বিশ্ব অর্থনীতিতে টাইম বোমা চীন : বাইডেন
১৫ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
বেকারত্বের উচ্চ হার ও বয়স্ক কর্মশক্তির চ্যালেঞ্জ নিয়ে সংগ্রাম করা চীন বিশ্ব অর্থনীতিতে ‘টাইম বোমা’ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে চীনকে অন্যান্য জাতির জন্য সম্ভাব্য হুমকি হিসেবেও দেখছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উটাহ-এর পার্ক সিটিতে বৃহস্পতিবার তহবিল সংগ্রহ করা একটি দলকে বাইডেন বলেন, “খারাপ লোকেদের সমস্যা হলে তারা খারাপ কাজই করে।” যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের মধ্যে সর্বশেষ এই সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে বাইডেন প্রশাসন। চলতি গ্রীষ্মের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসেবে অ্যাখ্যা দেন। তিনি জানান, গোয়েন্দা বেলুনের ব্যাপারে শি জিনপিংকে কমিউনিস্ট কর্মকর্তারা আঁধারে রেখেছে। গত জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন উড়তে দেখা যায়, যেটি পরে গুলি করে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় সমালোচনার পর বাইডেন জানান, ‘চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌক্তিক সম্পর্ক’ আদৌ আছে কিনা, সেটি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। তবে বক্তব্যে ইঙ্গিত দেন যে, বেইজিংকে তিনি আমেরিকার সবথেকে বড় অর্থনৈতিক প্রতিযোগী হিসেবেই দেখছেন। বাইডেন বলেন, “আমি চীনকে কষ্ট দিতে চাই না, কিন্তু ঘটনাগুলো আমি দেখছি।” এদিকে, ভারতের সঙ্গে মার্কিন কংগ্রেসের সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে কংগ্রেসম্যান শ্রী থানেদার চীনকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীনের পক্ষ থেকে অনেক হুমকি রয়েছে। সেই ক্ষেত্রে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত। মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে তিনি বলেছেন, কংগ্রেসের সদস্যরা সত্যিই তার বক্তৃতা পছন্দ করেছেন। তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আাগ্রহী হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র চীনের দিক থেকে অনেক হুমকি দেখতে পাচ্ছে। ভারতে সফররত মার্কিন আইনপ্রণেতাদের দলে রয়েছেন শ্রী থানেদার। দলটি ভারতের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এএনআইকে থানেদার বলেন, “আমরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের হুমকি দেখছি। বর্তমানে বিশ্বজুড়ে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক বেশি অস্থিতিশীলতা রয়েছে। যে কারণে ভারতের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ।” নিউ ইয়র্ক টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা