গোদাগাড়ীর মহিশালবাড়ি পশুহাট যেন ময়লার ভাগাড়
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ এএম

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহানগরী সড়কের পাশে প্রথম শ্রেণির গোদাগাড়ী পৌরসভায় ২নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী একমাত্র সীমান্তবর্তী মহিশালবাড়ি গবাদিপশুর হাট। এ হাটে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তুূপ। টলি, মিনি ট্রাক, ভ্যান, কুকুরের আড্ডাখানায় পরিনত হয়েছে। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
ক্রেতা বিক্রেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, এলাকার সাধারণ মানুষ নাকে রুমাল দিয়ে স্বাস্থ্য ঝঁকি নিয়ে চলাচল করছেন। ওই ময়লার স্তুূপে খাবারের খোঁজে কাক, বিড়াল, কুকুরের পাশাপাশি জড়ো হয় গরু, ছাগল ফলে পুরো হাটজুড়েই থাকে তাদের রাজত্ব। স্থানীয়রা বলছে, হাটের এমন পরিবেশ দেখেও যেন না দেখার ভ্যান করে এড়িয়ে যান পৌর কর্তৃপক্ষ।
ঐতিহ্যবাহী মহিশালবাড়ী গবাদিপশু হাটটি থেকে আগে প্রতিবছর প্রায় দেড় কোটি থেকে ২ কোটি রাজস্ব আদায় হতো, জমজমাটভাবে চলতো, ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকারগণ এ হাটে এসে গরু মহিষ কিনে শ শ ট্রাকে বোঝায় করে নিয়ে যেত। সপ্তাহের দু’দিন রবিবার ও বুধবার হাটটি বসে, হাটের দিন মানুষের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো। কিন্তু রাজশাহী শহরের সিটিহাট চালু হওয়ার পর এলাকার প্রভাবশালী মহল হাটটি নষ্ট করেছেন। প্রথমে হাটে করিডোরের জাল কাগজ বিক্রি শুরু করায় পুলিশ, বিজিবি, প্রশাসন বেশ কিছু গরুর ট্রাক করিডোরের জাল কাগজের মাধ্যমে পাচার করার সময় আটক করে কাষ্টমে জমাদেন এতে গরু ব্যবসায়ীগণের ব্যাপক ক্ষতির হয়। ওই সময় হাট ইজারদারগণ তাদের কোন ধরণের সহযোগিতা করেননি বলে ব্যাপক অভিযোগ রয়েছে। তা ছাড়া কুটকৌশলে বড় বড় গরু মহিষগুলো এহাটে বেচাকেনা বন্ধ করে দেয় হয়। কয়েক বছর শুধু ছোট সাইজের গরু বেচাকেনা হতো সেটাও বন্ধ হয়ে যায়, এখন হাটটি মৃত্যু প্রায়। এখানে কোন গরু মহিষ আর উঠে না। শুধুমাত্র ছাগল, ভেড়া বেচাকেনা হয়।
গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভা, চরআলাতুলি, চরআষাড়িয়াদহ, কাঁকনহাট, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ ছাগল-ভেড়া নিয়ে এ হাটে আসেন, বেচাকেনা করেন। জমজমাটভাবে ছাগল-ভেড়া ক্রয়বিক্রয় হয়। ঢাকা, চিটাগাং, বগুড়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলা থেকে গরুর পাইকারগণ এহাটে এসে ছাগল ভেড়া ক্রয় করে ট্রাকে বোঝায় করে নিয়ে যায়।
গোলাম রাব্বনী ও আব্দুল হান্নান বলেন, রবিবার ও বুধবার ছাগল ও ভেড়ার জমজমাটহাট হলেও হাটের মধ্যে ময়লার ভাগাড় থাকায় জনসাধারন, ক্রেতা বিক্রেতার অসুবিধা হচ্ছে। গত ১৬/১৭ বছরে পতিত শেখ হাসিনার দোসর আওয়ামীলীগ নেতারা সিটি হাট লাগানোর জন্য এ হাটটি নষ্ট করেছে। এখনও এ হাটটির হারানো গৌরব ফিরে আনা সম্ভব। আবার হাটে শ শ গরুর ব্যবসায়ী আসবে কোটি কোটি কোটি টাকার ব্যবসা হবে। শুধু হাটের পরিবেশ ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সাবেক কাউন্সিলর মোফাজ্জুল হোসেন মোফা বলেন, বারবার পৌর কতৃপক্ষকে তাগাদা করে কোন লাভ হয়নি। এলাকার বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ মায়লা নিয়ে এসে এখানে জড়িয়ে ছিটিয়ে রাখে, নিষেধ করেও কাজ হয় না। সরকার পরিবর্তন হয়েছে অনেক স্তরে সংস্কার হচ্ছে, এ জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। এ হাটের হারানো গৌরব ফিরে আনার জন্য স্থানীয় প্রশাসন, এলাকার ব্যবসায়ী, সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
নাম প্রকাশ না করা শর্তে একজন এমবিবিএস ডাক্তার বলেন, গরুর হাটের মধ্যে ওপেন ময়লার স্তূপ থাকায় মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুকিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন ধরণের অসুখ আক্রান্ত হবে পারে মানুষ।
গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিবের দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলের সাথে মোবাইলে যোগাযোগ করে হলে তিনি বলেন, সপ্তাহের অন্য দিন হাট লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। হলে হাটটি প্রাণ ফিরে পাবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

নবীগঞ্জের সেই ডেভিল চেয়ারম্যান রানাকে সিলেটে গনপিটুনি দিয়ে পুলিশে দিলো ছাত্র জনতা

কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের কমিটি পুনর্গঠন

পাবিপ্রবির ২ ছাত্রলীগ কর্মী আটক

‘যে কোন মূল্যে’ পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

সেরায় উঠে চূড়ায় চোখ মিরাজের

শেরপুরের হাট-বাজারে এসেছে অপরিপক্ক ছোট আকারের লিচু, দাম চড়া!

সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের চরিত্র হননের উদ্দেশ্য কি ?

কুমিল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে ডিলারের কারাদণ্ড

আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চ্যাম্পিয়ন

বিএনপি নেতা হাজী বাদশা মিয়ার জানাজা দাফন সম্পন্ন

তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে - যুক্তরাজ্য বিএনপি সভাপতি মালিক

অভ্যাস বদলাতে পারলে এ ধরণের প্লাস্টিক ব্যবহার কমানো সম্ভব: উপদেষ্টা রিজওয়ানা

জৈন্তাপুরে পর্যটন উন্নয়নে যে যে নির্দেশনা প্রদান করলেন সিলেট জেলা প্রশাসক

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না - আমিনুল হক

সহায়তাকারীরা এখনও বহাল তবিয়তে

সিরাজদিখানে বজ্রপাতে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের মৃত্যু ও এক ভাই আহত

কঠোর নিয়ম, যুদ্ধ, নিষেধাজ্ঞা আর জমকালো আয়োজনে পর্দা উঠলো কানের

উৎকন্ঠায় ৪০ হাজার ডাককর্মী, ভেঙে ফেলা হচ্ছে জিপিও?

ফাইনালের জন্য পূর্ণশক্তির অস্ট্রেলিয়া দল

৫ সচিবকে ২০ মে প্রত্যাহারে আশ্বাসে কর্মসূচি স্থগিত