ডব্লিউডব্লিউই’র লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী
২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেই যাচ্চেন। সম্প্রতি তিনি শিক্ষা সচিব হিসেবে বিশ্ব কুস্তি বিনোদন সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা ম্যাকমাহনকে মনোনীত করেছেন। তার এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা চলছে, বিশেষত তার অভিজ্ঞতা ও এই নিয়োগের পেছনের কারণ নিয়ে। মঙ্গলবার ট্রাম্প ঘোষণা করেন লিন্ডা ম্যাকমাহন তার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি পূর্বে ট্রাম্পের প্রথম প্রশাসনে ছোট ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে কাজ করেছেন।শিক্ষা খাতে তার অভিজ্ঞতা সীমিত হলেও, ট্রাম্পের লক্ষ্য হলো ফেডারেল শিক্ষা দপ্তর বন্ধ করা এবং শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দেওয়া। ট্রাম্প মনে করেন,লিন্ডা তার ব্যবসা ও নেতৃত্বের অভিজ্ঞতার মাধ্যমে এই কাজটি সফলভাবে করতে পারবেন।১৯৮০ সালে লিন্ডা ম্যাকমাহন স্বামী ভিন্স ম্যাকমাহনের সঙ্গে বিশ্ব কুস্তি বিনোদন (ডডঊ) প্রতিষ্ঠা করেন।তিনি ২০০৯ সালে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এছাড়া তিনি আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের বোর্ড চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন। শিক্ষা খাতে তার অভিজ্ঞতা কম হলেও, ২০০৯-২০১০ সালে তিনি কানেকটিকাট রাজ্যের শিক্ষা বোর্ডের সদস্য ছিলেন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও