আকাশপথ বন্ধ করেছে নাইজার
০৭ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
পশ্চিম আফ্রিকার প্রতিবেশী দেশগুলোর সামরিক হস্তক্ষেপের হুমকির কথা উল্লেখ করে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে নাইজারের অভ্যুত্থানের নেতারা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর দেখাচ্ছে, নাইজারের আকাশে এখন কোনো আকাশযান নেই। এর আগে নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রোববার ২৩:০০ জিএমটির মধ্যে পুনর্বহাল করা না হলে শক্তি প্রয়োগ করা হতে পারে বলে সতর্ক করেছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইসিওডব্লিউএএস। বিবিসি জানিয়েছে, নাইজারের সশস্ত্র বাহিনী দেশকে রক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জান্তার এক মুখপাত্র। ২৬ জুলাই প্রেসিডেন্ট বাজোমকে রাজধানী নিয়ামের প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট গার্ড ইউনিট। সামরিক বাহিনীও অভ্যুত্থানে সমর্থন জানায়। পরে প্রেসিডেন্ট গার্ডের প্রধান জেনারেল আবদুর রাহমানে চিয়ানি (৫৯) নিজেকে দেশটির নেতা বলে ঘোষণা দেন। নাইজারে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা করেছে দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও জাতিসংঘও এই অভ্যুত্থানের নিন্দা করেছে। রোববার নাইজারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পঠিত এক বিবৃতিতে জান্তার এক প্রতিনিধি জানান, ‘বিদেশি একটি শক্তি’ নাইজারে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়েছেন তারা। নাইজারের প্রতিবেশী দেশ নাইজেরিয়ায় টানা তিন দিনব্যাপী এক বৈঠক শেষে ইসিওডব্লিউএএস জোটের সামরিক প্রধানরা শুক্রবার জানিয়েছিলেন, নাইজারের নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতায় পুনর্বহাল করার জন্য সম্ভাব্য শক্তি প্রয়োগের বিস্তারিত একটি পরিকল্পনা প্রস্তুত করেছেন তারা। তখন ইসিওডব্লিউএএসের শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক বিষয়ক কমিশনার আব্দেল ফাতাউ মুসা জানান, প্রস্তুত করা সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা অনুযায়ী কখন এবং কোথায় আঘাত হানতে হবে সে সিদ্ধান্ত ব্লকভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা নেবেন আর তা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের কাছে প্রকাশ করা হবে না। নাইজেরিয়ার রাজধানী আবুজায় ওই বৈঠকের পর মুসা বলেন, “চূড়ান্ত কোনো হস্তক্ষেপের ঘটনা ঘটলে তাতে যেসব বিষয় থাকবে তা এ বৈঠকে ঠিক করা হয়েছে। এগুলোর মধ্যে আছে কী কী উপাদান লাগবে এবং আমরা কখন ও কীভাবে বাহিনী মোতায়েন করবো তা।” তিনি আরও জানান, তারা চান কূটনীতি কাজ করুক আর এই বার্তা নাইজারের জান্তার কাছে পরিষ্কারভাবে পৌঁছাক যে তারা যা করছে তা পাল্টাতে ইসিওডব্লিউএএস তাদের সব ধরনের সুযোগ দিচ্ছে। ৩০ জুলাই ইসিওডব্লিউএএস জোটের নেতারা এক সপ্তাহের একটি সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন, পরবর্তী রোববার (৬ জুন) স্থানীয় সময় মধ্যরাতের মধ্যে নাইজারের জেনারেলরা ক্ষমতা না ছাড়লে শক্তি প্রয়োগ করা হতে পারে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
‘নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন’
‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’