বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চালাবে পাকিস্তান
২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
পাকিস্তান তাদের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দমনে নতুন সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অঞ্চলটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তবে এই অভিযান চীনের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি পাকিস্তানে চীনা নাগরিকদের লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলার পর বেইজিং তাদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। মঙ্গলবার চীন জানায়, তারা পাকিস্তানের সঙ্গে একটি যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার পরিকল্পনা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শেহবাজ শরিফের নেতৃত্বে সামরিক ও বেসামরিক নেতাদের বৈঠকে এই অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য বিবৃতিতে অভিযানের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। অভিযান পুরোই স্থলভিত্তিক নাকি সেখানে বিমানবাহিনীর অংশগ্রহণ থাকবে, তা এখনও অজানা। এছাড়া, চীনা নাগরিকদের ওপর হামলা ও বেইজিংয়ের উদ্বেগ এই অভিযানের নেপথ্যে ভূমিকা রেখেছে কি না, সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনী থেকেও এ বিষয়ে মন্তব্য করা হয়নি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের কার্যক্রমের কেন্দ্রস্থল। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী, যারা সামরিক বাহিনী ও চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী হামলায় দুই চীনা প্রকৌশলী নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বেলুচিস্তানে চীনের অর্থায়নে নির্মিত গোয়াদ্বার বন্দর অবস্থিত, যা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিআরআই-এর অধীনে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই প্রকল্প চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। অপর এক খবরে বলা হয়, পাকিস্তানে উত্তর-পশ্চিম ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সামরিক বাহিনীর কমপক্ষে ১৮ সদস্য নিহত হয়েছেন।উত্তর-পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পৃথক হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে যে, পাকিস্তানের আত্মঘাতী হামলায় মঙ্গলবার সন্ধ্যায় ১০ জন সৈন্য নিহত হয়েছেন বলে একটি গোয়েন্দা সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে।এই হামলার এক দিনেরও কম আগে হওয়া আরেকটি হামলায় আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আরও আটজন সৈন্য নিহত হয়েছেন। বান্নুর সর্বশেষ হামলার বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন,“একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে এসে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়, তারপরে তার সহযোগীরা গুলিবর্ষণ শুরু করে। সর্বশেষ আপডেট অনুযায়ী, হামলায় ১০ জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।” ওই কর্মকর্তা আরও বলেছেন, বিস্ফোরণ ও হামলার এই ঘটনা মালি খেল চেকপয়েন্টের অবকাঠামোর পাশাপাশি সামরিক যানের “উল্লেখযোগ্য ক্ষতি” করেছে।হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।এদিকে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে আরেকটি হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মঙ্গলবার এই বোমা হামলার ঘটনাটি ঘটেছে বলে অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন বলছে,যদিও পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করেনি,তবে সরকারি সূত্র জানিয়েছে,খাইবার পাখতুখাওয়ার তিরাহ উপত্যকায় জঙ্গিদের সাথে ভয়ঙ্কর বন্দুকযুদ্ধে কমপক্ষে আট নিরাপত্তা কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। রয়টার্স, এএফপি, ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও