পৃথিবীকে পাঁচটি দেশের করুণার ওপর ছেড়ে দেয়া যায় না : এরদোগান
০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘকে সম্পূর্ণরূপে সংস্কার করা প্রয়োজন। পৃথিবীকে পাঁচটি স্থায়ী (নিরাপত্তা পরিষদ সদস্য) দেশের করুণার ওপর ছেড়ে দেওয়া যায় না। শুক্রবার ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান বলেন, ১৯৪টি দেশের ভবিষ্যত এক বা একাধিক স্থায়ী সদস্যের মুখে ছেড়ে দেওয়া উচিত নয়। নিরাপত্তা পরিষদের কাঠামোর প্রতি দীর্ঘদিনের সমালোচক এরদোগান পুনরায় তার অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, পৃথিবী পাঁচটি দেশের চেয়ে অনেক বড়। পৃথিবীতে চলমান মানবিক সঙ্কটগুলোর উদাহরণ দিয়ে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে এরদোগান বলেন, প্রতিটি সঙ্কটই ন্যায়, শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি করে। এছাড়া তিনি বলেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামি দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অপর একখবরে বলা হয়, জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা পাঁচ বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের সমর্থকদের ব্যাপক চাপ এবং প্রায় পাঁচ বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর অবশেষে ক্রীড়া সরঞ্জাম কোম্পানি ‘পুমা’ ইহুদিবাদী দখলদার সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। পুমা ঘোষণা করেছে, চলতি ২০২৪ সাল শেষ হওয়ার পর ইসরাইলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরাইলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ইহুদিবাদী ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় ২০টি দেশ ইহুদিবাদী ইসরাইলবিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি ২০২২ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল। এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা। ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে ইহুদিবাদী ক্রীড়া দলগুলিকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, আমেরিকা ও জার্মানি তার প্রত্যক্ষ অংশীদার। আনাদোলু, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন