পশ্চিম তীরে ‘অবৈধ বসতি’ বন্ধের আহ্বান জাতিসংঘের
২০ জুন ২০২৩, ০৮:৪২ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ১২:০১ এএম
ফিলিস্তিনের পশ্চিম তীরে এক সংঘর্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০০ জন। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিজিটিএন। সোমবার ইসরাইলি নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরের জেনিনে অভিযান চালালে ফিলিস্তিনি বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একই সংঘর্ষে সাতজন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল কর্তৃপক্ষ। এদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে ‘বসতি স্থাপনের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ’ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে ইসরাইলের বসতি নির্মাণ এগিয়ে নেওয়ার এই পরিকল্পনাকে ‘উত্তেজনা ও সহিংসতা’ সৃষ্টির কারণ এবং একইসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবেও উল্লেখ করেছেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী অভিযান চালালে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও ৯০ জনেরও বেশি আহত হয়েছেন। আর এরপরই জাতিসংঘের প্রধানের এই মন্তব্য সামনে এলো। সোমবারের এই সংঘর্ষের সময় ইসরাইল হেলিকপ্টার গানশিপ পাঠায় এবং সেটি দিয়ে জেনিন ক্যাম্পের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট নিক্ষেপ করা হয়। গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম এই ধরনের ঘটনা ঘটল। এছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা ছোট অস্ত্র এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লড়াই অব্যাহত রাখে। তাদের প্রতিরোধে বেশ কয়েকটি ইসরাইলি সামরিক যান নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ইহুদি ভূখ-টির সৈন্যরা ভেতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১০ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে আটজন ইসরাইলি সেনাও আহত হয়েছে। পরে সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে এই ধরনের অবৈধ বসতি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।’ ফারহান হক বলেন, ‘এই অবৈধ বসতিগুলোর সম্প্রসারণ ভূখ-টিতে উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি করছে এবং মানবিক সংকটকে আরও গভীর করছে।’ খবরে বলা হয়, দখলকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণে ইসরাইলি পরিকল্পনা চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্রের কপালে। ওয়াশিংটন বলছে, এ ঘটনায় তারা ভীষণ উদ্বিগ্ন। শান্তি স্থাপনে আলোচনার তাগিদ দিয়েছে জো বাইডেন প্রশাসন। পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চার হাজার ৫৬০টি হাউজিং ইউনিট অনুমোদনের পরিকল্পনাগুলো আছে ইসরাইলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায়। আগামী সপ্তাহে তা তুলে ধরা হবে। যদিও এখন কেবল ১ হাজার ৩৩২টি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। বাকিগুলো প্রাথমিক ছাড়পত্রের অপেক্ষায়। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘আমরা এই ভূখ-ে (পশ্চিম তীর) ইসরাইলি দখলের বন্দোবস্তের বিকাশ এবং শক্তিশালীকরণ অব্যাহত রাখব।’ বিশ্বের বেশিরভাগ দেশ ১৯৬৭ সালে দখল করা জমিতে ইসরাইলের বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। আর এই বিষয়টাই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কারণ। ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায নিয়ে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনাকে ওয়াশিংটন শান্তির পথে বাধা হিসেবে দেখে। আল-জাজিরা, দ্য গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে
হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে, আলজাজিরার প্রতিবেদন কি বলছে
সচিবালয়ে সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
কানু দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দ্রুত গ্রেপ্তারের দাবি
বাংলাদেশ থেকে নথি না আসাতেই জামিন পিকে হালদারের?
সময় টিভির সাংবাদিক বরখাস্ত: এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত
আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলো স্থানীয়রা
গাজীপুরে ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার
সচিবালয়ের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ফায়ার সার্ভিস
ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গে বৈষম্য করা হয়েছে: নীলফামারীতে উপদেষ্টা আসিফ
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার ফাইটার সোহানুর
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট