স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জাপানকে জানানো হয়েছে
২২ আগস্ট ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
উত্তর কোরিয়া শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে। মঙ্গলবার জাপান সরকার এ কথা বলেছে। স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবার এ উদ্যোগ নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত এ উৎক্ষেপণের কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কিশিদা এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সাথে কাজ করতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন। জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে। এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পর পরই সমুদ্রে ডুবে যায়। উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবেলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে। এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে। অপর এক খবরে বলা হয়, বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে ‘দায়িত্বশীল’ প্রতিক্রিয়া না দেখানোয় উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের তিরস্কার করেছেন দেশটির নেতা কিম জং উন। এই কর্মকর্তারা জাতীয় অর্থনীতির ‘ক্ষতি’ করেছে বলে মন্তব্য করেছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, সম্প্রতি সাগরের পানির তোড়ে একটি বাঁধ ধ্বংস হয়ে যায়, এতে ২৭০ হেক্টরেরও বেশি ধান খেতসহ ৫৬০ হেক্টর জমি ডুবে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় লবণাক্ত পানিতে জমির ফসল নষ্ট হয়। সোমবার কিম দেশের পশ্চিম উপকূলের ডুবে যাওয়া ওই জমি পরিদর্শন করেছেন। এরপর কর্তব্য পালনে অবহেলা ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের জন্য কর্মকর্তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী কিম টুক হনকে একহাত নেন। টুক হন ক্ষতিগ্রস্ত জমিগুলো একবার কি দুইবার ‘একজন দর্শকের মতো মনোভাব’ নিয়ে পরিদর্শন করেছেন বলে অভিযোগ করেন তিনি। কেসিএনএ বলেছে, “তিনি বলেন (কিম), কয়েক বছর ধরে টুক হনের মন্ত্রিসভা খুব গুরুতরভাবে বিশৃঙ্খল হয়ে পড়েছে আর এর ফলস্বরূপ অলসরা তাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে রাষ্ট্রের সব অর্থনৈতিক কর্মকা-কে নষ্ট করে দিচ্ছে।” প্রধানমন্ত্রীর ‘ভুল দৃষ্টিভঙ্গী ও দুর্বল মনোভাবের জন্যই’ কর্মকর্তাদের মধ্যে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা ও শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন কিম। আন্তর্জাতিকভাবে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় খাদ্য সংকট নিয়ে উদ্বেগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যেই বন্যায় দেশটির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে দেশটির নেতা কিম ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষিজমিগুলো পরিদর্শন করে চলেছেন। দক্ষিণ কোরিয়ার ছুংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া স্টাডিজের অধ্যাপক লিম ইউল ছুল বলেছেন, কিমের কঠোর সমালোচনা মন্ত্রিসভায় রদবদল ঘটাতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯৯০ এর দশকে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষ হয়েছিল। দেশটি কয়েক দশক ধরেই খাদ্য সংকটে ভুগছে। কোভিড-১৯ মহামারী চলাকালে সীমান্ত বন্ধ রাখায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে আন্তর্জাতিক রফতানিকারকরা সতর্ক করেছেন। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জিয়ার জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
যে সন্মান অর্জন করেছেন তা এইভাবে নষ্ট কইরেন না
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ