এবারো সাগরে বিধ্বস্ত উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট
২৪ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
দ্বিতীয়বার চেষ্টা করেও মহাকাশে গুপ্তচর স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ভোরে দেশটির রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি গুপ্তচর স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়। কিম প্রশাসন জানায়, রকেট উৎক্ষেপণের প্রথম দুটি স্তর ঠিক ছিল। কিন্তু, তৃতীয় স্তরে পৌঁছে কারিগরি ত্রুটি থাকায় রকেটটি ভেঙে সাগরে পড়ে। বস্তুতঃ এর আগেও একইভাবে তারা একটি রকেট মহাকাশে পাঠাতে চেষ্টা করেছিল। সেই রকেটটিও সমুদ্রে ভেঙে পড়েছিল। রকেট উৎক্ষেপণ সফল না হলেও উত্তর কোরিয়ার এই চেষ্টা নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া এর তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার এই কাজ জাতিসংঘের সিদ্ধান্তবিরোধী। নিঃশর্তে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে। উত্তর কোরিয়া অবশ্য এখনও পর্যন্ত এর কোনো জবাব দেয়নি। তবে, দেশটি জানিয়েছে, আগামী অক্টোবরে ফের স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করবে তারা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়া যে উপগ্রহটি পাঠানোর চেষ্টা করছে, তা যুক্তরাষ্ট্রের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য। উত্তর কোরিয়া অবশ্য এই অভিযোগের কোনো জবাব দেয়নি। বরং, তারা দক্ষিণ কোরিয়াকে জানিয়েই আজ রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছিল। রকেট উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই জাপানে নিরাপত্তার অ্যালার্ম বেজে ওঠে। জাপান জানিয়েছে, রকেটটির ভাঙা অংশ পীত সাগর, পূর্ব চীন সমুদ্র ও প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। মূলত জাপানের খুব কাছেই রকেটের ভাঙা অংশ পড়েছে। উত্তর কোরিয়া জানিয়েছে, কেন দ্বিতীয়বারেও রকেটটি উৎক্ষেপণ সাফল হলো না তা তদন্ত করে দেখা হবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, বাইডেনের প্রশাসন গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এই কাজ কোনোভাবেই সমর্থন করছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রীও বলেছেন, তারা উত্তর কোরিয়ার এই কাজ কোনোভাবেই সমর্থন করেন না। এটি জাতিসংঘের সিদ্ধান্তের বিরোধী কাজ। এদিকে, ঠিক তিন দিন আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সেনা মহড়া শুরু করেছে। এর জবাব দিতেই উত্তর কোরিয়া এ কাজের চেষ্টা করেছে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। আগামী অক্টোবর মাসে উত্তর কোরিয়া আবারও সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করবে বলেও জানিয়েছে দেশটি। বৃহস্পতিবারের এই স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা সম্পর্কে উত্তর কোরিয়া সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ‘রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উড্ডয়ন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় পর্যায়ের উড্ডয়নের সময় জরুরি ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণটি ব্যর্থ হয়ে যায়।’ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে সোহাই স্যাটেলাইট লঞ্চিং স্টেশন থেকে উৎক্ষেপণটি শনাক্ত করে তারা। উৎক্ষেপণের পর রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে ‘আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে’। রয়টার্স, এনএইচকে, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান
এবার যুক্তরাষ্ট্রে থাকা আবদুস সোবহান গোলাপের সম্পদ ক্রোকের নির্দেশ
সিলেটে রিসোর্ট থেকে আপত্তিকর অবস্থায় ১৬ কিশোর-কিশোরী আটক, পরিবার ডেকে বিয়ে দিলো স্থানীয়রা
পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশ-এ
জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান