মিয়ানমারে নির্মম সহিংসতায় বেসামরিক হত্যা, নিন্দা
২৪ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
চীন এবং রাশিয়াকে বাদ দিয়েই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে ‘নির্মম সহিংসতা’ এবং বেসামরিক হত্যার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে সামরিক শাসকদের আক্রমণ বন্ধ করা, ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে মুক্তি দিয়ে মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে। বুধবার নিরাপত্তা পরিষদের ১৫ কাউন্সিল সদস্যদের মধ্যে ১৩ জনের দেয়া একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গত ডিসেম্বরে মিয়ানমারের বিষয়ে প্রথমবারের মতো গৃহীত নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে ‘অপ্রতুল অগ্রগতি’ হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখলকারী সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত চীন এবং রাশিয়া, ভারতের সঙ্গে কাউন্সিলের ভোট দেয়া থেকে ১২-০ বিরত থাকে, যার দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস সম্প্রতি মিয়ানমার সফর করেছেন। সফর শেষে মিয়ানমারের সঙ্কট সমাধানে সহকারী মহাসচিব খালেদ খিয়ারির প্রচেষ্টার বিষয়ে কাউন্সিলকে ব্রিফ করেন। এর পর জাতিসংঘে ব্রিটেনের উপ-রাষ্ট্রদূত জেমস কারিউকি অন্যান্য দেশের কূটনীতিকদের সামনে বিবৃতিটি পাঠ করেন। বিবৃতিটি ২০২২ সালের ডিসেম্বরে কাউন্সিলের প্রস্তাবের দাবিগুলোকে পুনর্ব্যক্ত করে, যা এখনো বাস্তবায়নের প্রয়োজন। এর মধ্যে রয়েছে- ক্ষমতাচ্যুত নেতা সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ‘নির্বিচারে আটক’ সকল বন্দীর অবিলম্বে মুক্তি, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা, মানবাধিকার এবং ‘জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে সম্মান করা’ এবং আইনের শাসন বজায় রাখা। এটি ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নের জন্যও আহ্বান জানিয়েছে। যেটিতে ২০২১ সালের এপ্রিলে সম্মত হয়েছিল মিয়ানমারের শাসকরা। কিন্তু তা বাস্তবায়নে সামান্য অগ্রগতি করেছে। এতে সহিংসতা অবিলম্বে বন্ধ করা, আসিয়ান দূতের মধ্যস্থতায় সকল পক্ষের মধ্যে একটি সংলাপ অন্তর্ভুক্ত রয়েছে। আসিয়ান দূত মিয়ানমার সফর করবেন এবং সব পক্ষের সাথে দেখা করবেন। সেই আলোকে রাষ্ট্রদূতরা মিয়ানমার সফর করেছেন। কিন্তু সু চি’র সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩ জন কাউন্সিল সদস্য বলেছেন, সেনাবাহিনীর কর্মকাণ্ডের কারণে মিয়ানমারে ১৮ মিলিয়নেরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন হয়েছে। তাদের মধ্যে দেড় কোটিরও বেশি মানুষের পর্যাপ্ত খাবারের নিয়মিত সরবরাহ করা হয়নি এবং ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সদস্যরা ২৭ আগস্ট উত্তর রাখাইন রাজ্যে সামরিক দমন অভিযানের পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমানের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মিয়ানমারকে ‘সঙ্কটের মৌলিক কারণগুলোর সমাধান করতে এবং রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়ার’ আহ্বান জানিয়েছে। তারা আরো বলেছে, দেশটির প্রায় সব রোহিঙ্গাই নাগরিকত্ব বঞ্চিত এবং তাদের চলাফেরা সীমিত। কাউন্সিলের সভায় কূটনীতিকরা চলতি মাসে জাতিসঙ্ঘের স্বাধীন তদন্তকারীদের একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করেছেন। রয়টার্স, এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে কলেজ পড়ুয়া ছাত্রীর অবস্থান
এবার যুক্তরাষ্ট্রে থাকা আবদুস সোবহান গোলাপের সম্পদ ক্রোকের নির্দেশ
সিলেটে রিসোর্ট থেকে আপত্তিকর অবস্থায় ১৬ কিশোর-কিশোরী আটক, পরিবার ডেকে বিয়ে দিলো স্থানীয়রা