কর্মসংস্থান সন্ধানে তরুণ-তরুণীরা
২১ জুন ২০২৩, ০৮:২৪ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বিশ্ব অর্থনীতি এখন অনেকটাই অস্থিতিশীল। পাশাপাশি কর্মসংস্থান সংকটও বিরূপ প্রভাব ফেলছে। এদিক থেকে কঠিন পরিস্থিতিতে চীনের তরুণরা। বিশ্ববিদ্যালয়জীবন শেষে কর্মজীবনে প্রবেশের ইচ্ছা থাকলেও দেশটিতে বেকারত্বের হার চরম পর্যায়ে। খবর এফএমটি। কোভিড-১৯ মহামারীর কঠোর বিধিনিষেধ কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে চীন সরকার। ঠিক সে সময় বিশ্লেষকরা নতুন সতর্কবার্তা দিয়েছেন। চলতি গ্রীষ্মে বেকারত্বের হার আরো বাড়তে পারে। ভালো বেতনের চাকরি বর্তমানে তেমন একটা নেই। যে কারণে অনেক তরুণ বিশ্ববিদ্যালয়ে থেকে যাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। অন্যরা সরকারি পর্যায়ে খ- বা স্বল্পকালীন চাকরিতে যোগদানের চেষ্টা চালাচ্ছে। কেননা বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ একেবারে নেই বললেই চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সম্প্রতি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন চীনা শিক্ষার্থী স্যাম্পসন লি। চাকরির সন্ধানে বেশ সময় ব্যয় করার পর ডক্টরেট ডিগ্রির জন্য আবেদন করেন। ২৪ বছর বয়সী এ তরুণ জানান, তিনি চীনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত শেনঝেনে একটি বড় প্রযুক্তি কোম্পানিতে তিন দফায় সাক্ষাৎকার দিয়ে পাসও করেছেন। কিন্তু এরপর নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়। লি বলেন, ‘অন্য তিনটি কোম্পানি প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় কম বেতনে কাজ করার কথা জানিয়েছে। কিন্তু এত কম বেতনে শহরে অবস্থান করা সম্ভব না।’ সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো মে মাসে বেকারত্বের হার নিয়ে তথ্য প্রকাশ করেছে। তথ্যানুয়ায়ী ১৬-২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার ২০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। এপ্রিলে এ হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ। ম্যাককুয়ারি গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ল্যারি হু সতর্ক বার্তায় জানান, আগামী জুলাইয়ে বেকারত্বের হার আরো বাড়তে পারে। কেননা সে সময় আরো ১ কোটি ১৬ লাখ গ্র্যাজুয়েট চাকরির সন্ধানে বাজারে আসবেন। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গ্রাহক চাহিদা কম থাকায় কোম্পানিগুলো বেশি কর্মী নিয়োগ দিতে চাচ্ছে না। অন্যদিকে শ্রমবাজার দুর্বল থাকায় ভোক্তারাও ব্যয়ে অনাগ্রহী। এ কারণে বর্তমান পরিস্থিতি দোদুল্যমান।’ এপ্রিলে কাউন্সিল সম্মেলনে চীনের প্রিমিয়ার লি কিয়াং তরুণদের জন্য স্থিতিশীল কর্মসংস্থান পরিবেশ তৈরির অঙ্গীকার করেছিলেন। তিনি বলেন, ‘উৎপাদন থেকে শুরু করে বিদেশী বাণিজ্যিক কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পরিবর্তন আনতে হবে এবং বাজারের চাহিদা অনুযায়ী ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’ চীনের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার থেকে যে উদ্দীপনামূলক উদ্যোগ নেয়া হয়েছিল সেগুলোও ব্যর্থ হয়েছে। এর মধ্যে চাকরির বাজার চাঙ্গা করার বিষয়ও রয়েছে। একটা পর্যায়ে চীনের প্রাইভেট খাত সবচেয়ে বেশি অগ্রসর ছিল। কিন্তু দেশটির আবাসন খাতের কোম্পানি, প্রযুক্তি জায়ান্ট ও প্রাইভেট টিউটরিং ফার্মের ওপর সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ ও নজরদারি প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে। লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চাথাম হাউজের চীনা সিনিয়র গবেষক ইউ জি বলেন, ‘বেইজিং রাষ্ট্রীয় অর্থনীতি পরিচালনা করলেও শহরের ৮০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ প্রাইভেট কোম্পানিই দেয়। যেসব তরুণ কম বেতনে বেশি সময় কাজ করতে চায় তাদের জন্য এ খাতগুলো টিকে আছে।’ এএফএমটি, এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ