হিমাচলে ভূমিধস ও বন্যায় নিহত ৫০
১৫ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
ভারতের হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। দুই দিনে ভূমিধস, আকস্মিক বন্যা ও বাড়ি ভেঙে পড়ে ৫০ জন মারা গেছেন। সিমলায় ধসের পর একটি মন্দির ভেঙে অন্ততপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। সিমলায় দুটি জায়গায় ধস নেমেছে। সব মিলিয়ে অন্তত ১৫ জন মারা গেছেন। মান্ডিতে আকস্মিক বন্যায় মারা গেছেন ১১ জন। সোলানেও ক্লাউড বার্স্ট বা মেঘ-ভাঙা বৃষ্টির পর আকস্মিক বন্যা হয়। সেখানেও সাতজন মারা গেছেন। মান্ডি জেলার সম্ভলে হড়কা বানে মারা গেছেন অন্তত ১০ জন। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। সিমলা-কালকা রেলপথের কিছু অংশ ভেসে গেছে। এই রেলপথকে ওয়ার্ল্ড হেজিটেজের মর্যাদা দিয়েছে জাতিসংঘ। পাহাড়ি নদীগুলোর পানি অনেকটাই বেড়ে গেছে। বিপাশা নদী বিপৎসীমার কাছে পৌঁছে গেছে। প্রচুর সেতু ভেসে গেছে। বিভিন্ন জায়গায় ধস নামছে। ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। ভারতের দুই পাহাড়ি রাজ্য হিমাচল ও উত্তরাখ-ে মোট ৭০০ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু রাস্তা সংস্কারের কাজ চলছে। কিছু রাস্তায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সংস্কার করাও সম্ভব হচ্ছে না। কালকা-সিমলা রোডও নানান জায়গায় ধস নেমেছে। ফলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, হঠাৎ কীভাবে প্রবল গতিতে পানি নেমে সবকিছু ভাসিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর পরামর্শ, সবাই যেন বাড়িতে থাকেন। নদীর কাছে না যান। সরকার সবার কাছে ত্রাণ পাঠানোর চেষ্টা করছে। সিমলায় সামার হিল এলাকায় একটি শিবমন্দিরের একাংশ ভেঙে পড়েছে। তার ফলে নয়জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। আবহাওয়া অফিস জানায়, সিমলা, সোলান, মান্ডিসহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। উত্তরাখ-েও প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানেও ধস নেমেছে। নদীর পানি বেড়েছে এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি: দোয়া চাইলেন তারেক রহমান
মাঘের শুরুতে আবার আসছে শৈত্যপ্রবাহ
আজহারীর মাহফিলের আগের রাতেই মাঠ কানায় কানায় পূর্ণ
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে করাচিতে
পুলিশ পরিচয়ে ছিনতাইকালে বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
ফ্যাসিস্টের দোসর সোহানা সাবা পেল ভারতে বড় দায়িত্ব
সংস্কারের কিছু প্রস্তাবে অসন্তোষ বিএনপির
মাগুরার শ্রীপুরে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী?
টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজারসহ ৬ জন গ্রেফতার
টিউলিপের পতন, এক রাজনৈতিক অধ্যায়ের অবসান
অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন
সিরিয়ায় আটক নাগরিকদের দেশে বিচার করতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রান্স
বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন : ঢাকা বিভাগীয় কমিশনার
আখাউড়া কালন্দি খালে বইবে জলধারা
টঙ্গীতে ছাত্রদল নেতাসহ গ্রেফতার ১৩
৩৩ জিম্মির বিনিময়ে ১ হাজার ৯৭৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল
আল-শারা ও শেখ মোহাম্মদের ঐতিহাসিক টেলি-আলোচনা