উ. কোরিয়ায় রুশ প্রতিরক্ষামন্ত্রী আছেন চীনা প্রতিনিধি দলও
২৬ জুলাই ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ২৭ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তার সঙ্গে একটি রুশ প্রতিনিধি দলও পূর্ব এশিয়ার এই দেশটিতে পৌঁছেছে, যার নেতৃত্বে রয়েছেন শোইগু নিজেই। অন্যদিকে চীনের একটি প্রতিনিধিদলও পিয়ংইয়ংয়ে গেছে। তারা উত্তর কোরিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৩ সালে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ বন্ধের ৭০তম বার্ষিকীতে যোগ দিতে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে রাশিয়ার একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পৌঁছেছে। সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রুশ এই প্রতিনিধি দলটি মঙ্গলবার সন্ধ্যায় পিয়ংইয়ংয়ে পৌঁছায়। তারা সেখানে চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। চীনা কমিউনিস্ট পার্টির এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পলিটব্যুরো সদস্য লি হংঝং। রুশ ও চীনা এই দু’টি প্রতিনিধি দল বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে ‘বিজয় দিবসের’ ৭০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবে। করোনাভাইরাস মহামারির কারণে নিজেদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল উত্তর কোরিয়া। সেসময় নিজের নাগরিকদেরও দেশে ঢুকতে দিচ্ছিল না বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এই দেশটি। তবে করোনা পরবর্তী সময়ে এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। সংবাদমাধ্যম বলছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে রুশ প্রতিনিধি দলের সদস্যরা দেশটিতে মঙ্গলবার পৌঁছে গেছেন। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সেখানে পৌঁছেছে। শোইগুকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সামরিক কর্তারা। শোইগু বলেছেন, তার এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। রাশিয়া ও চীনের এসব প্রতিনিধি প্যারেডে উপস্থিত থাকবেন। উত্তর কোরিয়াও এবার বিশাল প্যারেডের আয়োজন করছে বলে সূত্র জানিয়েছে। দেশটির সরকারি মিডিয়া জানিয়েছে, বিজয় দিবসের প্যারেড হবে ঐতিহাসিক। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে যে ইঙ্গিত মিলছে তাতে বোঝা যাচ্ছে, উত্তর কোরিয়া বড় আকারের সামরিক কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শোইগুর এই সফর ‘রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার টেলিগ্রাম চ্যানেলে একটি ছোট ভিডিও পোস্ট করেছে। এতে বিমানবন্দরের টারমাকে লাল গালিচার ওপর উত্তর কোরিয়ার এক সামরিক কর্মকর্তা শোইগুকে অভ্যর্থনা জানাচ্ছেন বলে দেখা যাচ্ছে। সেখানে একটি লাল ব্যানারে লেখা ছিল, ‘স্বাগত, রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রী কমরেড সের্গেই শোইগু!’ সাম্প্রতিক সময়ে কুরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা বেশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠানোর পর উত্তর কোরিয়া গত সপ্তাহ থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ২০২২ সালের শুরু থেকে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি