ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
প্রতিশোধের ঘোষণা দিয়ে দিমিত্রি মেদভেদেভ

জেলেনস্কিকে ‘চিরতরে মুছে ফেলা’ ছাড়া আর কোনো উপায় রইল না

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৪ মে ২০২৩, ১০:৫৪ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১০:৫৪ পিএম

যথাসময়ে হামলার সমুচিত জবাব দেবে রাশিয়া : কীভাবে নিজেদের রক্ষা করবে তার ভার কিয়েভের -বিøঙ্কেন ষ ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে, তাদের প্রচুর কর্মী, অস্ত্র রয়েছে - প্রিগোজিন
ক্রেমলিনে ড্রোন হামলার পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি। নিজের টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ বলেন, ইউক্রেন যে সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাতে জেলেনস্কিকে চিরতরে মুছে ফেলা ছাড়া আর কোনো উপায় রইলো না।

খবরে বলা হয়, জেলেনস্কিকে নাৎসি জার্মানির প্রধান অ্যাডলভ হিটলারের সঙ্গে তুলনা করেছেন মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান তিনি। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সবথেকে ঘনিষ্ঠদের একজনও তিনি। পুতিনের উত্থানের একদম প্রথম থেকেই তার ছায়ার মতো ছিলেন মেদভেদেভ। তিনি বলেন, জেলেনস্কি এসে আত্মসমর্পণ চুক্তিতে স্বাক্ষর করবেন, এমনটার দরকার নেই আর। হিটলারও স্বাক্ষরের সুযোগ পায়নি। অ্যাডমিরাল ডোনিটজের মতো সবসমই কাউকে না কাউকে পাওয়া যাবে প্রেসিডেন্ট পদে বসানোর জন্য। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় রুশ সেনাদের আক্রমণে জার্মানির রাজধানী বার্লিনের পতন হয়।

রুশদের হাতে পড়ার থেকে মৃত্যুকে শ্রেয় ভেবে আত্মহত্যা করেছিল হিটলার। এরপর জার্মানির প্রধান বানানো হয় অ্যাডমিরাল ডোনিটজেকে। তিনি পরে জার্মানির আত্মসমর্পণ হতে শুরু করে বাকি নথিপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে চলেছে বলে হুঁশিয়ারি দেন মেদভেদেভ।

রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট যুদ্ধের প্রথম থেকেই সরাসরি কথা বলার জন্য আলোচনায় রয়েছেন। যদিও কখনও জেলেনস্কিকে আক্রমণের হুমকি দিয়ে কোনো বার্তা দেয়া হয়নি রাশিয়ার তরফ থেকে। তবে বুধবার মস্কোতে দুইটি ড্রোন হামলার পর রুশ নেতারা সরাসরি জেলেনস্কিকে হুমকি দিয়ে বার্তা দিয়েছেন। এমনকি জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তের লোকজনকেও টার্গেট করার হুমকি দিয়েছেন মেদভেদেভ।

এদিকে, রাশিয়া ক্রেমলিনের ওপর ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালাতে পারে, -এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন পাভেল ফেগেনহাওয়ার নামে এক সমর বিশেষজ্ঞ। রাশিয়ার থিংক ট্যাংক সোভিয়েত একাডেমি অব সায়েন্সেস-এর সাবেক সিনিয়র গবেষক ফেগেনহাওয়ার বলেছেন, রুশ কর্মকর্তারা যে প্রতিশোধ নেয়ার কথা বলছেন সেটি সত্যি হতে পারে। হয়ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনে হামলার জন্য নিজ সেনাদের নির্দেশ দিতে পারে রাশিয়া।

মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিনি রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি- চেয়ারম্যান। এর চেয়ারম্যান হচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।

যথাসময়ে হামলার সমুচিত জবাব যথাসময় জবাব দেবে রাশিয়া : ক্রেমলিনের ওপর ড্রোন হামলাকে ‘ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাÐ’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ বলেছেন, এ হামলার সমুচিত জবাব যথাসময় জবাব দেবে রাশিয়া। পুতিনের সরকারি বাসভবনে হামলার পর বুধবার তিনি ইউক্রেনকে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, হোয়াইট হাউস, ক্যাপিটল হিল বা পেন্টাগনে ড্রোন আঘাত হানলে যুক্তরাষ্ট্র কেমন প্রতিক্রিয়া দেখাবে? উত্তরটি যে কোনো রাজনীতিবিদের পাশাপাশি একজন সাধারণ নাগরিকও জানে- এর জবাব কঠোর ও অনিবার্য হবে।

রাশিয়া ইউক্রেনের নির্মম ও অহংকারী সন্ত্রাসী হামলার জবাব দেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন প্রয়োজন মনে করব, তখন জবাব দেব। কিয়েভ আমাদের দেশের জন্য যে হুমকি সৃষ্টি করেছে, তার মূল্যায়ন অনুযায়ী আমরা জবাব দেব। তিনি জোর দিয়ে বলেন, এটি জেলেনস্কি সরকারের পরিকল্পিত একটি সন্ত্রাসী কর্মকাÐ এবং রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টকে লক্ষ্য করে একটি হত্যার চেষ্টা, যুক্তরাষ্ট্র সুস্পষ্ট এই বিষয়টি স্বীকার করেনি। বিজয় দিবস এবং ৯ মে প্যারেডের আগে, যেখানে বিদেশি অতিথিদের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে, সেই সময়টি বেছে নিয়ে হামলা চালানো হয়েছে। এ সময়টি আকস্মিকভাবে বেছে নেওয়া হয়নি!

আনাতোলি আন্তোনভের মতে, মস্কো আশা করে মার্কিন প্রশাসন এ সন্ত্রাসী কর্মকাÐের নিন্দা করার সাহস পাবে। বিশ্ব মনে রেখেছে, ২০০১ সালে রাশিয়ার প্রেসিডেন্টই প্রথম মার্কিন জনগণের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, যারা তখন সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। সব কিছু ভুলে গেছে। আজ যুক্তরাষ্ট্র কিয়েভের অপরাধীদের রক্ষা করছে। তিনি বলেন, ইউক্রেনের সন্ত্রাসী কর্মকাÐের পর যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিবৃতিগুলো দ্বৈত মানদÐের উদাহরণ। এটি জেলেনস্কি সরকারকে রাশিয়ান ফেডারেশনে আক্রমণ করতে উৎসাহিত করার নীতি ছাড়া কিছুই নয়। পশ্চিমারা জেলেনস্কি সরকারকে সন্ত্রাসী কর্মকাÐের জন্য অপব্যবহার করছে উল্লেখ করে এই রুশ ক‚টনীতি বলেন, আমাদের শত্রæদের শান্তি খোঁজার ও সাধারণ ইউক্রেনীয়দের হাজার হাজার জীবন বাঁচানোর কোনো ইচ্ছে নেই। বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের কৌশল নির্ধারণের সময় অবশ্যই আমরা এ পরিস্থিতি বিবেচনায় নেব।

প্রসঙ্গত, গত ৩ মে রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ক্রেমলিনের বাসভবনে দুটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করে ইউক্রেন। রুশ সামরিক বাহিনী ও বিশেষ বাহিনী তাৎক্ষণিকভাবে এগুলো ধ্বংস করে। পুতিনের কিছু হয়নি এবং নিয়মিত কাজ চালিয়ে যচ্ছেন।

কিভাবে নিজেদের রক্ষা করবে তার ভার কিয়েভের -বিøঙ্কেন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন দ্য ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সঙ্ঘাতে কীভাবে তার ভ‚খÐ রক্ষা করা যায় তা বিচার করার ভার ওয়াশিংটন কিয়েভকে ছেড়ে দিচ্ছে। তিনি ক্রেমলিনে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন : ‘আমরা ইউক্রেনের ওপর ছেড়ে দিচ্ছি যে, তারা কীভাবে নিজেকে রক্ষা করবে এবং কীভাবে এ অঞ্চল পুনরুদ্ধার করার চেষ্টা করবে’।

বিøঙ্কেন যোগ করেছেন যে, স্টেট ডিপার্টমেন্টের কাছে এখনও এ ঘটনার পর্যাপ্ত তথ্য নেই। ‘তথ্যগুলো না জেনে এ বিষয়ে মন্তব্য বা অনুমান করা সত্যিই কঠিন’ তিনি ব্যাখ্যা করেন।

‘আমি প্রতিবেদনগুলো দেখেছি এবং আমি সেগুলোকে কোনোভাবেই যাচাই করতে পারছি না। আমরা কেবল ‘জানি না’ -কর্মকর্তা যোগ করেছেন।

এর আগে, ক্রেমলিনের প্রেস অফিস ঘোষণা করেছিল যে, কিয়েভ আজ রাতে দুটি ড্রোন ক্রেমলিনকে টার্গেট করে রুশ প্রেসিডেন্টের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা করেছে। শিগগিরই রাশিয়ান সামরিক এবং নিরাপত্তা বাহিনী তাদের নিষ্ক্রিয় করবে। ভøাদিমির পুতিন আহত হননি এবং যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রেমলিন ঘটনাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং রুশ প্রেসিডেন্টের জীবনের ওপর একটি প্রচেষ্টা হিসেবে দেখছে। রাশিয়া যখন এবং যেভাবে প্রয়োজন মনে করে প্রতিক্রিয়া ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে, তাদের প্রচুর কর্মী, অস্ত্র রয়েছে - প্রিগোজিন : ওয়াগনার পিএমসির প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বুধবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ শুরু করেছে, তাদের প্রচুর কর্মী ও অস্ত্র রয়েছে।

তার প্রেস অফিসের টেলিগ্রাম চ্যানেল অনুসারে, প্রিগোজিন বলেছেন, ইউএএফ তার পাল্টা আক্রমণ শুরু করেছে; তাদের ‘সীমাহীন’ কর্মী এবং শেল রয়েছে’। তিনি যোগ করেছেন যে, গত ২৪ ঘণ্টায় ওয়াগনার পিএমসি বাহিনী আর্টিওমভস্কে (বাখমুত) ২৩০ মিটার অগ্রসর হয়েছে। তিনি বলেন, ‘[আর্টিওমভস্কে রাশিয়ান বাহিনী] ৫৪ হাজার বর্গ মিটার এলাকা নিয়ন্ত্রণ করে। শত্রæ এখনও ২.৬৪ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করে’। সূত্র : তাস।

 

 

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা
বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ ব্রিকসে আগ্রহী: পুতিনের সহকারী
জার্মান চ্যান্সেলরের সমালোচনা করা জেলেনস্কির উচিত নয়: ন্যাটো প্রধান
আরও

আরও পড়ুন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু

আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু

রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।

রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা

‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!

‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু

লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার

লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে:   মেজর হাফিজ

দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে:   মেজর হাফিজ

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন

দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন

বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর

বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর

খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব

প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব

কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড

কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড

‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’

‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’

মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ

আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ

প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস

প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান