অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল
০৮ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১১ এএম
ডানপন্থি ফ্রিডম পার্টির নেতা হরবার্ট কিকলকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভ্যান ডের বেলেন। অথচ, কিকল ও তার দলের বিরুদ্ধে বরাবরই ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে সন্দেহ প্রকাশ, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সমর্থন না করা ও অভিবাসনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার অভিযোগ ছিল। আর এই অভিযোগ থাকা সত্ত্বেও ডানপন্থি কিকল যদি শেষ পর্যন্ত সরকার গঠন করেন, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই হবে উগ্র ডানপন্থিদের নেতৃত্বে অস্ট্রিয়ার প্রথম সরকার। এর আগে, হারবার্ট কিকল-এর নেতৃত্বে ফ্রিডম পার্টি সেপ্টেম্বরে অস্টিয়ার সংসদীয় নির্বাচনে জয়ী হয়। তারা ২৮.৮ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থান দখল করে এবং প্রাক্তন চ্যান্সেলর (প্রধানমন্ত্রী) কার্ল নেহামের-এর রক্ষণশীল অস্ট্রিয়ান পিপলস পার্টিকে দ্বিতীয় স্থানে নামিয়ে দেয়। তবে পিপলস পার্টি এবং অন্যান্য দল কিকেলের নেতৃত্বে ফ্রিডম পার্টির সাথে কাজ করতে অস্বীকৃতি জানায়, যে কারণে তখন সরকার গঠন করতে পারেনি ডানপন্থি এই দলটি। পরে অক্টোবরে প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার ভ্যান ডের বেলেন নেহেমারকে প্রথমে সরকার গঠন করতে আমন্ত্রণ জানায়। তবে সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং শনিবার পদত্যাগ করার ঘোষণা করেন নেহেমার। এই অবস্থায় সোমবার সকালে কিকেলের সাথে ঘণ্টাখানেক বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্যান ডের বেলেন জানান, তিনি সরকার গঠনের জন্য ফ্রিডম পার্টিকে পিপলস পার্টির সাথে আলোচনা করতে বলেছেন। ফ্রিডম পার্টি তাদের ‘দুর্গ অস্ট্রিয়া’ শিরোনামের নির্বাচনী ইশতেহারে ‘আমন্ত্রিত নয় এমন বিদেশীদের পাল্টা অভিবাসন’-এর আহ্বান জানায়। ইশতেহারে শক্তভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং জরুরী আইন জারীর মাধ্যমে রাজনৈতিক আশ্রয়ের অধিকার সাময়িক বাতিল করে একটি ‘সমজাতীয়’ দেশ গড়ার কথা বলা হয়েছে। ফ্রিডম পার্টি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। তারা ইউক্রেনকে পশ্চিমা সামরিক সাহায্য দেয়ার তীব্র সমালোচনা করেছে। সেই সঙ্গে দলটি জার্মানির উদ্যোগে ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসার কথা বলেছে। এছাড়াও কিকেল ব্রাসেলস- ‘এলিট’ গোষ্ঠীর সমালোচনা করেছেন। সেই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু ক্ষমতা অস্ট্রিয়ার হাতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। ফ্রিডম পার্টি ইউরোপিয়ান পার্লামেন্টে ডানপন্থি পপুলিস্ট জোট ‘পেট্রিওটস ফর ইউরোপ’ এর অংশ, যার মধ্যে হাংগেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং নেদারল্যান্ডসের গির্ট ভিল্ডারস রয়েছেন, যার দল নেদারল্যান্ডসের সরকার নিয়ন্ত্রণ করে। তবে সমস্যা হলো-উগ্র ডানপন্থি আর রক্ষণশীলদের মধ্যে জোট সরকার গঠনের আলোচনা সফল হবার কোন গ্যারান্টি নেই। কিন্তু এটা ছাড়া বর্তমান সংসদে আর কোন পথও খোলা নেই। কেননা, জনমত জরীপে দেখা গেছে, এই মুহূর্তে নতুন নির্বাচন হলেও ফ্রিডম পার্টি আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট ভ্যান ডের বেলেন বলেন যে, নতুন সরকারের দায়িত্ব সহজ হবে না। যা নিয়ে তিনি বলেন, ‘অর্থনৈতিক পরিবেশ কঠিন, অস্ট্রিয়ায় মন্দা চলেছে, বেকারত্ব বাড়ছে। সব পদক্ষেপ হয়তো জনপ্রিয় হবে না, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে হবে।’ রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অভিনেত্রীর নেকলেস চুরি, চোর কি তবে রং মিস্ত্রী?
ভিভো এক্স২০০ এর নজর কাড়া পাঁচ দিক
ভৈরব থানার লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মামলায় আসামী অন্তর, ষড়যন্ত্র অব্যাহত
সিলেট কোম্পানীগঞ্জে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মালয়াম অভিনেত্রীকে যৌন হয়রানি, আটক স্বর্ণ ব্যবসায়ী
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে চলবে বিডিআর বিদ্রোহ মামলা
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে: ফারুক
ট্রাম্পের ছেলে ডনাল্ড জুনিয়রের গ্রিনল্যান্ড ভ্রমণ নিয়ে জল্পনা-কল্পনা
সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: প্রধান উপদেষ্টা
বিয়ের পূর্বে স্ত্রীর অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকা প্রসঙ্গে।
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম: রিশাদ
ফুলপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ফুটবল প্রতিযোগিতায় রুপসী বিজয়ী
নাগরিক অধিকার না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না মুফতী ফয়জুল করীম
মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল আলীম বহিষ্কার
অনলাইনে ফি আদায়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে সোনালী ব্যাংকের চুক্তি
নোবিপ্রবিতে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত