বাঁচার লড়াইয়ে অসহায় গাজাবাসী তীব্র শীতে দুর্বিষহ জীবনযাপন
০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
অব্যাহত ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। যুদ্ধে বিধ্বস্ত এই অঞ্চলটির বাসিন্দারা ইতোমধ্যেই গৃহহীন হয়ে পড়েছে। এর ওপর শীতকাল তাদের জীবনে নতুন সংকটের সৃষ্টি করেছে। শরণার্থীরা এখন সমুদ্রপাড়ে, অস্থায়ী তাবুতে, অথবা খোলা আকাশের নিচে বাস করছে। গতবছর অক্টোবর শুরু হওয়া ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার কারণে গাজার অধিকাংশ মানুষের বাসস্থান ধ্বংস হয়ে গেছে, এবং শরণার্থী শিবিরে জায়গার অভাবে লাখো মানুষ এখন সমুদ্রের পাড়ে বসবাস করছে। শীতের প্রকোপ, বৃষ্টিপাত, এবং খাদ্য ও ওষুধের সংকট তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। মুহাম্মদ আল-হালাবি, একজন গাজাবাসী, সমুদ্রপাড়ে একটি শরণার্থী শিবিরে বসবাস করছেন। তিনি বিবিসি সংবাদমাধ্যমকে বলেন, তুফানের সময় তাবুর সবকিছু ভেসে গেছে। এমনকি, আমরা একটি দুই মাসের শিশুকে সমুদ্র থেকে উদ্ধার করেছি। জাতিসংঘ জানিয়েছে, গাজার ২.৩ মিলিয়ন জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত, যার মধ্যে ৯০% শরণার্থী অস্থায়ী তাবুতে বসবাস করছে। ঠান্ডা আবহাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। খান ইউনিসের শায়মা ইসা বলেন, আমার সন্তানদের শরীর জমে যাচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমাদের কোনো শুষ্ক আশ্রয় নেই। খাদ্যের সংকটও চরম আকার ধারণ করেছে। রুটি সংগ্রহের জন্য শত শত মানুষ প্রতিদিন বেকারির সামনে ভিড় জমাচ্ছে। দেইর আল-বালাহর হানান আল-শামালি বলেন, আমার ডায়াবেটিস আছে, আমি ভিড় ঠেলে এগোতে পারি না। এত কষ্ট করেও প্রায়ই রুটি পাই না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য সঠিকভাবে বিতরণ করা যাচ্ছে না। অন্যদিকে, গাজায় আসা সাহায্য সামগ্রী প্রায়ই লুট হয়ে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান এন্তোয়ান রেনার্ড বলেন, গাজায় যে অবস্থা চলছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ। মানুষ খাবার পাচ্ছে না। গাজার মানুষের জন্য শীতকাল যেন নতুন এক যুদ্ধের নাম।যুদ্ধে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের শরণার্থীরা এখন বাঁচার জন্য প্রতিদিন সংগ্রাম করছে। তাদের দুর্দশা যেন মানবতার প্রতি এক কঠিন প্রশ্ন রেখে যাচ্ছে। সোমবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ উপকূলে উচ্চ জোয়ার প্লাবিত হয়েছে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কিছু তাঁবু ভেসে গেছে। শীত এবং ঠান্ডা আবহাওয়ার কারণে বাস্তচ্যুত মানুষরা বিপর্যয়কর পরিস্থিতিতে বসবাস করছে। ইসরাইলের সামরিক অভিযানে গাজার বিশাল এলাকাজুড়ে অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে ঠাসাঠাসি করে আশ্রয় নিয়েছে। এসব শিবিরে নেই পর্যাপ্ত খাদ্য, পানি, বা মৌলিক চাহিদা মেটানোর ব্যবস্থা। এর মধ্যে শীতের আগমনের ঠিক কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া তীব্র ঠা-া আর বৃষ্টি যেন মরার ওপর খারার ঘাঁ হিসেবে দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় ত্রাণ সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খাবার, পানি এবং ওষুধের মতো জরুরি পণ্যের অভাবে দেখা দিয়েছে চরম মানবিক সংকট। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ঠান্ডা। পর্যাপ্ত গরম পোশাক বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেন, ‘এই আমাদের তাঁবু। নেই কোনো ত্রিপল, নেই পর্যাপ্ত থাকার ব্যবস্থা, নেই শিশুদের জন্য পোশাক। আমাদের কাছে যেন কিছুই নেই। এখানে বেঁচে থাকার কোনো পরিবেশও নেই।’ গাজার উত্তর থেকে আসার এক নারী বলেন, দজীবন বাঁচাতে পালিয়ে এসেছি। সেখানকার বোমা কিংবা অন্য কোনো হামলায় মরিনি। অবরোধের পর পালিয়ে আসতে পেরেছি। কিন্তু এখন ঠা-া আর বৃষ্টি আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। গত তিন দিন ধরে ঠা-ায় ভুগছি। এবার মনে হয় আর পাড় পাবো না। জাতিসংঘের তথ্যমতে, গাজায় থাকা ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে অনেকেই একাধিকবার আশ্রয় পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ঠা-া আবহাওয়া এবং বৃষ্টিতে তাঁবুর নিচে জমে থাকা পানি তাঁদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানবিক সংকটের এই চিত্র গাজার মানুষের দৈনন্দিন জীবনে নতুন নতুন চ্যালেঞ্জ যোগ করছে। সাহায্যের আশায় প্রহর গুনছেন তারা। তবে বৈশ্বিক সহায়তা এবং সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট কাটিয়ে ওঠা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি,আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন