বেন ওয়ালেসের পদত্যাগ, গ্র্যান্ট শ্যাপসকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করলেন সুনাক
০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
জ্বালানিমন্ত্রী গ্র্যান্ট শ্যাপসকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। মাইক্রোব্লগিং সাইট এক্সে বেন ওয়ালেস নিজের পদত্যাগের ঘোষণা দেন। এতে তিনি বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এর আগে গত জুলাই মাসেই নিজের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ালেস।
আরটি জানিয়েছে, শ্যাপস প্রধানমন্ত্রী সুনাকের বেশ ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগেও তিনি মন্ত্রিসভার একাধিক পোস্টের দায়িত্ব পেয়েছিলেন। জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে এখন কাকে দেয়া হবে তা শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে। পদত্যাগপত্রে ওয়ালেস দাবি করেছেন যে, তিনি ব্রিটিশ সামরিক বাহিনীকে তুলনামূলক অধিক আধুনিক এবং আত্মবিশ্বাসী করেছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আবারও তিনি বিশ্বমানের করে গড়ে তুলেছেন বলেও জানান তিনি।
ওয়ালেস এর আগে জানিয়েছিলেন যে, তিনি ব্যক্তিগত কারণেই পদ ছাড়তে চান এবং জীবনে নতুন নতুন সুযোগ কাজে লাগিয়ে দেখতে চান। সরকার থেকে পদত্যাগের পর তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করার কথাও বলেন।
শোনা যায় যে, ওয়ালেসকে সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব করার কথা ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেটি মানেননি। জো বাইডেন চান, ন্যাটোর পরবর্তী মহাসচিব আরও উচ্চ পদ থেকে আসুন। এ জন্য কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে পছন্দ করেন বাইডেন।
এদিকে ওয়ালেসের পদত্যাগপত্র গ্রহণ করে ইউক্রেনকে শক্তিশালী করার পেছনে তার অবদানের কথা উল্লেখ করেন সুনাক। বিশ্বজুড়ে কিয়েভের পক্ষে সমর্থন আদায়ে ব্যাপক প্রচেষ্টা গ্রহণ করেছিলেন ওয়ালেস। ইউক্রেনের শাসকগোষ্ঠীর সবথেকে বড় সমর্থকদের একজন ছিলেন সাবেক এই ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। তবে গত জুলাই মাসে লিথুনিয়ায় হওয়া ন্যাটো সম্মেলনে তিনি ইউক্রেনের ঘনঘন অস্ত্র চাওয়ার সমালোচনা করে বলেন, ইউক্রেনের উচিত পশ্চিমাদের দেয়া অস্ত্র নিয়ে আরও বেশি কৃতজ্ঞতা দেখানো। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ৮ মিনিটের ভিডিও বার্তা প্রকাশ করেন, যাতে তিনি মোট ৪৭ বার পশ্চিমাদের ধন্যবাদ জানিয়েছিলেন। সূত্র : এক্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ