সরকারকে সরাতে নতুন দল সিরিয়ায়
৩০ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করার ওপর জোর দিয়ে দেশটিতে একেটি নতুন বিরোধী দল তৈরি হয়েছে। চরম অর্থনৈতিক সংকটে দেশটির সরকারের বিরুদ্ধে আন্দোলন দিন দিন তীব্রতর হয়ে উঠছে। দেশটির অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছালে প্রাথমিকভাবে সিরিয়ার যুবকদের নেতৃত্বে গত সপ্তাহে অন্দোলন শুরু হয়। বিরোধী গোষ্ঠীটি প্রথমে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া শহরে গঠিত হয়। সেখান থেকেই অন্দোলনের শুরু। পরবর্তীতে এটি সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়ে। দলটি বিভিন্ন সম্প্রদায় ও জাতিসত্তাকে অন্তর্ভুক্ত করে। আন্দোলনের মুখোপাত্র ইউসেফ ওয়ানুস বলেন, এখন পর্যন্ত সিরিয়ার জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা গড়ে তোলার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। আন্দোলনের মূল অংশে সিরিয়ানদের জন্য মর্যাদাপূর্ণ জীবন ও অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে জন্য আবেদন করা হয়। আন্দোলনের সেøাগান : অপমান নয়, অস্ত্র নয়, রক্ত নয়, বিভাজন নয়। আমরা হাজার হাজার তরুণের দল রাজনৈতিক পরিবর্তন চাই। আন্দোলনটি নিরাপত্তা পরিষেবা ও অন্যান্য গ্রুপের সঙ্গে লিঙ্ক তৈরি করছে বলে জানা যায়। ইতোমধ্যে এটি সেনাবাহিনী ও দেশের নিরাপত্তা পরিষেবাগুলোর মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। বিভিন্ন নিরাপত্তা শাখার সদস্যরা যারা অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ তারা তাদের সমর্থন দেওয়ার জন্য আন্দোলনে পৌঁছেছেন। নিরাপত্তা পরিষেবার সদস্যরা আসন্ন অভিযান সম্পর্কে তথ্য সরবরাহ করে যাতে দলটি জানতে পারে কোথায় তাদের লিফলেট সংগ্রহ করা ও ছড়িয়ে দেওয়া নিরাপদ হবে। শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ২০১১ সালের রক্তপাত এড়াতে চান ওয়ানুস। অপরদিকে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে চলমান বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করছেন। সোমবার সুওয়াইদা শহরে একটি প্রাদেশিক সড়ক বন্ধ করে দেন প্রতিবাদকারীরা। অ্যাক্টিভিস্টদের পরিচালিত একটি সংগঠনের ভিডিওতে দেখা গেছে, কয়েক শ’ মানুষ সুওয়াইদা শহরের মূল চত্বরে জড়ো হয়েছেন। তাদের হাতে রয়েছে দ্রুজ পতাকা। তারা সেøাগান দিচ্ছিলেন, সিরিয়া দীর্ঘজীবী হোক, আসাদের পতন হোক। আরেকটি ভিডিওতে দেখা গেছে, রবিবার ক্ষমতাসীন বাথ পার্টির একটি শাখা কার্যালয়ের দরজা লাগিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। জ্বালানির মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনা সরকারবিরোধী বিক্ষোভকে গতি দিয়েছে। বিক্ষোভকারীরা একাধিকবার আসাদের পদত্যাগ দাবি করেছেন। পুরো দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে বিক্ষোভ জোরালো হচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তবর্তীকালীন সরকারের পক্ষে একটি রেজুলেশন দাবি করছেন। এছাড়া ১২ বছর আগে সরকারবিরোধী বিক্ষোভের সময় গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাইছেন তারা। চলতি বছর জুন মাসে জাতিসংঘ বলেছিলে, সিরিয়ার ১২ বছরের সংঘাত দেশটির ৯০ শতাংশ জনগণকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে এনেছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম এবং থাকছে না বিদ্যুৎ। বিক্ষোভ নিরসনে সরকার কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুনর্মিলন প্রধান ওমর রাহমুন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা চরমপন্থি গোষ্ঠীর পক্ষে কাজ করছেন। গার্ডিয়ান।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো
৫০ হাজারে ঋণ, ৬ লাখ পরিশোধেও মুক্তি মেলেনি শিমুলের
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা