু হয়। এরপর স্যালাইন ও ওষুধ খেলেও কমেনি। প্রায় ৩০বারের মত বাথরুম হওয়ার পর নিরুপায় হয়ে রাতে হাসপাতালে ভর্তি হই। বেড না পেয়ে ফ্লোরে জায়গা হওয়া আল-আমিনের পিতা মনিরুজ্জামান বলেন, হঠাৎ রাত থেকে পাতলা পায়খানা শুরু হয় তার ছেলের। সাথে বমি ও পেটে ব্যথাও। পরে অবস্থা খারাপ দেখে সকালে হাসপাতালে নিয়ে এসেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন বলেন, মুলত পানির সমস্যার কারণেই এক সাথে এতো রোগী আক্রান্ত হচ্ছেন। তাই রোগীদের খাবার পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেয়া হচ্ছে।
উপকূলীয় মোংলায় দীর্ঘদিনের বড় সমস্যা সুপেয় পানির। নিরাপদ পানির সংকটে প্রতিনিয়তই পেটের পীড়ায় আক্রান্ত থাকেন এখানকার মানুষ। তাই নিরাপদ পানির ব্যবস্থা করা এ এলাকার বাসিন্দাদের জন্য এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা