‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারো একক অর্জন নয়’
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা রাজপথে ছিলাম বলেই গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারো একক অর্জন নয়। এটা বাংলাদেশের আপামর মানুষের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে।
গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর হাতিয়া আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম দেশবিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত হোসেন সাখাওয়াত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ নিশান ও হাতিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এ. কে. এম ফজলুল হক খোকন। সঞ্চালনায় ছিলেন হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো। প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন, ২০২৪-এর স্বৈরাচার মুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা-মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিল, কিন্তু বাংলার আপামর মানুষ একটি সুসংগঠিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তা নসাৎ করে দিয়েছে। আজকে আমরা খেয়াল করছি, সংস্কার নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলছে। চারদিকে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো ৩১ দফা সংস্কারের কথা আরো ২ বছর আগেই বলেছেন। আমরা মনে করি অতি শিগগিরই একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক সরকার গঠনের মাধ্যমেই মানুষের মৌলিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসরেরা বিগত সময়ে এতো অপকর্ম করার পরেও তারা এখনো প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ায়, অতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় হাতিয়ার সাধারণ মানুষ এর কঠিন জবাব দিবে। সর্বোপরি আমি আপনাদের সহযোগিতা নিয়ে হাতিয়াকে বিএনপির একটি ঘাঁটি হিসেবে তৈরি করতে চাই। এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে এ সভা চলে দুপুর ২.৩০টা পর্যন্ত। সভায় উপস্থিত নেতা কর্মীরা নিজ নিজ বক্তব্য দিতে গিয়ে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় ব্যবসা, বাণিজ্য ও শিক্ষাগ্রহণ করতে বেকায়দায় পড়াসহ নানান বিপত্তির কথা প্রকাশ করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা