ফুকুশিমার পানি সাগরে ফেলার বিরোধিতায় জেলে ও স্থানীয়রা
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ছে জাপান। তবে, এর বিরোধিতা করছে দেশটির জেলে ও স্থানীয়রা। তারা শোধিত তেজস্ক্রিয় পানি সাগরে ফেলানো বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি মামলা করার কথা জানিয়েছে তারা। প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ফুকুশিমার কাছে বসবাসকারী প্রায় ১০০ জেলে ও স্থানীয়রা তেজস্ক্রিয় পানি সাগরে ফেলানো বন্ধে মামলা করার হুমকি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলা করা হবে বলে জানিয়েছে তারা। ২০১১ সালের মার্চে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় টোকিওর ফুকুশিমা-দাইছি বিদ্যুৎকেন্দ্র। ওই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান ১৮ হাজার মানুষের। এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিগ্রস্ত চুল্লিকে শীতল রাখার জন্য ওই পানি ব্যবহার করা হয়। হিসেব অনুযায়ী, চুল্লি শীতল করতে ব্যবহৃত হওয়া ১৩ লাখ ৪০ হাজার টন তেজস্ক্রিয় পানি সংরক্ষণ করা হয়েছে, যা দিয়ে ৫০০টিরও বেশি অলিম্পিক গেমসের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শীতল রাখতে ব্যবহৃত পানি গত ২৪ আগস্ট থেকে প্রশান্ত মহাসাগরে ফেলছে জাপান। আগে থেকেই এর বিরোধীতা করা জেলেরা ভীত। এতে করে তাদের শিল্প ধ্বংস হয়ে যাবে বলে শঙ্কা তাদের। বিরোধীতাকারী ফুকুশিমার জেলে ও স্থানীয় সংগঠনের সদস্য সুগি তানজি এএফপিকে বলেন, ‘আমরা ফুকুশিমা ডিস্ট্রিক্ট কোর্টে আগামী শুক্রবার একটি মামলা করব। তেজস্ক্রিয় পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নেওয়ার সরকার জেলে ও স্থানীয়দের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তা ভঙ্গ করছে।’ এই অধিকারকর্মী আরও বলেন, ‘সাগরে ছেড়ে দেওয়া কখনই সহ্য করা যায় না, কারণ এটি পারমাণবিক দুর্ঘটনার শিকারদের আরও দুর্ভোগ নিয়ে আসবে।’ সাগরে ফেলা পানি দূষিত বা তেজস্ক্রিয় নয়, এমনটা অনেক আগে থেকেই আশ্বস্ত করে আসছে জাপান সরকার। এই পানির জন্য মানুষের স্বাস্থ্যে তেমন প্রভাব পড়বে না বলে জানিয়ে আসছে তারা। গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যুক্তরাষ্ট্রের দূত রাহম এমানুয়েলকে নিয়ে ফুকুশিমার মাছ খান, যা সম্প্রচার মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়। এদিকে, পানি সাগরে ফেলানোয় জাপান থেকে সামুদ্রিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। বিষয়টি নিয়ে চীনে থাকা জাপানের কনস্যুলার কার্যালয়েও হামলা চালানো হয়। পাশাপাশি উদ্বেগ জানিয়েছে জাপানের আরেক প্রতিবেশী ও মিত্র দক্ষিণ কোরিয়াও। গত জুলাইয়ে তেজস্ক্রিয় পানি সাগরে ফেলার অনুমতি দেয় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)। ওই সময় সংস্থাটি থেকে বলা হয়, জাপান ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার যে পরিকল্পনা করেছে, তা আন্তর্জাতিক নিরাপত্তার মানদ- অনুযায়ী করা হয়েছে। এতে মানুষ ও পরিবেশের ওপর তেমন ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। একই কথা এখনও বলে আসছে জাপান সরকার। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের