মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম্য
১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
অবৈধ ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান, রিকশার দৌরাত্ম্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মেহেরপুর শহরের প্রধান সড়ক। কোন রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। এসব যান চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে ট্রাফিক বিভাগ ও পৌর কতৃপক্ষ।
এখন পর্যন্ত মেহেরপুর পৌর কর্তৃপক্ষ শহরে চলাচলের জন্য লাইসেন্স দিয়েছে দুই হাজারের অধিক ইজিবাইকের। তবে জেলা ইজিবাইক চালক-মালিক সমিতির হিসাবে ১৮টি ইউনিয়ন থেকে গড়ে প্রতিদিন আরও হাজার দুয়েক ইজিবাইক শহরে প্রবেশ করছে।
বলা যায়, প্রধান শহরের ২ কিলোমিটার রাস্তাজুড়ে প্রতিদিন সব মিলিয়ে প্রায় ৪ হাজার ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা, ভ্যান চলাচল করে। মেহেরপুর প্রধান শহর বড়বাজার। সড়কটি আগে থেকেই অনেকটা সরু। তার ওপর এসব অবৈধ যানের অবাধ বিচরণে যানজট লেগেই থাকে। দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সেই সাথে ব্যাবসায়ীদের ফুটপথ দখল করায় দুর্ভোগ বেড়েছে আরও বহুগুণ।
বড়বাজার চৌরাস্তার ডান দিকে কালীমন্দির সড়ক। এই সড়ক ১০ মিটার চওড়া। এর ওপরে ডাবওয়ালা, ফল বিক্রেতা, কলা বিক্রেতারা ফুটপাত দখল করে রেখেছেন। এই স্থানে সবচেয়ে বেশি যানজট লেগে থাকে।
বড় বাজার মোড়ের নোমান শেখ কাপড়ের ব্যবসায়ী। তার দোকানটি বেশির অংশ সড়কের মাঝ বরাবর পড়েছে। বড় যানবাহন ট্রাক, বাস যাতায়াত করতে গিয়ে তার দোকানে সামনের অংশে অসংখ্যবার ধাক্কা খেয়েছে। ওই দোকানে কর্মচারী সুজন মিয়া বলেন, এই সড়কে যাতায়াত করতে মানুষ খুব ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ইজিবাইক জট তো সব সময় লেগেই থাকে। সড়কের ওপর ইজিবাইকগুলো ইচ্ছেমতো ঘোরানো হচ্ছে। সিগন্যাল ছাড়াই হঠাৎ করে রাস্তায় ইজিবাইক দাঁড় করিয়ে রাখা ছিল। ইজিবাইকচালকদের এসব নিয়ন্ত্রণহীন চলাফেরা নিয়ে প্রতিবাদ করতে গেলে মারামারির ঘটনাও ঘটে।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েক দফা বাজার কমিটির সঙ্গে আলোচনা করে তিন ফুট নালা ও ফুটপাতের জন্য রেখেছেন। কিন্তু নালার ওপর সড়কের পাশের দোকানে আসা ক্রেতা-বিক্রেতারা তাঁদের মোটরসাইকেল রাখেন। অনেকে ডাব বিক্রি করেন। অনেকে দোকানের সাইনবোর্ড রেখেছেন ফুটপাতে। ফলে পথচারীদের সড়ক দিয়েই চলতে করতে হচ্ছে। এছাড়াও ইজিবাইক চলাচলের জন্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তারপরও অন্য ইজিবাইক চলাচল ঠেকানো যায় না।
পৌর শহরের বাসিন্দা ইজিবাইক চালক রুস্তম আলী বলেন, পৌরসভা থেকে যে সংখ্যক ইজিবাইকের লাইসেন্স দেয়া হয়েছে, তার প্রায় দ্বিগুণ ইজিবাইক অবৈধভাবে শহরে চলাচল করে। অবৈধ ইজিবাইকের চলাচল বন্ধ করা হলে যানজট কমে যাবে।
জেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর শহরের বাসিন্দা তোজাম্মেল আযম বলেন, মেহেরপুর অতি প্রাচীন একটি শহর। ওই সময়ে সরু সড়ক ছিল, বাজারও ছোট ছিল। এখন সময় বদলেছে। এই সড়ক আরও প্রশস্ত করতে হবে। অনেকে সরকারি জায়গা দখল করে আছে। পৌরসভা চাইলে সড়কটি প্রশস্ত করা সম্ভব।
জেলা ট্রাফিক পরিদর্শক ইসমাইল হোসেন জানান, শহরের হোটেল বাজার ও বড়বাজার মোড়ে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে। অবৈধ চলাচল ঠেকাতে দফায় দফায় ইজিবাইক ও অটো মালিক সমিতি’র সাথে বৈঠক করেও লাভ হয়নি। এছাড়াও পৌর কতৃপক্ষ মাইকিং করেও বিষয়টি সুরাহা করতে পারিনি।
মেহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পৌর শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। যানজট নিরসনে পৌরসভা ইতিমধ্যে কাজ করেছে। কিন্তু সরু সড়কের কারণে কোনো উপকার হচ্ছে না। একটি ট্রাক আসলেই যানজট বেধে যায়। পৌর কর্তৃপক্ষ শিগগিরই অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা