গ্রেফতার অভিযান স্থগিত

সমর্থকদের ভালোবাসায় রক্ষা পেলেন ইমরান খান

Daily Inqilab ইনকিলাব

১৫ মার্চ ২০২৩, ১১:০১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:১৩ পিএম

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার থেকে বিরোধী নেতা ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা করছিল, তবে তার সমর্থকদের বাধার মুখে তারা ইমরান খানের বাসভবন জামান পার্কের আশেপাশের এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

ইমরান খানের দলের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়ার পর গ্যাস মাস্ক পরিহিত ইমরান খান তার সমর্থকদের সঙ্গে কথাবার্তা বলছেন। কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কর্মকর্তারা এখনও কিছু বলেন নি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন বলছে লাহোরে হাই কোর্টের নির্দেশে জামান পার্কে পুলিশের এ অভিযান আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। পত্রিকাটি তাদের খবরে বলছে যে এর আগে ইমরান খানের দলের এক নেতা এ অভিযান বন্ধ করার জন্যে পিটিশন দায়ের করলে আদালত এ নির্দেশ দিয়েছে। ডন বলছে ইমরান খানের বাসভবনের সামনে থেকে পুলিশ বাহিনীকে প্রত্যাহার করার পর তার কর্মী ও সমর্থকরা সেখানে উল্লাস করেছেন।

কিন্তু পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আমির মির বিবিসিকে বলেছেন লাহোরের একটি ক্রিকেট টুর্নামেন্ট যাতে ঠিক মতো হতে পারে সেজন্য পুলিশ খানকে গ্রেফতারের অভিযান স্থগিত করেছে। তিনি বলেন, এ অচলাবস্থার কারণে শহরে যান চলাচলে বড় ধরনের বিঘœ ঘটছিল যার ফলে লোকজন স্টেডিয়ামে যেতে পারছে না। তিনি আরও বলেন, ১৯ মার্চ পাকিস্তানি সুপার লিগের ফাইনাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর এই অভিযান বন্ধ থাকবে। এর আগে ইমরান খান বলেছেন যে তার বাসভবনে আধাসামরিক বাহিনীর এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীকে দেশটির বৃহত্তম রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে খানের বিরুদ্ধে করা এক মামলায় আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার সামগ্রী বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। তার আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানা বাতিলের অনুরোধ জানিয়ে হাই কোর্টে আবেদন করেছেন। মপ্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর নেতা ইমরান খান বলছেন, কর্তৃপক্ষ আইনের বাইরে গিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা করছে। ‘তাদের সবাইকে দেশের আইন মেনে চলতে হবে,’ বিবিসিকে একথা বলেন ইমরান খান। পাকিস্তানের পুলিশ আদালতের নির্দেশ অনুসারে ইমরান খানকে গ্রেফতার করতে মঙ্গলবার তার লাহোরে জামান পার্কের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এসময় খানের সমর্থক ও কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায় যা গতকালও অব্যাহত ছিল। পিটিআই-এর কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। দলের কর্মীরা তখন পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে।

ইমরান খানের বাড়ির সামনে এখনও উত্তেজনা বিরাজ করছে। এক ভিডিও বার্তায় ৭০ বছর বয়সী ইমরান খান এই মর্মে একটি গ্যারান্টি-পত্রে স্বাক্ষর করার প্রস্তাব দেন যে তিনি শনিবার ইসলামাবাদের আদালতে উপস্থিত হবেন। তিনি আরও বলেন, এ বিষয়ে তার মধ্যে নিরাপত্তা-জনিত উদ্বেগ রয়েছে, কারণ এর আগে আদালতে দুটো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান দাবি করেন, পুলিশ ‘কোনো কারণ ছাড়াই’ তাকে গ্রেফতার করতে গেছে, কেননা তিনি শনিবার পর্যন্ত জামিন নিয়ে রেখেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার তাকে কারাগারে পাঠানোর ব্যাপারে বদ্ধপরিকর এবং এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়েছে। ‘কারাগারের সেলে রাত কাটানোর জন্য আমি মানসিকভাবে প্রস্তুত,’ বলেন তিনি, ‘আমি জানি না কতো রাত আমাকে সেখানে কাটাতে হবে, তবে এর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছি।’

ইমরান খান এসময় গুলি ও কাঁদানের গ্যাসের শেল দেখিয়ে বলেন যে এগুলো তার বাসভবনের ভেতরে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন তার দল যাতে আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। তবে তিনি বলেন, ‘আমি জেলে যাই আর না যাই, তারা আমার দলের বিজয় ঠেকাতে পারবে না।’ পাকিস্তান সরকারের একজন মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন তাকে গ্রেফতারের চেষ্টার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং দুর্নীতির মামলায় আদালতের নির্দেশ অনুসারে পুলিশ তাকে গ্রেফতার করতে গেছে। তিনি অভিযোগ করেন যে, গ্রেফতার এড়াতে ইমরান খান তার দলের কর্মী, নারী ও শিশুদের মানব-ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং উত্তেজনা ছড়িয়েছেন। পাকিস্তানের অন্যান্য শহরেও ইমরান খানের সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভে অংশ নিচ্ছে।

গত বছরের এপ্রিল মাসে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয়। এর পর থেকেই তিনি আগাম নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ওপর চাপ তৈরির চেষ্টা করছেন। এবছরের শেষের দিকে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমরান খান গত নভেম্বর মাসে সমাবেশ চলাকালে তাকে হত্যার চেষ্টার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দায়ী করেন। ওই হামলায় তিনি আহত হয়েছিলেন। সূত্র : ডন, বিবিসি নিউজ।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অস্ট্রেলিয়ার পাহাড়ে হারিয়ে যাওয়া পর্যটক ১৩ দিন পর উদ্ধার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস
হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
থাইল্যান্ডে হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু, মাহুত অভিযুক্ত
লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব , জরুরি অবস্থা ঘোষণা
আরও

আরও পড়ুন

লক্ষ্মীপুরে জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

লক্ষ্মীপুরে জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

শ্রীলঙ্কাকে গুড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

শ্রীলঙ্কাকে গুড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

কুষ্টিয়ায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়ায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহবাগে  মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদযাত্রা

শাহবাগে মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদযাত্রা

অস্ট্রেলিয়ার পাহাড়ে হারিয়ে যাওয়া পর্যটক ১৩ দিন পর উদ্ধার

অস্ট্রেলিয়ার পাহাড়ে হারিয়ে যাওয়া পর্যটক ১৩ দিন পর উদ্ধার

বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি

বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

সৈয়দপুরে এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

সৈয়দপুরে এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ জন আটক

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ জন আটক

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ

নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ

মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রেমিকা রোজার বিষয়ে মুখ খুললেন ফায়েজ

প্রেমিকা রোজার বিষয়ে মুখ খুললেন ফায়েজ

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম আটক

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম আটক

২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন

২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন

ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস

হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জবি প্রক্টরের ওপর হামলায় ৭২ ঘন্টার আল্টিমেটাম

জবি প্রক্টরের ওপর হামলায় ৭২ ঘন্টার আল্টিমেটাম

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬