জি ২০ সম্মেলন উপলক্ষে দিল্লিতে অঘোষিত ‘লকডাউন’
২৯ আগস্ট ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
আসন্ন জি ২০ সম্মেলন উপলক্ষে দিল্লিতে যেন পা ফেলার জায়গা নেই সেপ্টেম্বরে। পাঁচতারা হোক বা সাধারণ– অধিকাংশ হোটেলে ঝুলছে ‘নো রুম’ বোর্ড। দিল্লি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, আইবি, পররাষ্ট্রমন্ত্রণালয় ও বিভিন্ন দূতাবাসগুলিতে, শুরু হয়েছে ‘সিকিউরিটি ড্রিল’। শহরে জড়ো হয়েছে কয়েকশো বুলেটপ্রুফ গাড়ি। সব মিলিয়ে চরম সাজোসাজো চেহারা রাজধানীর। পরিস্থিতি দেখে এ কথা স্পষ্ট, আগামী মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে কোনও সাধারণ মানুষ যদি দিল্লি সফরের কথা ভেবে থাকেন, সেই পরিকল্পনা সময় থাকতে বাতিল করতে হবে। এদিকে, এ সম্মেলনে যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
জানা গিয়েছে, ‘আইটিসি মৌর্য’-তে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ‘তাজ প্যালেস’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ‘স্যাংগ্রিলা’য় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং জার্মান প্রতিনিধি দল, ‘ইম্পেরিয়াল’-এ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয় প্রতিনিধি, ‘হোটেল ললিত’-এ কানাডা ও জাপানি প্রতিনিধিরা থাকবেন। এই সব হোটেলে অতিথিদের খাওয়াদাওয়ার দায়িত্বে থাকবেন প্রায় ২০০০ শেফ ও অ্যাসিস্ট্যান্ট শেফ। পাশাপাশি অন্যান্য ছোট, মাঝারিমানের হোটেল, রেস্টুরেন্টগুলিও বুকিং করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। সম্মেলনের দিনগুলো তাঁদেরও থাকতে হবে দিল্লির বিভিন্ন হোটেলে, কড়া নিরাপত্তার ঘেরাটোপে।
তথ্য বলছে, ৯-১০ সেপ্টেম্বরে জি ২০ সামিটকে কেন্দ্র করে নয়াদিল্লিতে সাড়ে তিন হাজারেরও বেশি রুম বুক করে ফেলেছে কেন্দ্রীয় সরকার। বহু হোটেলে প্রায় ১০ হাজার ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশনাল’ বহাল করা হয়েছে দু’মাস আগে থেকেই। হোটেলে কোনও ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়লে, তক্ষুনি তা দ্রুত সমাধান করতে হবে বলে হোটেল কর্তৃপক্ষকে সরকারি নির্দেশ দেয়া হয়েছে। সঙ্গে নিশ্চিত করা হচ্ছে মাছি গলতে না পারা নিñিদ্র নিরাপত্তা বলয়। সেই সঙ্গেই, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে অতিথিদের বিনোদনের জন্য দেশের নানা প্রান্ত থেকে উড়িয়ে আনা হচ্ছে সাংস্কৃতিক দল এবং সংগীতশিল্পীদের। একইসঙ্গে তৈরি থাকছে মেডিক্যাল টিম, অ্যাম্বুল্যান্স, প্যারামেডিক্স-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের টিম। আমন্ত্রিত অতিথিরা আসার আগে থেকে গোটা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ও প্রয়োজনে বদলও করা হবে রুট।
ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি ফোনকে করেন রুশ প্রেসিডেন্ট। টেলিফোনিক কথোপকথনে তিনি জানান, অনিবার্য কারণবশত ভারতে জি-২০ সম্মেলনে তিনি যোগদান করতে পারবেন না। জবাবে পুতিনকে তার ধারাবাহিক সমর্থনের জন্য ধ্যনবাদ জানান মোদি। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট, টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু
রামু বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত