দুই যুগেও ফেনীর সুইমিংপুলে কেউ সাঁতরায়নি
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম

নির্মাণের দুই যুগ পার হলেও এখনো পুরোদমে চালু হয়নি ফেনীতে নির্মিত সুইমিংপুল। ২০০০ সালে ফেনী শহরের দাউদপুল এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিংপুলটি নির্মাণ করা হয়। প্রায় ৩ একর জায়গাজুড়ে নির্মিত হয় আট লেনের সুইমিংপুল। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে সুইমিংপুল মাদকসেবী ও বখাটেদের আস্তানায় পরিণত হয়েছে। নির্মাণ ত্রæটির কারণে অযন্ত অবহেলায় নষ্ট হয়ে গেছে মোটর ও যন্ত্রপাতি। দেয়ালে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এখন পুরো সুইমিংপুলটি ধ্বংসের ধারপ্রান্তে। দেখার কেউ নেই।
জানা যায়, সুইমিংপুলটি নির্মাণের ১৪ বছর পর ফেনীর তৎকালীন ক্রীড়া সংগঠক মরহুম মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুল নামকরণ করা হয়। এর আগে ২০১২ সালে একবার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে লোকমুখে শোনা গেলে এর সত্যতা মিলেনি। জেলা পর্যায়ে সাঁতার শেখানো, বিভিন্ন সাঁতার প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ও আশপাশের জনসাধারণের জন্য সুইমিংয়ের ব্যবস্থা করতেই সুইমিংপুলটি নির্মাণ করা হয়েছিল। আধুনিক সুযোগ সুবিধার জন্য নির্মিত সুইমিংপুলটি সাঁতার প্রতিযোগিতার জন্য জাতীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হওয়ার কথা থাকলেও জেলা ক্রীড়া সংস্থার গাফিলতির কারণে এটি চালু হয়নি। দেশের সাঁতারুরা এখান থেকে সাঁতারের প্রশিক্ষণ নিয়ে শিখে শুধুমাত্র দেশে নয় এসএ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিক গেমসেও অংশ নিয়ে দেশের মুখ উজ্জল করবে। কিন্তু সেটি আর হয়ে উঠেনি।
সরেজমিনে দেখা যায়, বর্তমানে সুইমিংপুলের মূল ভবনের সামনে ক্রিকেটের অনুশীলনের জন্য একটি বড় খালি মাঠ রয়েছে সেটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেখানে একজন দারোয়ান নিয়োজিত থাকলেও নিরাপত্তাজনিত কারণে সে চলে যায়। সুইমিংপুলটির সামনের অংশে ভবণের গøাস ভাঙা, ভবনের চারপাশে রং কালছে হয়ে গেছে। ভবণের চারপাশের গলির ভেতর ১০-১২ জন বখাটে ছেলেকে সিগারেট খেতে দেখা যায়। নিচতলা ভবনের প্রত্যেক রুমের দরজা খোলা, রুমের ভেতর আগুনে পোড়া চেয়ার, বাথরুমের কমেট ও ভেসিন ভাঙা পড়ে রয়েছে। কয়েকটি রুমে মেশিনারী যন্ত্রপাতি এলোমেলোভাবে পড়ে রয়েছে। দ্বিতীয় তলায় প্রত্যেকটি রুমে একই অবস্থা। তবে কয়েকটি রুমের ভেতর কয়েকটি কুকুর শুয়ে থাকতে দেখা যায়। আট লেনের সুইমিংপুলে সাঁতার কাটার পানি নেই। পুরো ভবনই এখন মাদককারবারীদের মূল আস্তানা। জায়গাটি নিরিবিলি হওয়ায় দিনেরাতে সবরকমের অপরাধ সংগঠিত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সুইমিংপুলের আশপাশের কিছু লোক বলেন, সারা দেশের ন্যায় ফেনীতেও সরকার কোটি কোটি টাকা খরচ করে এতবড় একটি সুইমিংপুল নির্মাণ করলো। কিন্তু এ সুইমিংপুল এখন ভুতের বাড়িতে পরিণত হয়েছে। রাত হলে এখানে মাদকসেবী, নেশাখোর ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়। কোন কোন সময় নারীদেরকে নিয়ে অসামাজিক কার্যকলাপ করতে দেখা যায়। তারা বলেন, কর্তৃপক্ষের উদাসিনতার কারণে সুইমিংপুল ধ্বংস হয়ে গেছে। এখানে সুইমিংপুল চালু না করলে বিকল্প হিসেবে ফেনীর মানুষের জন্য বিনোদন পার্কের ব্যবস্থা করলে সরকারও লাভবান হবেন, জনসাধারণের উপকার হবে। তারা এ বিষয়ে অতিদ্রæত প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, ফেনীর সুইমিংপুলটি নির্মাণের পর থেকে চালু করা হয়নি এটা দুর্ভাগ্যের বিষয়। তিনি সুইমিংপুল পরিদর্শনে যাবেন বলে জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে এটি চালু করার প্রয়োজন মনে করলে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন

সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ পাওয়া গেলো ভুট্টা ক্ষেতে

সিরিয়ায় সহিংসতা থেকে বাঁচতে লেবাননে ১০ হাজার আলাওয়ি শরণার্থী

রাশিয়ার কাছে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

মারা গেলেন 'হ্যারি পটার' খ্যাত তারকা সাইমন ফিশার বেকার

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী বুধবার

৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্বে দেয়া ছাত্রলীগ নেতা আহতের তালিকায়, ক্ষুব্ধ আন্দোলনকারীদের প্রশ্ন নেপথ্যে কারা?

অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বব্যাপী শেয়ারবাজারে বড় ধস

ইফতারে লেবুর বিকল্প কী? ঠান্ডা ও পুষ্টিকর শরবতের সহজ সমাধান

সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

আউটডোর ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ আজ

কঙ্গোতে নৌকাডুবে নিহত অন্তত ২৫, চলছে উদ্ধার অভিযান

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় চতুর্থ

‘দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে’

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

মফস্বলে আলো ছড়িয়ে যাচ্ছে ‘ধূপশালা পাঠাগার ’

উত্তর সাগরে তেলের ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজের সংঘর্ষ, সমুদ্র দূষণের আশঙ্কা

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান