ইউক্রেনকে আরো সাঁজোয়া যান দিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ জুন ২০২৩, ১১:১৮ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ১১:১৮ পিএম
ডোনেৎস্কে অস্ত্রের বড় মজুত খুঁজে পেয়েছে রুশ সেনা
আক্রান্ত হলেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বেলারুশ : লুকাশেঙ্কো
ইউক্রেনের জন্য ৩২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ করেছে যুক্তরাষ্ট্র। এতে ২৫টি সাঁজোয়া যান রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন। বিবৃতিতে বলা হয়েছে যে, নতুন প্যাকেজে ১৫টি ব্র্যাডলি পদাতিক যুদ্ধ যান এবং ১০টি স্ট্রাইকার আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছিলেন যে, ওয়াশিংটন কিয়েভকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্র সরবরাহ করবে। নতুন সহায়তা প্যাকেজে থাকবে, স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট সিস্টেম; জ্যাভলিন এন্টি আর্মার সিস্টেম; টিউব-লঞ্চড, অপটিক্যালি-ট্র্যাকড, ওয়্যার-গাইডেড (টিওডবিøউ) মিসাইল; এটি-৪ অ্যান্টি আর্মার সিস্টেম; ব্র্যাডলি পদাতিক যুদ্ধ যান এবং স্ট্রাইকার আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার; ১৫৫ মিমি এবং ১০৫ মিমি আর্টিলারি রাউন্ড; ২২ মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ এবং গ্রেনেড; হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস) এর জন্য অতিরিক্ত গোলাবারুদ; বাধা সাফ করার জন্য ধ্বংসকারী অস্ত্র; কৌশলগত নিরাপদ যোগাযোগ সমর্থন সরঞ্জাম পাশাপাশি খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য ক্ষেত্রের সরঞ্জাম।
ডোনেৎস্কে অস্ত্রের বড় মজুত খুঁজে পেয়েছে রুশ সেনা : ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভ‚খÐে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর রেখে যাওয়া অস্ত্র ও গোলাবারুদের একটি বড় ভাÐার খুঁজে পেয়েছে রাশিয়ান ন্যাশনাল গার্ডের সার্ভিসম্যানরা। রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রেস সার্ভিস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
‘রাশিয়ান ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিট ৭০টিরও বেশি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র, চারটি এমএলআরএস রকেট, তিনটি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল লঞ্চার, ২০০টি শেল এবং মাইন, ৭০টিরও বেশি হ্যান্ড গ্রেনেড খুঁজে করেছে,’ প্রেস সার্ভিস বিবৃতিতে বলেছে। এছাড়াও, রাশিয়ান ন্যাশনাল গার্ড সদস্যরা তিনটি হাতে ধরা অ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং সেগুলোর জন্য ২৩০ রাউন্ড গোলা, একটি ফ্লেমথ্রোয়ার, বেশ কয়েকটি বন্দুক, বিস্ফোরক এবং বিভিন্ন বক্সে বিভিন্ন ক্যালিবারের ২৩ হাজারেরও বেশি কার্তুজ খুঁজে পেয়েছে।
আক্রান্ত হলেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বেলারুশ : আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে। তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।’
কয়েক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছিলেন, অস্ত্রগুলো ৭-৮ জুলাইয়ের মধ্যে মোতায়েন করা হবে। বার্তা সংস্থা বেল্টা লুকাশেঙ্কোকে উদ্ধৃত করে জানায়, ‘সব প্রস্তুত আছে। আমি মনে করি, আমরা যা চেয়েছি, তা কয়েক দিনের মধ্যে পাব; বরং একটু বেশি।’ লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, ‘সম্ভাব্য আক্রমণকারীকে জবাব দিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করব না।’ আমাদের কেন এগুলো দরকার- এমন প্রশ্ন রেখে তিনি নিজেই জবাব দেন। বলেন, ‘কোনো বিদেশি সেনা যাতে বেলারুশের মাটিতে আবারও পা রাখার সাহস করতে না পারে, সে জন্যই এই পদক্ষেপ।’
লুকাশেঙ্কো বলেন, ‘আমাকে অস্ত্রগুলো যাতে ব্যবহার করার সিদ্ধান্ত নিতে হয়, সৃষ্টিকর্তা এমনটা না করুন। তবে আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালালে কোনো দ্বিধা থাকবে না।’ সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম মস্কো পারমাণবিক ওয়ারহেড দেশের বাইরে স্থানান্তর করল। রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে গত মার্চে ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন। এর পরপরই তিনি বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। লুকাশেঙ্কো বলেন, ‘মিনস্ক দূরপাল্লার কৌশলগত অস্ত্র রাখার স্থাপনা নির্মাণের কাজও করে যাচ্ছে। তবে এটার এখনই প্রয়োজন নেই। কারণ, রাশিয়া এখনো এ ধরনের অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু বলেনি।’ সূত্র : আল-জাজিরা, তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক