নদীতে মিলল ২ হাজার টায়ার, অসংখ্য জঞ্জাল
৩০ আগস্ট ২০২৩, ০৮:৩৭ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের একটি নদীতে পরিচ্ছন্নতার কাজ চালানোর সময় ২ হাজার টায়ার খুঁজে পাওয়া গেছে। পরে সেগুলো টেনে তীরে তোলা হয়। এছাড়া আরও অসংখ্য জঞ্জাল ওই নদী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওগমোর নামের ওই নদীটি সাউথ ওয়েলসের প্রধান নদীগুলোর একটি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভাটার সময় ওগমোর নদীতে প্রচুর পরিমাণে আবর্জনা দেখে বিরক্ত হয়েছিলেন আলুন নামে এক ব্যক্তি। ব্রিজেন্ডের এই ব্যক্তি একজন ডগ ওয়াকার হিসেবে কাজ করেন, যার দায়িত্ব হচ্ছে অন্যের কুকুর হাঁটানো। আর তাই এই নদী পরিষ্কার করতে দুটি খনন যন্ত্র ও ১৫০ জন স্বেচ্ছাসেবক-সহ অন্যান্য ব্যবস্থাপনা যোগাড় করতে তিনি চার বছর পার করেছেন। আর এই স্বেচ্ছাসেবকরাই নদী থেকে প্রায় ২ হাজার টায়ারসহ শপিং ট্রলি, পুরানো আসবাবপত্র তুলতে সাহায্য করেন। বিবিসি বলছে, আলুন প্রায়শই ওগমোর-বাই-সি-তে যেতেন এবং ভাটার সময় তিনি নদীর তীরে শপিং ট্রলি ও টায়ারসহ জঞ্জাল দেখতে পেতেন। তিনি বলছেন, ‘এগুলো অপসারণ করা পরিবেশের জন্য খুবই ভালো। নদী থেকে কী বের হচ্ছে এবং কত জঞ্জাল অপসারণ করা হচ্ছে তা দেখাটা দুর্দান্ত।’ তিনি আরও বলেন, ‘সবাই একত্রিত হয়ে একসাথে এটি করবে তা আমার বিশ্বাসের বাইরে ছিল। তারা যতটা করেছেন, তাতে সবাইকে তাদের প্রাপ্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।’ নদী পরিচ্ছন্নতায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে ছিলেন গেরি ক্রস নামের এক ব্যক্তি। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কাদায় ঢেকে থাকা এই ব্যক্তি বলছেন, ‘নদীতে যা ছিল তা দেখাটা খুবই দুঃখজনক। আমি হতবাক, আমাদের অবশ্যই আমাদের গ্রহের আরও ভালো যতœ নিতে হবে।’ গ্লুচেস্টারশায়ার থেকে ফ্রান্সেস্কা গ্রিবল নামে আরেকজন স্বেচ্ছাসেবক বলেছেন: ‘আমি নদী থেকে ক্যান, ললিপপ স্টিক ও টেকওয়ে কার্টন তুলেছি এবং আমাদের বন্ধু নদী থেকে একটি আর্মচেয়ারও তুলেছে।’ কার্ডিফ রিভারস গ্রুপের ডেভিড কিং বলছেন, ‘কেবল একজন ব্যক্তি সেতু থেকে একটি টায়ার নদীতে নিক্ষেপ করছে; বিষয়টি আসলে তেমন নয়। এটি অবশ্যই সংগঠিত কোনও কাজ, লোকেরা ব্যবসা হিসাবে টায়ার সংগ্রহ করে এবং দীর্ঘ সময় ধরে সরাসরি নদীতে রেখে দেয়।’ ফ্লাই টিপিং অ্যাকশন ওয়েলসের নীল হ্যারিসনের মতে, কিছু টায়ার ১০ বছরেরও বেশি সময় ধরে নদীতে ছিল। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো
৫০ হাজারে ঋণ, ৬ লাখ পরিশোধেও মুক্তি মেলেনি শিমুলের
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সুনামগঞ্জে লিসাসের উদ্যোগে আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন
আগামীকাল দুপুর ২ টায় সমাবেশের ঘোষণা দিয়েছে বেক্সিমকোর শ্রমিকরা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় দোয়া মাহফিল