দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ
১৭ মার্চ ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:১১ এএম

দখল-দূষণে ফরিদপুর কুমার নদ। এ যেন দেখার কেউ নেই। মাঝে মাঝে জেলা প্রশাসক এবং শরীতুল্লাহ বাজার ব্যবস্থপনা কমিটি কুমার নদটি বাঁচানোর চেষ্টা করলেও কেউ শুনেনা কারোর কথা।
কুমার নদের নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল ফরিদপুর শহর। সময়ের বিবর্তনে সেই শহরই এখন নদটিকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে।
দূষণ আর অবৈধ দখলের কারণে নদটি আগের রূপ হারিয়েছে। নদের বেশকিছু অংশ এতটায় দূষিত হয়েছে যে, দুর্গন্ধে পশু-পাখিরাও পানি পান করতে পারে না।
এদিকে, ফরিদপুর পরিবেশ রক্ষায় কুমার নদের দূষণরোধে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তা না হলে আর কয়েক বছর পর চেষ্টা করেও কুমারনদকে বাঁচানো সম্ভব হবে না বলেই অভিমত তাদের।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর হাজী শরীয়তুল্লা বাজারের সিংহভাগ, বড় বাজারের সব আবর্জনা ফেলা হয় নদের ধারে। পূর্ব পাশে নিউমার্কেট এলাকার মিষ্টি কারখানা ও খাবার হোটেলের সমস্ত বর্জ্য পঁচাবাসি তালাবাটি ধোয়ার সমস্ত আবর্জনা ফেলা হয় নদের পানিতে। এছাড়া পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেন নদীতে এসে শেষ হয়েছে। সেই সঙ্গে শহরের বিভিন্ন স্থানের আবর্জনাও নদীর পাশে স্তূপ করে ফেলা হয়েছে। ফলে আবর্জনাগুলো নদীর পানিতে মিশে দুর্গন্ধ সৃষ্টি করছে।
এদিকে, শুধু দূষণই নয়, ফরিদপুর কুমার নদের দুই তীরবর্তী স্থান দখল হয়ে গড়ে উঠছে বড় বড় দালানকোঠা। তবে প্রশাসন নদীটির বিষয়ে যেন একেবারেই উদাসীন।
ফরিদপুর কুমার নদ বাঁচাও আন্দোলন কমিটির নেতা মো. মনিরুজ্জামান ইনকিলাবকে বলেন, নদীর পানি দূষণমুক্ত রাখতে আমরা অনেকবার চেষ্টা করেছি এবং এখনো অব্যাহত আছে। আমরা একাধিকবার বিভিন্ন কর্মসূচি দিয়েছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। শুধু প্রশাসন আশ্বাসের সুর দিয়ে চলেছে দূষণ-দখল মুক্ত হবে কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি। দিনদিন দূষণ বাড়ছে, একইসঙ্গে বাড়ছে দখল।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা করতে হলে নদী/ নদ বাঁচাতে হবে। তাই প্রশাসন যদি এগিয়ে আসে মাথাভাঙ্গা নদী বাঁচানো সম্ভব।
নদের তীরবর্তী এলাকার বাসিন্দা আঃ রহিম ইসলাম বলেন, এই নদের পানি আগে সব কাজে ব্যবহার করা হতো। কিন্তু এখন ময়লা-আবর্জনায় দূষিত হওয়ায় পানি ব্যবহার করা যায় না। নদীতে এখন গোসল করা তো দূরের কথা, পানির দুর্গন্ধের কারণে কাছেই যাওয়া যায় না।
নদের পাড়ের আরেক বাসিন্দা তানিয়া বেগম ইনকিলাব কে বলেন, আগে আমরা এই নদের পানি দিয়ে রান্নার কাজ সারতাম। আর এখন তো গোসল করাই যায় না। আর্বজনা কুমার নদে ফেলার বিষয়ে জানতে চাইলে ফরিদপুর পৌরসভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসক (ডিডিএলজি) ইনকিলাবকে বলেন, আমাদের পৌর শহরের যত ময়লা-আর্বজনা ড্রেনের মাধ্যমে কুৃার নদে যায়। আসলে আমাদের এ আবর্জনার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় এগুলো হয়ে থাকে। তবে এ বিষয়ে আলোচনা চলছে। আমরা পৌর শহরের আর্বজনা ও ড্রেনের ময়লা পানি যেন কুমার নদে না যায় সেজন্য ড্রেনের মুখে নেট দেবো। এতে কিছুটা হলেও মাথাভাঙ্গার পানি দূষণ থেকে বাচাঁতে পারবো।
নদী সংরক্ষণের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন ইনকিলাবকে বলেন, নানাভাবে এখন কুমার নদের পানি দূষণ হচ্ছে। একইসঙ্গে দখলও হচ্ছে। এ নদী আর আগের মতো নেই। এজন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। যতটুকু সম্ভব আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তারপরও সবাইকে সচেতন হতে হবে। তাহলেই কেবল মাথাভাঙ্গা নদী আগের রূপে ফিরে আসা সম্ভব হবে।
উল্লেখ্য ফরিদপুর কুমার নদটি প্রমওা পদ্মার ফরিদপুর জেলা প্রধান শাখা নদ। এই নদটি বৃহওর ফরিদপুরের ৫ জেলাকেই ঘিরে আছে।
২০ বছর আগেও ফরিদপুর জেলা থেকে বহওর জেলা নৌকায় করে ব্যবসা বানিজ্য চলতো হরদম। ৪০ বছর আগে এই নদ দিয়ে রিতীমত লঞ্চ চলাচল করতো। ফরিদপুর-গোপালগঞ্জ, টেকেরহাট, মুকসুদপুর, কাশিয়ানি, মাদারীপুর, ডাসা, ডাম্যুইডা, শরীয়তপুরের সাথেও ছিল নৌকা ছোট ছোট লঞ্চ চলাচলের জনাকীর্ণ অবস্থা। আজ সেই যৌবন ভরা ও ব্যবসাবান্ধব নদটির দীর্ঘ ২শ’ কিলোমিটার নদ আজ দখলও ভরাট হয়ে কালেরস্বাক্ষী হতে চলছে। জরুরি ভিওিতে সরকারি হস্তক্ষেপ চান বৃহওর ফরিদপুরের মানুষ।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

পাংশায় ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

দৌলতখানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

প্রবাসীদের ভোটে আনতে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা কবির উদ্দিন তোতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রেসক্লাব কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-হাইকোর্টের রুল জারি

তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল মহানগরীতে জাতীয় মহাসড়কের ওপর সিটি কর্পোরেশনের মরনফাঁদ অপসারন করবে কে?

সংশ্লিষ্ট সকলের প্রতি যুবদলের আহ্বান

র্যাব পরিচয়ে চাঁদাবাজি মির্জাপুরে অবসরপ্রাপ্ত আনসার সদস্য গ্রেপ্তার

মর্মস্পর্শী ভিডিওর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের দল দিল ফিলিস্তিন

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা

সিআইডির প্রধানের দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম উদ্দিন

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ : বাড়িঘর ভাংচুর

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমানের পদত্যাগ

জেলেনস্কি-কার্নির বৈঠক, রাশিয়ার বিরুদ্ধে চাপ ও সামরিক সহায়তা

ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত