রাজতন্ত্রবিরোধীদের গ্রেফতার করে সমালোচনার মুখে লন্ডন পুলিশ
০৭ মে ২০২৩, ০৮:২৮ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
লন্ডনে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ থেকে ৫২ জনকে গ্রেফতারের ঘটনায় মহানগর পুলিশের সমালোচনা করেছে কয়েকজন সংসদ সদস্য ও মানবাধিকার সংগঠনগুলো। গ্রেফতারদের মধ্যে রিপাবলিক গ্রুপের প্রধান গ্রাহাম স্মিথও ছিলেন, যারা দেশটিতে রাজতন্ত্র বাতিল এবং রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে চান। ১৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর শনিবার সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর গ্রাহাম স্মিথ বলেন, ‘যুক্তরাজ্যে আর শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার বজায় নেই।’ এ বিষয়ে মহানগর পুলিশের কর্মকর্তা কারেন ফিন্ডলে বলেন, ‘প্রতিবাদ যখন অপরাধ ও গুরুতর ব্যাঘাত ঘটানোর আশঙ্কা তৈরি করে তখন তাদের হস্তক্ষেপ করা কর্তব্য ছিল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল, যা আমাদের মূল্যায়নে প্রধান বিবেচ্য ছিল।’ গতকাল শনিবার মধ্য লন্ডনে বৃষ্টির মধ্যে শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন, যারা রাজতন্ত্রবিরোধী বিভিন্ন সেøাগান দিচ্ছিলেন। এছাড়া কার্ডিফ, গ্লাসগো ও এডিনবার্গেও বিক্ষোভ করেছে মানুষ। তবে লন্ডনের বাইরে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে হাঙ্গামা, আইনশৃঙ্খলা ভঙ্গ, শান্তি বিনষ্ট এবং রাজ্যাভিষেক অনুষ্ঠানের চারপাশে জনসাধারণের মাধ্যমে উপদ্রব সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে। যদিও বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন, তাদের বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে পুলিশের দাবি, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে—‘বিক্ষোভকারী দলগুলো রাজ্যাভিষেক অনুষ্ঠান ব্যাহত করার জন্য সংকল্পবদ্ধ ছিল’। বেশ কয়েকজন লেবার দলীয় সংসদ সদস্য পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন। জ্যেষ্ঠ রাজনীতিক স্যার ক্রিস ব্রায়ান্ট টুইটারে লেখেন, বাক স্বাধীনতা এক ধরনের রূপার তারের মতো যা একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্রের মধ্য দিয়ে চলে। ছায়া মন্ত্রী জেস ফিলিপসও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমাদের জাতি ও রাজা এতটা ভঙ্গুর নয় যে ভিন্নমতের অহিংস প্রতিবাদ গ্রহণ করতে সক্ষম হবে না। লেবার এমপি রিচার্ড বার্গন বলেন, তিনি বিক্ষোভকারীদের গ্রেফতারের কারণে গভীরভাবে উদ্বিগ্ন। সংসদ সদস্য জারাহ সুলতানা বলেন, ‘আপনি রাজতন্ত্র নিয়ে যা-ই ভাবুন না কেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা গণতন্ত্রের মৌলিক অধিকার।’ বিক্ষোভকারীদের গ্রেফতারে পুলিশের সমালোচনা করে যুক্তরাজ্যের হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক ইয়াসমিন আহমেদ বলেন, ‘এমন কিছু আপনি মস্কোতে আশা করতে পারেন, লন্ডনে নয়।’ গ্রাহাম স্মিথ নিশ্চিত করেন, তিনি শনিবার সন্ধ্যায় মুক্তি পেলেও রিপাবলিকের অন্য সদস্যরা এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমি শুনেছি রাজা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আছেন। অথচ এখন তার নামে আমাদের স্বাধীনতার ওপর হামলা করা হচ্ছে।’ রাজতন্ত্রবিরোধী শত শত প্ল্যাকার্ডও পুলিশ জব্দ করেছে বলেও অভিযোগ করেছে রিপাবলিক গ্রুপ। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে আগামীকাল ২৪ ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু: যাত্রীদের মাঝে ব্যপক সাড়া
বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পায় ত্রিপুরা, জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
লক্ষ্মীপুরে দুই নারীকে পিটুনি, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের