বিচ্ছিন্ন রাখাইন দুর্ভিক্ষের মুখে
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
বিপর্যয়ের দ্বারপ্রান্তে রাখাইন। এ অর্থনৈতিক ও খাদ্য সংকট তীব্র হওয়া নিয়ে ইউএনডিপির চলতি বছরের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ আছে, রাখাইনজুড়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমানা দিয়ে পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, আয়ের অনুপস্থিতি, উচ্চ মুদ্রাস্ফীতি, অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া এবং প্রয়োজনীয় পরিষেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অভাব সেখানকার এরই মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা জনজীবনকে আগামী কয়েক মাসের মধ্যে নজিরবিহীন সংকটে ফেলে দেবে। রাখাইনের জমি চাষের ধরন থেকে বোঝা যায় যে ২০২৪ সালে অঞ্চলটিতে ৯৭ হাজার টন চাল উৎপাদিত হবে, যা রাখাইনের মাত্র ২০ শতাংশ জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করবে। অথচ ২০২৫ সালের প্রথম ছয় মাসেই ১ লাখ ৮৬ হাজার টন চাল প্রয়োজন পড়বে। বছর শেষে এ পরিমাণ দাঁড়াবে ৩ লাখ ৭২ হাজার টনে। অথচ এ অঞ্চলটি ২০২৩ সালে উৎপাদন করেছিল ২ লাখ ৮২ হাজার টন চাল। তখন চাল উৎপাদন সেখানকার জনসংখ্যার খাদ্য চাহিদার ৬০ শতাংশ পূরণ করেছিল। বাকি ৪০ শতাংশ দেশের অন্যান্য অঞ্চল থেকে সরবরাহ করে পূরণ করা হয়েছিল। কিন্তু গত বছরের নভেম্বরের শুরুতে অঞ্চলটিতে জারি করা অবরোধের প্রভাব খাদ্য উৎপাদনে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। এক্ষেত্রে রাখাইন অঞ্চলের বাইরে থেকে এনে এ ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু তা-ও কঠিন। কারণ সেখানে অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় বাণিজ্যই এখন যুদ্ধের কারণে সীমিত হয়ে পড়েছে। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ দেশীয় খাদ্য উৎপাদন চাহিদার শুধু ২০ শতাংশ পূরণ করবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ফলে অচিরেই রাখাইন তীব্র দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, সেখানকার প্রায় ২০ লাখ মানুষ অনাহারের মুখে পড়তে পারে। রাখাইনে খাদ্যনিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছর ধান চাষের ব্যাপক হ্রাস, বাণিজ্য অবরোধ ও মৎস্য চাষে বিধিনিষেধ অঞ্চলটিকে সংকটের দিকে এগিয়ে নিচ্ছে, যা রাজ্যটির খাদ্য মূল্যস্ফীতি বাড়াচ্ছে, বিশেষ করে চালের উৎপাদনশীল খাত ও ব্যবসা-বাণিজ্যের অনুপস্থিতিতে দেশটির বাকি অংশ এবং প্রতিবেশীদের কাছ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে মিয়ানমারের রাখাইন অঞ্চল। সেখানকার অর্থনীতির পরিপূর্ণ পতন অবশ্যম্ভাবী। অদূর ভবিষ্যতে রাখাইনের বিদ্যমান অর্থনৈতিক দুরবস্থা থেকে পুনরুদ্ধারের কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। বিচ্ছিন্ন রাখাইন পড়তে পারে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ রাখাইনের ৯৫ শতাংশ জনসংখ্যা চরম দারিদ্র্যের মধ্যে পড়বে। কারণও দিবালোকের মতো স্পষ্ট। ইউএনডিপির হিসাব বলছে, ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ রাখাইনের খাদ্য উৎপাদন অঞ্চলটির চাহিদার মাত্র ২০ ভাগ পূরণে সমর্থ হবে। বীজ ও সারের সংকট, বৈরী আবহাওয়া পরিস্থিতি এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষজন (আইডিপি) অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় অঞ্চলটির অভ্যন্তরীণ চাল উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে, কারণ ওইসব বাস্তুচ্যুত মানুষজন এখন আর চাষাবাদের সঙ্গে জড়িত নয় এবং এটি ক্রমবর্ধমান সংঘাতেরও কারণ হয়ে উঠছে। গত বছর নভেম্বরে রাখাইনে ‘অপারেশন ১০২৭’ তীব্রতর হওয়ার সময় থেকেই কৃষি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অঞ্চলটিতে খাদ্যনিরাপত্তাহীনতা উদ্বেগজনক হারে বাড়ছে এবং ২০২৫ সালের মাঝামাঝি নাগাদ দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর ধান চাষের ব্যাপক হ্রাস, বাণিজ্য অবরোধ ও মৎস্য চাষে বিধিনিষেধ অঞ্চলটির অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, যা রাখাইনের খাদ্য মূল্যস্ফীতি দ্রুত বাড়াচ্ছে, বিশেষ করে চালের। চাল যে এ অঞ্চলের প্রধান খাদ্যশস্য। একদিকে রাখাইন অঞ্চলে ধান উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, অন্যদিকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে। ১৮ ডিসেম্বর মিসরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুলের সঙ্গে এক সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া গত দেড় থেকে দুই বছরে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২০১৭ সালের ২৫ আগস্টের পর ৭ লাখ ৭৩ হাজার ৯৭২ জন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বান্দরবানে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, পুড়ে যাওয়া ঘরগুলো নির্মাণের নির্দেশ
অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরায়েলের
ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়
সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা
চাঁদপুরে দুই উপজেলার মধ্যবর্তী সেতু ভেঙ্গে পড়েছে
রাজধানীর মোহাম্মদপুরে বাস মালিককে কুপিয়ে হত্যা
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গায় নিহত ৩৩, দেড় হাজার বন্দির পলায়ন
কেনাকাটার সময় আমরা সাধারণত যে ভুলগুলো করি
মিরপুরে সাংবাদিকদের ২১ বিঘা জমি এখনও ইলিয়াস মোল্লাহর দখলে!
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার
ইসরায়েলি বর্বরতা চলছেই, গাজায় নিহত বেড়ে প্রায় সাড়ে ৪৫ হাজার
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের মরদেহ
পশ্চিম তীরে ইসরাইলের ড্রোন হামলা, নারীসহ ৮ ফিলিস্তিনির মৃত্যু
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়: আসিফ মাহমুদ
ভারতে শঙ্করাচার্যের সাথে সাক্ষাৎ করে হস্তক্ষেপ চাইলেন একদল বাংলাদেশি হিন্দু
অবশেষে সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে