সূর্যের সবচেয়ে কাছে পৌঁছানোর চেষ্টায় নাসার মহাকাশযান
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
‘পার্কার সোলার প্রোব’ নামের এই মহাকাশযান সূর্যের বাইরের বায়ুম-লে প্রবেশ করতে চলেছে। এ মুহূর্তে তীব্র তাপমাত্রা এবং বিকিরণ সহ্য করছে যানটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি একটি মহাকাশযান সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর মধ্য দিয়ে ইতিহাস গড়ার চেষ্টা চালাচ্ছে। বিবিসি লিখেছে, ‘পার্কার সোলার প্রোব’ নামের এই মহাকাশযান সূর্যের বাইরের বায়ুম-লে প্রবেশ করতে চলেছে। এ মুহূর্তে তীব্র তাপমাত্রা এবং বিকিরণ সহ্য করছে যানটি। জ্বলন্ত আর উত্তপ্ত সূর্যের কাছ ঘেঁষে যাওয়ার এই সময়ে মহাকাশযানটি কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। আর বিজ্ঞানীরা একটি সংকেতের অপেক্ষায় থাকবেন। ২৮ ডিসেম্বর গ্রিনিচ মান সময় ০৫:০০ টায় পাওয়া যেতে পারে এ সংকেত। সেটি এলেই বিজ্ঞানীরা বুঝতে পারবেন মহাকাশযানটি সূর্যের কাছাকাছি গিয়ে টিকে থাকতে পেরেছে কি না। সূর্য কীভাবে কাজ করে তা আরও ভালভাবে বুঝতে এ অভিযান সহায়ক হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা ফক্স বিবিসি-কে বলেন, “শত শত বছর ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করে আসছে। কিন্তু সত্যিকার অর্থে ভ্রমণ না করা পর্যন্ত একটি জায়গার পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব না। সেকারণে আমরা সূর্যের বায়ুম-ল ঘুরে না আসা পর্যন্ত সে সম্পর্কে ধারণা করতে পারব না।’ ‘পার্কার সোলার প্রোব’ ২০১৮ সালে সৌরজগতের কেন্দ্রভাগ অভিমুখে যাত্রা শুরু করে। যানটি ইতোমধ্যে ২১ বার সূর্যকে প্রদক্ষিণ করে এর আরও কাছাকাছি পৌঁছেছে। তবে এবার বড়দিনের আগে দিয়ে মহাকাশযানটি সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার নতুন রেকর্ড গড়ছে বলেই মনে করা হচ্ছে। মহাকাশযানটি সূর্য পৃষ্ঠ থেকে মাত্র ৩৮ লাখ (৩ দশমিক ৮ মিলিয়ন) মাইল দূরে রয়েছে। এই দূরত্ব সূর্যের খুব বেশি কাছের না হলেও নাসার বিজ্ঞানী নিকোলা ফক্স বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “পৃথিবী থেকে সূর্য ৩ কোটি ৯০০ (৯৩ মিলিয়ন) মাইল দূরে। যদি সূর্য ও পৃথিবীর দূরত্ব এক মিটার ধরা হয়, তবে মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে রয়েছে।” মহাকাশযানটিকে ১৪,০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বিকিরণ সহ্য করতে হচ্ছে। তবে এই তাপমাত্রায় যে কোনও ধরনের ইলেকট্রনিক যন্ত্রে ত্রুটি দেখা দিতে পারে। তবে মহাকাশযানটি ৪ দশমিক ৫ ইঞ্চি পুরু কার্বন-যৌগিক আবরণ দিয়ে সুরক্ষিত। আর মহাকাশযানটির বৈশিষ্ট্য হল দ্রুত ঢুকে আবার বের হয়ে যাওয়া। প্রকৃতপক্ষে, এটি মানুষের তৈরি যে কোনও বস্তুর চেয়ে দ্রুত গতিতে চলবে। প্রতি ঘণ্টায় মহাকাশযানটি ৪ লাখ ৩০ হাজার মাইল পথ পাড়ি দিচ্ছে। বিশ্লেষণ করলে দেখা যায়, লন্ডন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছতে এটির ৩০ সেকেন্ডেরও কম সময় লাগবে। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুসলিম জাগরণের অগ্রপথিক মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ আজ জন্মদিন
গত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে, তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে: আমীরে জামায়াত
রাজস্থানে ৩ দিনেও উদ্ধার হয়নি ৭০০ ফুট গর্তে আটকে থাকা শিশু
জকিগঞ্জে বালাউটি ছাহেবের ঈসালে সাওয়াব মাহফিলে ভক্ত-মুরিদানের ঢল
‘অন্তর্বর্তী সরকারের উদারতা এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে’
বিমান হামলায় গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার