দাঁত ভাঙ্গা জবাব চীনের
১০ এপ্রিল ২০২৫, ০২:০৬ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০২:০৬ এএম

চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে এবার সব ধরনের মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন এই শুল্ক কার্যকর করা হবে বলে জানিয়েছেন চীনের সরকার। পাল্টা-পাল্টি শুল্কারোপের এই ঘটনায় মাধ্যমে দু’দেশের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈশ্বিক অর্থনীতিতে এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করছেন তারা।
১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে বলে চীন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ককে নিপীড়ণমূলক আখ্যা দিয়ে তারা এই শুল্ক আরোপ করেছে। বেইজিং জানিয়েছে যে, ‘দ্বন্দ্ব’ নিরসনে তারা মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী। বুধবার বাণিজ্য বিষয়ক শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, চীন সব সময়ই চেষ্টা করেছে, মার্কিন-চীন বাণিজ্য যেন সব সময় উভয় রাষ্ট্রের জন্য লাভজনক হয়। বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থাকাটা ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করা হয় শ্বেতপত্রে। তবে নিজেদের স্বার্থ ঠিক রাখার প্রতি জোর দেয়ার কথাও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিষয়ে চীনের শ্বেতপত্রে বলা হয়েছে, পাল্টা শুল্কের মাধ্যমে আমেরিকা তার বাণিজ্য ঘাটতি সমস্যা সমাধান করতে পারবে না। বরং বাড়তি শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা, সরবরাহ ব্যবসার নিরাপত্তা ও স্থিতিশীলতার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তবে মঙ্গলবার রাতে রিপাবলিকান পার্টির এক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়টি দারুণ ইতিবাচকভাবে কাজ করবে। তিনি বলেন, অনেক দেশই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু এখন সময় আমাদের। আমদানি শুল্ক বাড়ানোয় যুক্তরাষ্ট্র দিনে বাড়তি ২ বিলিয়ন ডলারের মতো আয় করছে বলেও তিনি উল্লেখ করেছেন।
এর আগেও যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলো। এখন, নতুন সিদ্ধান্তের ফলে চীনা পণ্যে শুল্কহার আকাশচুম্বী হয়ে গেছে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার এক দিনের মাথায় গত ৪ এপ্রিল চীনও সমান হারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে। হোয়াইট হাউজ জানিয়েছে, চীনে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করায় তারা দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও ৫০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে। তার ভাষ্য, ‘আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তারা সঙ্গে সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে।’
এর প্রতিক্রিয়ায় চীন বলেছে, ‘চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না।’ কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে তারা এবং যুক্তরাষ্ট্রের এ ‘ব্ল্যাকমেইলিং আচরণ’ তারা কখনোই মেনে নেবে না। চীনের অবস্থান হলো- শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলাপ-আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মত-পার্থক্যের সমাধান করা হোক। সূত্র : নিউইয়র্ক টাইমস, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

পাকিস্তান সেনাবাহিনীর জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে : পাক আইএসপিআর প্রধান

ভারত-পাকিস্তান উত্তেজনা, সংঘাত এড়াতে সংযমের আহ্বান চীনের

উত্তরার বাসাবাড়িতে গ্যাস সংকট চরমে

পাকিস্তানের কড়া জবাবের মুখে সাদা পতাকা উড়িয়ে নতি স্বীকার ভারতের

পাকিস্তানের পাল্টা হামলা, আরও হামলার আশঙ্কায় ভারত অধিকৃত কাশ্মিরে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

করিমগঞ্জে বজ্রপাতে এক কৃষকের তিন গরুর মৃত্যু

পাকিস্তানে ভারতীয় হামলা, বিশ্বনেতাদের উদ্বেগ ও বিবৃতি

এই ডাক্তার রোগ নয়,পাপ সারায়!

বিজিএমইএ নির্বাচন ২০২৫–২৭ সম্মিলিত পরিষদের শক্তিশালী প্যানেল চূড়ান্ত

আর্সেনালের বিপক্ষে জয়ের মানসিকতা নিয়েই নামবে পিএসজি

পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক

শামীম হাসানের বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের হুমকিসহ গুরুতর অভিযোগ

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া

পাকিস্তানে ভারতীয় হামলার প্রতিক্রিয়ায় যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারত-পাকিস্তান যুদ্ধ : সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছাত্রনেতাদের

গাজায় মানবিক বিপর্যয়, অবরোধ তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের

মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ: সারজিস আলম

পাকিস্তানে ভারতের হামলায় ৮জন নিহত

ইসলামাবাদ-পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ