দ্য কেরালা স্টোরি ছবি বন্ধের দাবি
০৩ মে ২০২৩, ০৭:৩৭ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০১ এএম
ভারতে বিতর্কিত দ্য কেরালা স্টোরি ছবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। মঙ্গলবার সর্বোচ্চ আদালতে জানানো আবেদনে আগামী ৫ মে সিনেমাটির মুক্তি বন্ধের দাবি জানানো হয়েছে। জমিয়ত উলেমায়ে হিন্দ বলেছে, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি মুসলিম সম্প্রদায়ের জন্য অবমাননাকর। এতে মুসলমানদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। এমন পরিস্থিতিতে এটা মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার লংঘন বলেও মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে বুধবার পশ্চিমবঙ্গের জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন, ‘আপত্তি আছে বলেই জমিয়তে উলামায়ে হিন্দ এটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। এর ফলে বিভাজন বাড়বে এবং এতে কোনও সত্যতা নেই। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কাল্পনিক বিষয় মুক্তি পাওয়া দেশের সম্প্রীতির জন্য ক্ষতিকর হবে। যেটা দেশের রাজনৈতিক নেতৃত্বও বলছেন। এবং সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ যথারীতি সেটা অনুভব করছে। যার কারণে সুপ্রিম কোর্টের কাছে স্টে অর্ডার চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি এটার শুনানি হয় এবং এটাকে আটকানো যায় ভালো হবে।’ এদিকে, মুসলিম ইয়ুথ লীগের কেরালা রাজ্য কমিটি দ্য কেরালা স্টোরি ছবির অভিযোগ প্রমাণ করলে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবিটি ৩২ হাজার মহিলার ধর্মান্তরের গল্প যারা রাজ্য থেকে নিখোঁজ হয়ে সন্ত্রাসী সংগঠন ‘আইএসআইএস’-এ যোগ দিয়েছিল বলা হয়েছে। এরপরেই ওই ইস্যুতে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্কিত ছবিটিতে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ছবিটিতে ভুল তথ্য দেখানো হয়েছে এবং এর মাধ্যমে একটি বিশেষ সম্প্রদায়ের (মুসলিম) বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপনের চেষ্টা করা হয়েছে। রেকরালা মুসলিম ইয়ুথ লীগের রাজ্য কমিটি ছবিটির গল্পকে সত্য প্রমাণ করার চ্যালেঞ্জ দিয়েছে এবং যে এটি প্রমাণ করবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা বলেছে। প্রমাণ উপস্থাপনের জন্য প্রত্যেকটি জেলায় ৪ মে সংগ্রহ কেন্দ্র খোলা হবে। এবং যে কেউ সংগ্রহ কেন্দ্রে গিয়ে প্রমাণ দিতে পারেন বলেও সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্য সরকারের কাছে এই ছবির স্ক্রিনিং রুখে দেওয়ার আবেদন জানিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, এটি একটি প্রোপাগ্যান্ডা ছবি। এই ছবির মাধ্যমে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করেছেন নির্মাতারা। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল