গ্রিসের নৌকা বিপর্যয়ে নিখোঁজ ৫০০ ভয়াবহ হয়ে উঠেছে মানব পাচারকারীরা
১৭ জুন ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ১২:০২ এএম
গ্রিসের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন পাকিস্তানের একজন অভিবাসী শেহরিয়ার সুলতান। তার বাবা অভিযোগ করেছেন যে, পাচারকারীরা লিবিয়া থেকে ইউরোপে বিপজ্জনক সমুদ্রযাত্রা শুরু করার জন্য তাকে ‘মগজ ধোলাই’ করেছিল।
শহিদ মেহমুদের ছেলের ভাগ্য বর্তমানে অজানা, তবে মান্দ্রায় তার পরিবার তার জন্য চিন্তিত, কারণ যে ব্যক্তির সাথে তিনি ভ্রমণ করেছিলেন তার লাশ পাওয়া গেছে। পাচারকারীদের পাল্লায় পরে শেহরিয়ারের পরিবারের মতোই এমন একই অবস্থা হয়েছে আরও অসংখ্য পরিবারের। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে যে. ডুবে যাওয়া মাছ ধরার নৌকায় থাকা ৫০০ জন লোক এখনও নিখোঁজ রয়েছে। এখন অবধি ৭৯ জনের লাশ ও ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স জানিয়েছেন, এই ‘ভয়ঙ্কর ঘটনায়’ নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে।
ডযচে ভেলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ২০ থেকে ৪০ লাখ টাকা খরচ করে এমন দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের পথ বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। এ যাত্রায় পাঁচ মহাদেশজুড়ে রয়েছে মানবপাচাকারীদের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে দক্ষিণ এশিয়ার নানা দেশের নাগরিকদের পাশাপাশি যেসব দেশে অভিবাসীদের রাখা হয়, সেখানকার স্থানীয়দের অনেকেও জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে ভুয়া পাসপোর্টে ব্রাজিল যাওয়ার সময় এপ্রিলে নেদারল্যান্ডসে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন দুই বাংলাদেশি। এর আগে আরো কয়েকজনের আশ্রয় আবেদন বাতিল করে গাম্বিয়ায় ফেরত পাঠিয়েছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ। পশ্চিম আফ্রিকার আরেক দেশ ঘানা থেকেও ইনফোমাইগ্রেন্টসের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক বাংলাদেশি অভিবাসী।
জানা গেছে, প্রায় ৭৫০ জন অভিবাসন প্রত্যাশীকে বহনকারী মাছ ধরার নৌকাটি বুধবার দুপুর রাত ১টার পর গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ৭৮ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়। লরেন্স বলেছেন, ভয়াবহ প্রাণহানির এ ঘটনা মানবপাচারকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয় জোরদার করেছে। পাশাপাশি এটাও পরিষ্কার করেছে যে সাগরে অনুসন্ধান ও উদ্ধার ‘আইনি ও মানবিকভাবে অপরিহার্য’। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে দেয়া এক যৌথ ঘোষণায় শরণার্থী সংস্থাটি বলেছে, প্রাণহানি এড়াতে যেকোনো অনুসন্ধান ও উদ্ধারের পদক্ষেপ পরিচালনা করা দরকার।
প্রকাশিত ধারাবাহিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের কোস্টগার্ডের বাঁধা একটি রশির কারণে বুধবার দুপুর রাত ২টার পর নৌকাটি ডুবে যায়। এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া ১০৪ জন জীবিতের মধ্যে দুইজন বর্ণনা করেছেন কীভাবে অতিরিক্ত যাত্রী ভরা নৌকাটি এদিক ওদিক দুলছিল। গ্রিসের কোস্টগার্ড প্রথমে জানিয়েছিল, তারা নৌকাটির সঙ্গে ‘নিরাপদ দূরত্ব’ বজায় রেখেছিল। কিন্তু গ্রিসের সংবাদপত্র কাথিমেরিনি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকায় দড়ি বেঁধেছিল যেন তাদের ক্রুরা এর ওপর নজর রাখতে পারে, কিন্তু নৌকায় যারা ছিল তারা তখন ইতালির দিকে যাত্রা অব্যাহত রাখার বিষয়ে একতাবদ্ধ হয়ে ওঠে।
কিন্তু এই দুর্ঘটনার কথা সামনের আসার পর থেকে এর সময়ক্রম ও ভাষ্যকে চ্যালেঞ্জ করা হয়েছে। কোস্টগার্ড জোর দিয়ে বলছে, ওই নৌকার ক্রুদের সঙ্গে তাদের যোগাযোগের প্রথম মুহ‚র্ত থেকেই সাহায্যের জন্য কোনো অনুরোধ করা হয়নি বরং তাদের বারবার সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। সাগরে অভিবাসন প্রত্যাশীদের সহযোগিতা কর্রা কাজে নিয়োজিত সংস্থা ‘অ্যালার্ম ফোন’ মঙ্গলবার বিকালে গ্রিসের কোস্টগার্ড ও অন্যদের সতর্ক করে একটি ইমেইল পাঠিয়ে বলেছিল, প্রায় ৭৫০ জনের মতো আরোহী আছে এমনটি একটি নৌকা জরুরি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। জীবিতদের দুটি ভাষ্যে এমন ধারণা পাওয়া গেছে, তাদের মাছ ধরার নৌকাটিতে একটি দড়ি বাঁধার কারণে সম্ভবত সেটি ডুবে গেছে। সূত্র : বিবিসি, ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতীয় উৎসবে অংশ নেবে ছয় ইরানি চলচ্চিত্র
বাগেরহাটে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, ৮ বাড়ীতে আগ্নিসংযোগ, আহত ২০
হাসিনার পরিবারকে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী