সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
মিষ্টির লোভে
ইনকিলাব ডেস্ক : সম্প্রতি জাপানের একটি সুপারমার্কেটে মিষ্টি খেতে পছন্দ করা এক ভাল্লুক দুই দিন ধরে তাণ্ডব চালানোর পর তাকে খাবার দিয়ে বের করে আনা হয়। এই ঘটনার পর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভাল্লুকটিকে খাবারের ফাঁদে ফেলে আটক করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হবে। এটি জাপানে ভাল্লুকদের সঙ্গে সংক্রান্ত একটি বাড়ন্ত সমস্যার অংশ, যেখানে গত বছর রেকর্ড ৬ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং ৯,০০০ এরও বেশি ভাল্লুক নিহত হয়েছে। খালিজ টাইমস।
৭ মাওবাদী নিহত
ইনকিলাব ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন। মুলুগু জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের ইনফরমার সন্দেহে দুই আদিবাসী লোককে হত্যা করার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। এর আগে তেলেঙ্গানা পুলিশের বিশেষ বাহিনী (মাওবাদ বিরোধী এলিট গ্রেহাউন্ডস) চালপাকা জঙ্গলে মাওবাদীদের দেখতে পায় এবং তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। পুলিশ জানায়, এ সময় মাওবাদীরা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এনডিটিভি।
মেক্সিকোতে নিহত ৮
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে একটি স্ট্রিপ মলের বেশ কিছু দোকানে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে। গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাপাসিও এল গ্র্যান্ডে শহরে স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় খাবারের দোকান, টিকিট কাউন্টারসহ বেশ কিছু দোকান রয়েছে। নিহতদের মধ্যে দুজন দমকলের কর্মী। এছাড়া রাজ্যের হেলথ কেয়ার সিস্টেমের একজন প্যারামেডিকও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। এএফপি।
নিষেধাজ্ঞা তুলে নিলো
ইনকিলাব ডেস্ক : পেট্রোল রপ্তানির ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। দেশটির সরকার জানিয়েছে, এখন থেকে উৎপাদনকারীরা পেট্রোল রপ্তানি করতে পারবে। তবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্যান্য রপ্তানিকারকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। চলতি বছরের শেষের দিকে রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ ও মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল। কারণ এসব দেশের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার চুক্তি রয়েছে। রয়টার্স।
সঙ্গী হবেন না
ইনকিলাব ডেস্ক : দিল্লির বিধানসভা নির্বাচন আসন্ন। তাতে একাই লড়বে শাসকদল আম আদমি পার্টি। এমনটাই জানালেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে দিল্লিতে। সব আসনেই বিজেপি জিতেছে। এবার বিধানসভা নির্বাচনের মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরি। ফলে আরও এক বার ধাক্কা খেলো কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এনডিটিভি।
অপরাধী চক্র
ইনকিলাব ডেস্ক : গাজায় ‘অপরাধী চক্র’ এবং ‘অপরাধ তৎপরতা’ আগের চেয়ে আরও বেড়ে গেছে। এ পরিস্থিতে অনিরাপদ হয়েছে গাজায় ত্রাণ সরবরাহ। ত্রাণবাহী গাড়িগুলো লুটপাটের শিকার হচ্ছে। গাজার নুসেইরাত শরণার্থী শিবির থেকে এমন কথাই জানিয়েছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা লুইস ওয়াটারিজ। তিনি বলেন, গাজায় অপরাধ তৎপরতা বেড়েছে গত মে মাস থেকেই। সে সময় বন্ধ করে দেওয়া হয়েছিল মিশরের সঙ্গে দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিং। এরপর থেকে প্রতিটি দিনই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন