ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌরুটের ডেঞ্জার জোনে ঝুঁকিপূর্ণ নৌযান : দুর্ঘটনা শঙ্কা
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌরুটের ডেঞ্জার জোনে আইন উপেক্ষা করে প্রতিনিয়তই যাত্রী নিয়ে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। যে কোন সময় দুর্ঘটনার আশংকা। এখানকার এক শ্রেণির অসাধু ব্যক্তি বিভিন্ন রুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে ঝুঁকিপূর্ণ এসব নৌযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া এসব ছোট নৌযান মালিকদের লোকজন ঈদে কর্মস্থলে ফেরা মানুষকে জোরপূর্বক তাদের ট্রলারে উঠতে বাধ্য করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে অসাধু ব্যক্তিদের পেশিশক্তির কাছে জিম্মি হয়ে প্রতিদিন বাধ্য হয়েই এসব নৌরুট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে নৌদুর্ঘটনা আশংকা থাকলেও স্থানীয় প্রশাসন এসব নৌযান বন্ধ করতে হিমশিম খাচ্ছে। এরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ছোট ছোট লঞ্চ ও ট্রলারযোগে উত্তাল মেঘনা, তেঁতুলিয়া, কালাবাদর এবং বেতুয়া নদীতে যাত্রী পারাপার করছে। এতে করে যে কোন সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনার আশংকা করছেন সাধারণ যাত্রীরা।
ইলিশা ফেরিঘাটে কথা হয় চট্টগ্রামগামী যাত্রী কামাল, মালেক, সাজেদা, মিনারার সাথে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘাটে ছোট লঞ্চ-ট্রলার মালিক চক্রের কাছে আমরা যাত্রীরা জিম্মি হয়ে পড়েছি। প্রশাসনের এসব দেখে না। যথাযথ কর্তৃপক্ষের নিয়মিত সঠিক তদারকি থাকলে কি করে ঝুঁকি নিয়ে উত্তাল নদী পাড়ি দিচ্ছেন এসব নৌ যান?
তথ্য মতে, উপকূলীয় জেলা ভোলা, বরিশাল ও লক্ষ্মীপুরসহ দক্ষিণাঞ্চলের প্রায় তিন হাজার কিলোমিটার নদীপথে ১৫ মার্চ থেকে আগামী ৭ মাসের জন্য শুরু হয়েছে ডেঞ্জার জোন মৌসুম। এসময়টাতে এখানকার নদীপথ ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে অশান্ত হয়ে উঠার কারণে এ মৌসুমে উপকূলের এ নদীর বিশাল অংশে আগামী সাত মাস ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। এ সময় এ অঞ্চলে কেবল বে-ক্রসিং সনদ (সমুদ্রে চলাচলযোগ্য নৌযান) ছাড়া অন্য কোনো নৌযান চলতে পারবে না এমন সরকারি নির্দেশনা রয়েছে। যে কারণে মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, কালাবাদর ও বেতুয়ার মতো উত্তাল নদীগুলোতে ঝড়ের এ মৌসুমে রাষ্ট্রীয় সংস্থা বিআইডব্লিউটিএ’র আওতাধীন নির্ভরযোগ্য নৌযান সি-ট্রাক চলাচলের কথা। কিন্তু রাষ্ট্রীয় দু’একটি সিট্রাক এখানকার নদীপথে চলাচল করলেও অধিকাংশ নৌযানগুলো ডকইয়ার্ডে মেরামতের কাজ চলছে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক জানানো হয়েছে।
সরকারি নিয়ম অনুযায়ী ১৫ মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ৭ মাস ভোলার মেঘনার ১৯০ কিলোমিটার এলাকাকে ডেঞ্জারজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সি-সার্ভে ছাড়া সকল ধরনের নিরাপথহীন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে এখানে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলা জেলার উপকূলের বিভিন্ন এলাকায় চলছে ফিটনেস ও অনুমোদনহীন ছোট ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। দু’একটি রুটে সি-ট্রাক কিংবা সমুদ্র পরিবহণ অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত লঞ্চ থাকলেও বেশিরভাগ রুটে-ই ফিটনেসবাহী লঞ্চ না থাকায় ইঞ্জিন চালিত নৌকায় করে যাত্রীদের চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট, দৌলতখান-মির্জাকালু থেকে চর জহিরুদ্দিন ও লক্ষ্মীপুরের আলেকজ্যান্ডার-রামগতি, তজুমদ্দিন ও চরফ্যাশন থেকে মনপুরা এবং মুজিবনগর, কুকরী-মুকরী, ঢালচর, পটুয়াখালীর বাউফলসহ বিভিন্ন চরাঞ্চল ও উপ-দ্বীপগুলোতে চরম ঝুঁকি নিয়ে গাদাগাদি করে যাতায়াতের দৃশ্য এখন ওপেনসিক্রেট।
ভোলার সাথে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ-পথ হওয়ায় প্রয়োজনের তাগিদে নদী পথেই যাতায়াত করতে হয় যাত্রীদের। কিন্তু বিকল্প ব্যবস্থায় প্রয়োজনীয় সংখ্যক নিরাপদ লঞ্চ ও সিট্রাক নেই। তাই বাধ্য হয়ে যাত্রীরা ঝুঁকিপূর্ণ ট্রলার, ইঞ্জিন নৌকা, ফিটনেস বিহীন ছোট ছোট লঞ্চে মেঘনা নদীর ডেঞ্জার জোন পাড়ি দিচ্ছে হাতের মুঠোয় জীবন নিয়ে। এসব বিষয়ে কথা হয় বিআইডব্লিউটিএ ভোলা অঞ্চলের বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন’র সঙ্গে।
তিনি জানান, আমরা প্রতিনিয়তই অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি, জরিমানা করছি, তবুও তারা বেপরোয়া। তিনি জানান, এখানে আমাদের জনবল সংকট না থাকলেও বিআইডব্লিউটিএর নৌযান সংকট রয়েছে। নির্ভরযোগ্য নৌযান না থাকায় অসাধু নৌযানচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কোস্টগার্ডের সহযোগিতা নিতে হচ্ছে বলেও জানান এ বন্দর কর্মকর্তা।
এব্যাপারে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, নিরাপথহীন লঞ্চ চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া হয়েছে এবং অদক্ষ স্পিডবোর্ড চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুর্ঘটনায় প্রাণহানির আগেই ভোলার এসব ডেঞ্জার জোনে অবৈধ নৌযান এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। কেউ এর অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনঅনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়াল শিবিরে জোড়া ধাক্কা

পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মালামাল ভস্মিভূত

কেরমান সমভূমিতে প্যালিওলিথিক যুগ থেকে মানুষের বসবাস

রমনায় বোমা হামলা মামলা: ২ জনের যাবজ্জীবন, অন্যদের ১০ বছর সাজা

হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প, দুর্বিষহ দিন কাটছে কারিগরদের

চিরিরবন্দরে দূর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা
জামায়াত কেন পূর্বের অবস্থার পরিবর্তন করল? যা বললেন সাকিব

রাঙামাটির রাবিপ্রবি’তে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল বিষয়ে মিট দ্যা প্রেস

চ্যাটভিত্তিক সিভি বিল্ডার চালু করল আমি প্রবাসী

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত

আযম খানের বিরুদ্ধে কটুক্তি করায় সখিপুরে বিক্ষোভ মিছিল

মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষন ও হত্যা মামলার রায় ১৭ মে

মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষন অফিসে বিশেষ সেবা কার্যক্রম শুরু

কাশ্মীরে যুদ্ধবিরতির পরও থামেনি সংঘাত, ভারতীয় অভিযানে নিহত ৩ জন

আইটিএফ একক শিরোপা জয়ী প্রথম ইরানি ইয়াজদানি

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১ হাজার ৬৪৭